নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই লোকটি আজকের বাংলাদেশকে একাত্তরের লজ্জা বলে ডেকেছিলো

অনুপম দেবাশীষ রায়

আমি অনুপম

অনুপম দেবাশীষ রায় › বিস্তারিত পোস্টঃ

ভূমিকা

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৮

এই গ্রন্থটি আমার আট থেকে আঠারো বছর বয়েস পর্যন্ত লেখা সকল কবিতার মাঝে নির্বাচিত কিছু কবিতার সংকলন। আমার ধারণা আমি যখন থেকে লিখতে শুরু করেছি তখন থেকেই কবিতা লেখা শুরু করেছি। কৃতিত্বটি অনেকটাই আমার বাবার। যখন যেখানে যাওয়া হতো-আমার বাবা বলতেন সেটা নিয়ে দুই লাইন হলেও লিখে রাখতে। গদ্য দুই লাইনের চেয়ে কবিতার দুই লাইন ছোট ছিলো। তাই কবিতা লিখতাম। সেই বাধ্য হয়ে লেখা কবিতা একসময় আনন্দে লেখা কবিতা হতে লাগলো। অনুপমীয় প্রত্নতত্ত্ববিদ বা আমার মা সেই কবিতাগুলো জড়ো করতে লাগলো। মা যদি তখন কবিতাগুলো একত্র না করতো-আমার কবিতা একত্র করার অভ্যাসই হতোনা। আমি দেয়ালের কোনায়, খাতার চিপায় অথবা লিপস্টিক দিয়ে আয়নার ওপর-যেখানেই কবিতা লিখতাম, মা জড়ো করে রাখতো।
কবিতা নিয়ে মায়ের এই অদ্ভুত ছোকছোকানির কারনে কিছুদিন পর থেকে আমার নিজেরই কবিতা গোছানো শুরু করা লাগলো। কারণ ততদিনে আমি বিদ্রোহ মার্কা আর রাজনীতি মার্কা কবিতা লেখা শুরু করেছি যেগুলো দেখে আমার মা ভয় পেতে পারে। কাজেই আমি আমার কবিতাগুলো ফেসবুকের একটা নিকট বন্ধুদের গ্রুপে পোস্ট করা শুরু করলাম। সেই গ্রুপের কবিতাগুলো খুব দ্রুতই বিপ্লবের কবিতা থেকে প্রেমের কবিতা হয়ে গেলো। কারণটা যে কি সেটা আমার নিকটবন্ধুরা জানে এবং নিকটবন্ধুরা মানে যে সেই কারণে আমার কবিতার আরও অনেক ভালো হয়ে গিয়েছিলো। প্রেম আর বিপ্লব খুব কাছাকাছি জিনিস বলেই হয়তো আমি সেইসময়ে প্রেম নিয়ে বিপ্লব করা ধরণের কবিতা লেখা শুরু করলাম।
এখন আমার বয়েস আঠারো। প্রেম আর বিপ্লবের দেশ থেকে আমি এখন অনেক অনেক দূরে। হিসেব করে বলতে গেলে আট হাজার মেইল দূরে। এই বয়েসটাতে আমি একটা অদ্ভুত বিষন্নতায় ডুবে আছি। বুকের অনেক কাছে ধরে রাখা অনেক বিশ্বাস,অনেক হিসেব নিকেশ, ঠিকভুল উল্টেপাল্টে গেছে-যাচ্ছে। তাই আমার আট থেকে আঠারো হওয়া পর্যন্ত সময়টার কবিতাগুলো একসাথে করে রাখা খুব প্রয়োজনবোধ হচ্ছিলো। এই বইটাতে আমি আমার কৈশোর আর ইচড়ে পাকা তারুণ্যের আত্মা পূরে রাখলাম। যাতে এই পরবাসের বার্ধক্য পেরিয়ে দেশে ফিরে আবার সেই ইচড়ে পাকা তরুণটি হয়ে যেতে পারি।
আমার এই অপ্রাপ্তবয়েসে লেখা কবিতাগুলো সময় প্রকাশনের হাতে পড়েছে বলেই আমি জানতে পেরেছি যে আমার কবিতাগুলো আসলেই কবিতা ছিলো। ধ্রুব এষ আর ফরিদ আহমেদের মতোন মানুষদের হাত ধরে আমার কবিতাঙ্গনে প্রবেশ হচ্ছে-আমার মতন ভাগ্য কারই বা আছে। তাদের ধন্যবাদ আমার ইঁচড়ে পাকামিকে প্রশ্রয় দেবার জন্য।

আরো বেশি ধন্যবাদ আপনাকে। হ্যাঁ,এই ইঁচড়েপাকা ছেলেটিকে প্রশ্রয় দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকেও-আপনি, যে এই বইটা খুলে ভূমিকাটি পড়ছেন।

কথ্য বাংলায় একবার একটা ছড়া লিখেছিলাম-

কথায় কথায় তোরা আমায় ইঁচড়ে পাকা কস তো
বুঝবিতো-বুঝবি না রে, ইঁচড়ে পাকার কষ্ট!

এই বইটি সেই ইঁচড়ে পাকা কষ্টের কবিতা।

অনুপম দেবাশীষ রায়,
বৃত্তবাড়ি,শুভ্রচিঠি
ভার্জিনিয়া,
আমেরিকা যুক্তরাষ্ট্র

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.