| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২.
রাস্তায় চলতে চলতে ক্লান্ত রাসেল।রাসেল ভেবে পাচ্ছে না কি করবে।তার জীবন কি থেমেই গেল?সে হাটছে তো হাটছেই, তার চলার পথ কি আদোউ সেস হবে।হাতে রাসেল এর ফাইল,কপালে ঘাম।
প্রতিদিন এর মতো আজো খালি হাতে বাসায় ফেরা এক রাশি দুঃচিন্তা নিয়ে,মা এসে বলে বাবা চাকরি কি মিল্লো।রাসেল,মা তুমি চিন্তা করো না তো কিছু আকটা হবে।কিছু আকটা হবে কিন্তু সেটা কবে,খুদা তো এখন অনেক বেশী লাগে।মা আমি তো চেষ্টা করছি,এখন সমাজে তেলা মাথায় সবাই তেল দিতে আসে ।
মা চলের পথে কতো শতো বাধা আসে সব বাধা পেরিয়েই তো জীবনকে গুছাতে হবে,মা থেমে গেলে চলবে না।কাল একটা অফিস থেকে ডেকেছে।গিয়ে দেখি আল্লাহ কপালে কি রেখেছে।
২|
২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:১৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চলার পথে বাধা পেরুতে পারলেই সে সফল।
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৮ সকাল ১১:৪০
রাজীব নুর বলেছেন: এক নিরব বিপদে আছি!
কখনো ঝরা বকুলের নিচে চাপা পড়ে যাই,
বুক চিরে খুব দেখার ইচ্ছে জাগে বাগানেই আছি, নাকি আমি নাই !