| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. আমি অনেক আগে ব্লগে লিখেছিলাম, বাংলাদেশে ছোট দলগুলো নিষিদ্ধ করা উচিত। উন্নত দেশের মত ২/৩ টিতে থাকাই উত্তম। কারণ, ছোট দলের নেতাদের টকশো-তে গলাবাজি করা ছাড়া আর কোন ভূমিকা নেই। বড় দলের সাহায্য ছাড়া সংসদে যেতে পারে না, সেটা আবার কিসের দল?
২. আওয়ামী লীগ আমলে ১৪ দল ছিল। যাকে বলা হত ১+0+0+0….. ঠিক তেমনি বিএনপি আমলে ২০ দল ছিল যার মধ্যে জামায়াত ছাড়া আর কোন দলকে মানুষ চিনত না। এমনকি তাদের সভাপতির নামও জানে না জনগণ। তবুও তারা সব সময় আওয়ামী লীগ, বিএনপি’র সাথে এমন ভাব করে চলত মনে হত তাদের অনেক ভোট ব্যাংক। আর বিএনপি , আওয়ামী লীগও সংখ্যা বড় করে দেখানোর জন্য এসব দলকে জোটে রাখত…
৩. এবার সরকারের আইনের কারণে ছোট দল আর বড় দলের প্রতীকে নির্বাচন করতে পারবে না। তাদের নিজেদের প্রতীকেই নির্বাচন করতে হবে। তাই বড় দল যদি ঐ আসনে প্রার্থী নাও দেয় ঐ এলাকার ভোটাররা ছোট দলের প্রতীকে ভোট দিবে না এবং মনস্তাত্বিকভাবে বড় দলের কেউ যদি স্বতন্ত্র দাঁড়ায় তাকেই ভোট দিবে। এই আশংকায় এবং এমপি হওয়ার খায়েশে গত কয়েকদিন বিএনপি-তে অনেক ছোট দলের প্রধান কিংবা ২য় প্রধান নিজের দল ছেড়ে যোগ দিয়েছেন। কেউ কেউ নিজের দলকে বিলুপ্তও ঘোষণা করেছেন…
৪. আমার মনে হয় বড় দলগুলো ছোট দলের বড় নেতাকে মূল্যায়ন করতে চাইলে বড় দলে যোগদানের কথা বলতে পারে। এছাড়া তাদের কোন সুযোগ দেয়ার মানে হয় না। কারণ, তাদের এমন কোন ভোট ব্যাংক নেই যার কারণে বড় দলের কোন অসুবিধা হবে। আর ২/৩ টি দল থাকলে জনগণেরও প্রার্থী বাছাই করতে ও ভোট দিতে সুবিধা হয়…
৫. বিকাশ নুর কিংবা রাশেদ আমার পছন্দের রাজনীতিবিদ নন। তাদের ২ জনকেই সুবিধাবাদী বলে মনে হয়। তবে নুরুর রাজনৈতিক জীবনের শুরু থেকেই রাশেদ পাশে ছিল। সেই রাশেদ একটা এমপি পোস্টের (অবশ্য এই লোভ জুলাই বিপ্লবীরাও ছাড়তে পারছে না) জন্য এতদিনের বন্ধু/বড় ভাই/নেতাকে ছেড়ে দিল। ঠিক যেমন রেদোয়ান ছেড়ে দিল আরেক অকৃতজ্ঞ অলি আহমেদের সঙ্গ। বড় দলগুলো যদি গণতান্ত্রিকভাবে তাদের সকল স্তরে নেতা নির্বাচন করত তাহলে এই পল্টিবাজি ও লোভের রাজনীতি দেখতে হত না…
২৭ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:০৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত...
২|
২৭ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:২১
সৈয়দ কুতুব বলেছেন: আরপিও সংশোধনীর ফলে এমন করতে হচছে । নিজের মারকায় ভোট পাবে না ।
২৭ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:২৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভালোই হয়েছে। ছোট দলের বাড়াবাড়ি খুবই বিরক্তিকর। যেমন - আম তারেক...
৩|
২৭ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৪২
বাকপ্রবাস বলেছেন: রাষ্ট্র, জনগণ, সরকার সকলেই দূর্নীতিপ্রবণ। ছোট দলগুলো বড় দলের উপপত্নী হিসেবে ব্যাবহার হচ্ছে। ইউসুপ সরকার দলীয় প্রতিক বাধ্যতামূলক করেছে, এই পদক্ষেপ ভাল ছিল, তবে আপনার সাথে সহমত, ছোট দলগুলো লাথি দিয়ে খেদানো দরকার
২৭ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এদের নাক উঁচা স্বভাব আর ভাল লাগে না। এমনভাবে ডিমান্ড করে মনে হয় যেন লাখ লাখ ভোট পায়। আবার অভিমানও করে! তবে বড় দল যদি পাত্তা না দেয় তাহলে আস্তে আস্তে এরা বিলীন হয়ে যাবে...
৪|
২৭ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪২
জ্যাক স্মিথ বলেছেন: কোটি টাকার হাতছানি।
৫|
২৭ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যতদূর মনে পড়ে ,এটা একসময় নিয়ম ছিলো যে,
মোট ভোটের ১/৩ শতাংস ভোট না পেলে ,
দল হিসাবে গন্য করা হবে না ।
..........................................................................
নূতন দলের ক্ষেত্রে সহজ নিয়ম থাকবে যে,
উপজেলা নির্বাচনে প্রমান করতে হবে যে,
তাদের জনপ্রিয়তা আছে ।
এবং ভোটের আগে ভাগে কোন দল নিবন্ধন হবে না ।
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৫৭
ইফতেখার ভূইয়া বলেছেন: এদের কোন রাজনৈতিক নীতি-আদর্শ নেই, কখনো ছিলোও না। বলতে পারেন এরা অনেকটাই "গোল্ড ডিগার" শ্রেনীর রাজনীতিবিদ।