| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
" ইদ মানে আনন্দ ইদ মানে উতশব, পবিত্র ইদ-উল-ফিতর, ইদ উল আজহা,মুসলিম সম্প্রদায়ের ২টি ধমীর্য় উৎসব রয়েছে।।দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরেই ইদ-উল-ফিতর উৎযাপন করা হয়, যা সব মুস্লিম দের জন্য আনন্দের।পবিত্র রমযান থেকেই আমরা ইদ এর আমেজ উপভোগ করে থাকি।ইদ এর দিন সকালে পবিত্র ভাবে ইদগাহে গিয়ে ইদ এর নামাজ আদায় করা হয়।একে অপরে কুলাকুলি করা হয়।ধনী-গরীবে সুখ দু:খ ভাগাভাগি করে নেই।ইদে আমরা অনকে শপিং করি।পরিবার এর জন্য, আত্নীয় স্বজনরে জন্য।কিন্তু আমরা কি কখনো সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের জন্য ইদ এর সপিং করি ?হয়তো কখনোই করি না।তারা সমাজে অবহেলিত।হইত তাদের বাবা মা নেই তারাও চায় আমদের মত হাসি খুশি ইদ কাটাতে। তারাও চায় আমাদের মত মিস্তি মুখ কঅরতে।তাদের কপালে দুবেলা দু মুঠো খাবার জোটেনা।আর সেখানে ইদ এর কেনাকাটা অনেক পরের বিশয়।জিবনের মানে নিজে খাউয়া নিজে পরা না অন্নকে দিয়ে নিজের মদ্ধে আন ন্দ খুজে পাউয়া। আমরা তো পারি আমদের কিছু টাকা থেকে তাদের ইদ সপিং পৌঁছে দিতে।আমাদের আসে পাশেই তো কতই না সুবিধা বঞ্চিত বাচ্চারা আছে।আসুন এবারের ইদ টাকে সকলে ভাগাভাগি করে নেই। ঐ সুবিধা বঞ্চিত বাচ্ছাদের সাথে।অদেরকে ইদের নতুন পোষক উপহার দেই।আর তাদের অই হাসিটুকু আমাদের ইদ এর আনন্দ হিসাবে ভেবে নেই।হইত আমি আমার একার উদ্দগে সবার মুখে হাসি ফুটানো সম্ভব না।কথায় আছে দশের লাঠি একের বঝা।আশুন আমরা সবাই মিলে এই ইদ তাকে আনন্দে ভরে তুলি।প্রতি ইদ এই ত কত কিছু কিনাকাটা করি।এই ইদ এ না হলে কম নিলাম।আত্তার পরিত্রিপ্তির জন্য হলেয় আমাদের করা প্রয়োজন।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৮ সকাল ১০:৩০
এডিট করুন
২|
২০ শে জুন, ২০১৮ সকাল ১১:৪০
রাজীব নুর বলেছেন: সুখের রাস্তায় অসুখের ঘর জানে
আমাদের ডানা নেই...
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১৮ সকাল ৯:২৮
লাবণ্য ২ বলেছেন: ব্লগে শুভেচ্ছা রইল।