নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ হিসেবে মর্মান্তিক বোকা। বোকা মানুষেরা ভালো হয়। আমিও ভালো। আমি জানি একদিন আমি থাকব না। একজন আরিফ রুমির অনুপস্থিতিতে কারো বিশেষ কিছু যাবে আসবে না। এ শহরে আগের জ্যাম লাগবে, বর্ষায় কদম ফুটবে, লোডশেডিং এর রাতে ফিনিক ফোটা জোছনা আসবে- কি অদ্ভুত প্রকৃতি

এআর আরিফ রুমি

আমি মানুষ হিসেবে মর্মান্তিক বোকা। বোকা মানুষেরা ভালো হয়। আমিও ভালো। আমি জানি একদিন আমি থাকব না। একজন আরিফ রুমির অনুপস্থিতিতে কারো বিশেষ কিছু যাবে আসবে না। এ শহরে আগের জ্যাম লাগবে, বর্ষায় কদম ফুটবে, লোডশেডিং এর রাতে ফিনিক ফোটা জোছনা আসবে- কি অদ্ভুত প্রকৃতি আমাকে তা দেখতে দিবে না

এআর আরিফ রুমি › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক

০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৯

৪ বছরের ফেসবুক জীবনে অনেক কিছুই শিক্ষেছি এই ফেসবুক থেকে ।
ভালো দিকের সাথে খারাপ দিকটাও শেখেছি।
এই ফেসবুক থেকে প্রথমেই শিক্ষেছি কিভাবে ছেলে থেকে মেয়ে হওয়া যায়।
শিখেছি কিভাবে মেয়েদের নামে আইডি খুলে টাকা হাতিয়ে নেয়া যায়।
শিখেছি কিভাবে গ্রুপ খুলে ছেলে-মেয়ে এক সাথে ফেসবুক সেক্স করে।
শিখেছি কিভাবে মানুষকে খুব সহজে ধোকা দেয়া যায়।

শিখেছি কিভাবে ফেসবুকে গ্রুপ খুলে গ্রুপ স্টাডি করে।
-এই দোস্ত আমি আজকে ক্লাসে যেতে পাড়িনি নোটগুলা একটু দিবি?
ফেসবুক গ্রুপে দিয়ে দিয়েছি, ওখান থেকে নিয়ে নে।
- থ্যাঙ্কু দোস্ত

মুক্তিযুদ্ধ ৭১ নামে একটি গ্রুপের কাজ হচ্ছে, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযোদ্ধার ইতিহাস তুলে ধরা।
এবং মাসে একদল হয়ে একজন মুক্তিযোদ্ধার কাছে গিয়া মুক্তিযোদ্ধার গল্প শোনা। এরা কিন্তু আগে থেকে কেউ কাউকে চিনে না।
এই প্রথম একটা ফেসবুক গ্রুপ থেকে মিলিত হয়েছে।

শিখেছি কিভাবে ৭০% রক্তের ডোনার এই ফেসবুক থেকে আসে।
ফেসবুকে হাজার হাজার রক্তের গ্রুপ আছে লক্ষ লক্ষ রক্তদাতা আছে। রক্ত দেয়ার সময় হবে তারাই গ্রুপে জানিয়ে দিবে তার রক্ত দেয়ার সময় হয়েছে।
আপনি শুধু তাকে হাসপাতালের ঠিকানা আর যোগাযোগ এর একটা ফোন নাম্বার দিয়ে দিবেন রাত যেকয়টা হোক না কেনো সে হাসপাতালে রক্ত দিতে ছুটে যাবে। বিশ্বাস হয় না? আমার দেখা চোখে কয়েকজন আছে চাইলে দেখিয়ে দিতে পারি।

কতো হাজার হাজার গ্রুপ আছে এই ফেসবুকে ভালো কাজের জন্যে সেটা আপনার ধারনার ও বাহিরে।
এরা ফেসবুকটাকে একটা প্লাটফর্ম হিসাবে ব্যাবহার করছে।
বর্তমানে ভালো কাজের জন্য বাড়ি বাড়ি গিয়া মানুষ খুঁজতে হয়না, জাষ্ট কয়েকজনের সম্মিলিত ভাবে একটা গ্রুপ খুলেন একাত্মতার প্রকাশ করার জন্য তারাই ছুটে আসবে। আপনাকে তাদের কাছে যেতে হবে না।
ফেসবুকের মতো ভালো কাজ করার জন্যে আর বড় কোনো প্লাটফর্ম নাই।

আমি এই ফেসবুক থেকে অনেক কিছু শিক্ষেছি, শুধু কয়েকটা নমুনা হিসাবে দিলাম।
সো ভাই আমাকে কেউ ফেসবুকে ভদ্রতা কিংবা সামজিকতা শিক্ষাতে আসবেন না।
আমাকে ফেসবুক সম্পর্কে শিক্ষাতে আসবেন না।
আপনি যেগুলা বলবেন এগুলা আমি আগে দেখে আসছি কিংবা শুনে আসছি।
মুখোশ পড়া সাধু শয়তান অনেক দেখেছি ভাই।
- আরিফ রুমি...

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৯

চাঁদগাজী বলেছেন:



এখন ব্লগে এসেছেন? আমাদের ক্ষমা করেন, আপনি কি ফিরে যাবার পথ রেখে এসেছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.