![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে নিয়ে অভিসন্ধর্ব লিখতে চেয়েছিলাম
অন্তহীনতার অন্ত খোঁজার মতো
কখনো অ্যামরফাজ কখনো ভোলাটাইল
কার ভ্রামক নির্ণয় করবো আমি ?
যে নিজের অবয়ব নিয়ে স্বপ্নের সফেদ সমুদ্রে
কখনো ভাসে কখনো মহীঢালে জলকেলি
মাটি খুঁড়ে বসে আছি একখানি স্থিতিস্থাপক হাত বাড়িয়ে
তোমার বুকের ঐ ডায়াফ্রেমের সাথে
আলতো করে থাকবে ঝুলে আমার অনামিকা
নাতো,মধ্যমাতে, সে প্রহসনের অঙ্গুরীর ছাপ
প্রিয়া আজ মেডুসার জীবন্ত জীবাশ্ম
মাটি আর তোমার টানে বড় সাম্যময়ী আজ
বাকি হাত খানি নিয়ে মাটিতেই লিখতে বসেছি
যদি আঙুল ছেড়ে মুক্ত পুরুষ হও
আমারো অন্তঃসলিলা আছে
আমিও অনুপলে তিয়াস মেটাই
আর পুরো গাঁটছড়াটাও আমার কাছে
আজ অষ্টমঙ্গলাতেই হোক এই
সন্ধর্ব আর প্রিয়া জীবাশ্মের অবসান ।।
২| ১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৭
রাজীব নুর বলেছেন: আর একটু গুছিয়ে লিখুন।
সহজ সরল ভাষায় লিখুন।
৩| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৫
মনিরুল ইসলাম বাবু বলেছেন: প্রেমাবেগের আধুনিক উপস্থাপন ।
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:২১
রসায়ন বলেছেন: ভালো লাগলো তবে অনেক শব্দের অর্থ জানতে গুগলে যেতে হয়েছে।