নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

dristy vongi bodlan jibon bodle jabe.alws keep go ahhed.jibonk gochabo.nijek protiatito hisabe gore tular prarthona allah er kase.

ArAlaminrahman

লিখতে ভালো লাগে.

ArAlaminrahman › বিস্তারিত পোস্টঃ

জীবনের মানে...

১৯ শে জুন, ২০১৮ সকাল ১০:৫১

২.
রাস্তায় চলতে চলতে ক্লান্ত রাসেল।রাসেল ভেবে পাচ্ছে না কি করবে।তার জীবন কি থেমেই গেল?সে হাটছে তো হাটছেই, তার চলার পথ কি আদোউ সেস হবে।হাতে রাসেল এর ফাইল,কপালে ঘাম।

প্রতিদিন এর মতো আজো খালি হাতে বাসায় ফেরা এক রাশি দুঃচিন্তা নিয়ে,মা এসে বলে বাবা চাকরি কি মিল্লো।রাসেল,মা তুমি চিন্তা করো না তো কিছু আকটা হবে।কিছু আকটা হবে কিন্তু সেটা কবে,খুদা তো এখন অনেক বেশী লাগে।মা আমি তো চেষ্টা করছি,এখন সমাজে তেলা মাথায় সবাই তেল দিতে আসে ।
মা চলের পথে কতো শতো বাধা আসে সব বাধা পেরিয়েই তো জীবনকে গুছাতে হবে,মা থেমে গেলে চলবে না।কাল একটা অফিস থেকে ডেকেছে।গিয়ে দেখি আল্লাহ কপালে কি রেখেছে।




মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৮ সকাল ১১:৪০

রাজীব নুর বলেছেন: এক নিরব বিপদে আছি!
কখনো ঝরা বকুলের নিচে চাপা পড়ে যাই,
বুক চিরে খুব দেখার ইচ্ছে জাগে বাগানেই আছি, নাকি আমি নাই !

২| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:১৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চলার পথে বাধা পেরুতে পারলেই সে সফল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.