![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কবিতা,গল্প,প্রবন্ধ,বই ও লিটলম্যাগ আলোচনা লিখে থাকি । ‘এবং মানুষ’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনা করি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। ব্লগারের অনুমতি ছাড়া কোন লেখা কপি করে অন্য কোথাও ছাপানো নিষেধ।
যারা কবিতাকে আরাধনা হিসেবে নিয়েছেন। কবিতা নিয়ে ভাবেন, তাঁরা কবিতার আকার আয়তন, ভাব ও ভাবের বিন্যাসে নানারকম নিরীক্ষা চালান। কবিতায় আধুনিক ফর্মকে বাতিল করে অনেক পোস্টমর্ডান চেতনালোকের প্রকাশ নিয়ে কবিতা লিখছেন। এই ফর্মটির কথা কিন্তু প্রায় ৮০ বছর থেকে চলছে এবং কবি জীবনানন্দ দাস তাঁর কবিতায় এর বিকাশ দেখিয়ে গেছেন। হাজার বছরের জাপানী ত্রিপদী কবিতা হাইকু। হাইকু একটি বাঁধাধরা মাত্রা ও বিষয়কেন্দ্রিক কবিতা । বাংলায় হাইকু চর্চা করা খুব জটিল । তাই আমরা মুক্তমাত্রা ও বিষয়কে উন্মুক্ত রেখে ত্রিপদী বাংলা কবিতা কাইকু লিখার উদ্যোগ নিয়েছি । এটি আমি ফেসবুকে বছর ২ আগে কিছু লিখেছি । এখন এটিকে একটি ফর্ম আনার প্রচেষ্টায় কাইকু পেজটি খোলা হয়ে। ১ । কাইকু মুক্তমাত্রা ও মুক্তবিষয়কেন্দ্রিক গভীর ভাবসম্পন্ন ত্রিপদী বাংলা কবিতা ফর্ম। ২ । প্রথম দু লাইনে বর্ণনা ও তৃতীয় লাইনে ভাবটি পূর্ণতা পাবে। হাইকু তার স্থানে উন্নতি লাভ করুক। আমরা কাইকুকে মুক্তমাত্রা ও উন্মুক্ত ভাব দিয়ে প্রকাশের সাধনা করে যাবো। সকল কবিকে কাইকু পেজে কাইকু লেখার সাদর আমন্ত্রণ । #ভাস্কর_চৌধুরী।
মন পাখিটা-৪০
তুমিতো ছুঁয়েছো হাত
রেখেছো বুকে মাথা
গভীর ভালোবাসার পরশ আমিও কি পাইনি?
#আনোয়ার_কামাল।
মন পাখিটা-৪১
পথ দিয়ে হেঁটে যাই
পথের মানুষ আমি
আমার কী পথের শেষ নেই!
#আনোয়ার_কামাল।
মন পাখিটা-৪২
শীতের ঝাপসা কুয়াশা আর
শিশিরের ফোটা ফোটা জমানো কষ্ট
মিশে যায় আমার তামাটে শরীরে।
#আনোয়ার_কামাল।
মন পাখিটা-৪৩
মন বলে এই শীতে কুয়াশা ফেরি করি
কুয়াশা তোমার নাকি অনেক প্রিয়
আমি কেবলই ফেরিওয়ালা।
#আনোয়ার_কামাল।
মন পাখিটা-৪৪
সব গাছিরা প্রস্তুত রসের হাঁড়ি বাধবে
গাছে গাছে সারি সারি ভরে উঠবে রসে
আমিতো কেবল প্রেমের রসের কাঙাল।
#আনোয়ার_কামাল।
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৯
আনোয়ার কামাল বলেছেন: ধন্যবাদ। শাফি ভাই। অনেক অনেক ধন্যবাদ।
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৪
নেক্সাস বলেছেন: চেষ্টা করব ভাইজান
৪| ১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২১
আনোয়ার কামাল বলেছেন: নেক্সাস অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৫
শাফি উদ্দীন বলেছেন: পড়লাম জানলাম।