![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেবল দেহই চাই আমি
আমাদের জৈব রসায়ন
দৈব হবে কেন?
সর্বৈব জৈব চাওয়াপাওয়া
শরীরে শরীরে শারীরি লেনাদেনা
কামোত্ত তৃষ্ণার উন্মত্ত সমাধান
দৈব নয় মোটে
ভালোবাসা মিছে আশা
জানান দিচ্ছে দেখো দেয়ালের চিকা
আমিতো চামচিকার মতন
পাখা ঝাপটিয়ে শুক্রাণু-ডিম্বাণুর মিলন
ঘটানোর উদ্দেশ্যে প্রকৃতির আবিস্কারকে
অপব্যবহার করে পলিথিনের মোড়কে
উন্মত্ত ঘর্ষণবেগে
খুঁজে নেই শরীরের চরম আবেগ
শরীরই সত্য জেনো,
বাকি সব বানোয়াট,
কবিদের বেচা কিছু পেঁচভরা স্তোক,
বাস্তবে নেই কিছু,
ওসবে ভুলিনি আমি,
লেনদেন হবে শুধু শরীরে শরীরি,
যেমন চেয়েছে সৃষ্টি,
বিবর্তন,প্রবর্তন ইত্যাদি বিজ্ঞান
নানা জ্ঞানের চক্র চাকায়
জৈবিকতার স্থান আছে
প্রেমের কথাতো খালি আধাখ্যাপা
কবিরা বলেছে,
পাগল শালারা!
বংশবিস্তারই জীবনের লক্ষ্য
চক্রাকারে ঘূর্ণায়মান সৃষ্টির চক্রে
আমরা কেউ কিছু নই-কেবল
বংশবিস্তারেই আমাদের অবদান।
তাই তোমার-আমার জৈব রসায়ন
সর্বৈব জৈব চাওয়াপাওয়া
দৈব মোটেই নয়
শতভাগ লৌকিক;
তবু ঊর্ব্বশী, জৈবিকতার শেষে
হীন করপুটে
এক আঁজলা অর্থহীন ভালোবাসা দিও
©somewhere in net ltd.