![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তেমন কোন দক্ষ কবি নই
সুন্দর শব্দ চয়নে যে পঙতি মালা হয়
তাও আমার জানা নেই
তবে হ্যা,ভালোবাসি তোমাকে ,বলতে পারি অনায়েসে
প্রেমিক কবির জন্য এই টুকুইতো মহাকাব্য !!
কি যায় আসে তাতে? যদি পাছে লোক হাসে
আমার কবিতাতো আর সবার জন্য নয়
তবে কিসের ভয় ? হোকনা অগোছালো কথামালা
আমি আর নিজেকে কতটুকু জানি বল,
ঈশ্বর হয়ে তুমি আমার মনেতে চলো
তোমার প্রেমেতেই আমার দহন জ্বালা
আচ্ছা এটা কি আসলেই জ্বালা?
দুঃখ নেই,তৃষ্ণা নেই, কিন্তু-
দূর থেকে দেখি যখন ঐ মুখ
অশ্রু সিক্ত হয় দু চোখ
ভালোবাসার সুখে ভরে উঠে বুক ।
আচ্ছা ভালোবাসলে কি স্পর্স করতে হয়?
অথবা আলতো করে আঙুল ছুঁইয়ে দেওয়া
অব্যাক্ত কিছু কথা যা মুখে পারিনি
দশটি আঙুলের আলিঙ্গনে তা খুঁজে পাওয়া ।
স্পর্স করো না, আমি জানি-
প্রেমিক হিসেবে হয়তো আমি তোমার প্রথম পছন্দ নই
দ্বিতীয়, তৃতীয় অথবা শেষটাও না ।
একজীবনে আর কতটা চাওয়ার থাকে বলো?
এই জন্মে না হোক,পরজন্মে যেন তোমার একটা কিছু হই,
বর্ণচোরা এ ক্ষুদ্র কবির এটাই
প্রথম, দ্বিতীয় এবং শেষ প্রার্থনা ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১১
আরেকজনকাওসার বলেছেন: ধন্যবাদ ভাই
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:২২
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৮
আরেকজনকাওসার বলেছেন: ধন্যবাদ
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:২৫
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৮
আরেকজনকাওসার বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।