নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এমন একটা ছেলে যে কিনাসহজ, সরল ও স্বচ্ছ এক্কেবারেমিনারেল ওয়াটারের মত, যদিআপনি ঠিকমত বুঝতে পারেন ।

মিনারেল প্যারাফিন

মিনারেল প্যারাফিন › বিস্তারিত পোস্টঃ

" এবং বনলতা ..."

২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৯

অন্তহীন আমাদের
পথচলা,জীবনের বাঁকে-
বাঁকে গতির পরিবর্তন।আর
চাওয়া - পাওয়ার অসম সমীকরণ।এই
নিয়েই আমাদের জীবন ।
তুমি হাঁটছিলে নদীর
ধারে, দখিনা হাওয়ায় উড়ছিল
তোমার শাড়ির আঁচল, ঢেউ
খেলানো ঘন কালো চুল আর
আমি মন্ত্রমুগ্ধ হয়ে দূর আরো দূর
হতে দেখছিলাম
তোমাকে অথবা তোমার শাড়ির
আঁচলকে নতুবা ওই ঘন কালো চুলকে,
চাতক যেমন বৃষ্টির আশায়
পিপাসার্ত হয়ে থাকে, এমনই
দৃষ্টি ছিলো আমার । তুমি নাটোর
নয়, হয়তোবা এসেছিলে কোন
কল্পলোকের অথবা রূপকথার রাজ্য
থেকে নেমে এসেছিল এই ধরায়
আর আমার এই শূন্য হৃদয়ে ।
হে প্রেয়সী,
লুকিয়ে তোমাকে দেখায়
ছিলো সীমাহীন আনন্দের
হাতছানি, আর তাই তোমায়
নিয়ে আমি ভেসেছি কল্পধার
রাজ্যে । আর ভেবেছি,
তুমি জীবনানন্দের কোন
অচেনা প্রেয়সী নও, নও
কোনো কবিতার নারী ,তুমি নও
ক্ষণিকের পরিচিতা । তুমি আমার
সেই স্বলজ্জ প্রেয়সী যার
মুখপানে আমি হারায়েছি আপনার
পথ,দিশা । তাই তুমি আমার
প্রেয়সী এবং আমার বনলতা ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.