নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"হারিয়ে যাওয়া মানুষ দ্বিতীয় বার হারায়না, হারিয়ে যেতে চাইলে তাকে ফিরে আসতে হবে। আমি বার বার ফিরে এসেছি, বার বার হারিয়ে যাওয়ার জন্য \" --- আমি

আরিয়ান রাইটিং

ভাল কিছু লেখার জন্য সময় দিতে হয়, অহেতুক তারাতারি করতে গেলে ভাল কিছু হারাতে হয় - আমি

আরিয়ান রাইটিং › বিস্তারিত পোস্টঃ

মধ্যবিত্ত

০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৭



ছেলে কখনো বাবার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারেনি।
যেখানে "অপদার্থ ছেলে" নামক এক শিরোনামে বাবার প্রতিটা কথা শুরু হয়,সেখানে ছেলে হয়ে দাঁড়িয়ে কথা বলার জন্য সত্যি সাহসিকতার প্রয়োজন। সেই ছেলে যদি অনেক ক্ষুদ্র কিছু করতে পারে তখন তার ইচ্ছে হয় একটু বুক ফুলিয়ে বাবার সামনে দাঁড়াতে। কিন্তু তা আর হয়ে উঠেনা। কিছু বলার জন্য দরজার সামনে হাটা হাটি করতে থাকা এক জোড়া পা ব্যস্ত ভঙ্গিতে চলতে থাকে। হঠাৎ পর্দার আরাল থেকে কখনো যদি বাবার চোখে বিষটি ধরা পরে যায় তখন ধমকের সুরে শুনতে হয় "কিরে গাধা,ওখানে ডায়বেটিক্স রোগির মত বারবার হাটছিস কেনো? কিছু বলবি?" ছেলে মিনমিন করে বলে কেটে পরে "কিছুনা বাবা,এমনি!"
নিজের রুমে বসে ছোট্ট এক নিশ্বাস ফেলে ভাবে - "আজকেও বলতে পারলাম না"। বলবে কি করে,অভ্যাসটা তো নেই।

এমন অনেক অনুভূতি আছে যা বেশি দিন লুকিয়ে রাখা যায়না,তাই বাবার সামনে থেকে ছেলের মুখটাই লুকিয়ে রাখতে হয়।কারন ছেলের কাছে এটাই সব থেকে সহজ কাজ। বয়স বাড়ার সাথে সাথে মধ্যবিত্ত পরিবারের ছেলেরা এক ধরনের দায়ের বোঝা অনুভব করতে শুরু করে। আপনি মধ্যবিত্ত পরিবারের সন্তান না হলে লিখে এই অনুভূতি বোঝানো সম্ভব না।

কিছু বিষয় ভাষা জগতের বাইরে থাকে। কাউকে যেমন বোঝানো যায়না ঠিক তেমন করে সহ্যও করা যায়না। এক পর্যায়ে হাসিখুসি থাকার মানে হারিয়ে ফেলা। অযথাই নিজের চুপচাপ থাকার জগত তৈরি করে ফেলা। এমন এক জগত যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ।ভাল লাগার বিষয় গুলো ভাল না লাগার বিষয়ে কবে পরিবর্তন হয়ে যায় সে নিজেও জানেনা।
বন্ধুরা মিলে যখন চাইনিজ রেস্টুরেন্টে বসে বিভিন্ন খাবার খাওয়ায় ব্যস্ত থাকে, তখন টি স্টলে বসে এক কাপ চা আর একটা সস্তা সিগারেটে যেনো ভালবাসা আর জীবনের মানে খুঁজে চলা। ছোট ছোট ধোয়াটে নিশ্বাসে যেনো দিনকে দিন সে শিখে-এখানে ভালবাসা বড়ই ধূসর প্রকৃতির।

ব্যস্ততার দিন শেষে ঘরে ঢুকতেই যখন ছোট বোনটি রুমে এসে বলে, "ভাইয়া, আমার কানের দুলটা এনেছো?ঐ দিন যে বললাম মামুন ভাইয়ের দোকানে নতুন এসেছে... "
ভাই হয়ে ছোট বোনটির সাথে ইনিয়ে বিনিয়ে মিথ্যা বলতে হয়, "আরে যাহ্,ভূলেগেছি! কাল এনে দিবো"
ছোট বোনের কিছু বোঝার বাকি থাকেনা।বোনটা যে তার এই উঠোনেই বড় হয়েছে। ভাইয়ের সাথে পাল্লা দিয়ে বোনটিও বলে "ভাল করেছো ভূলে গিয়েছ,আমার তো কানের দুল খুব একটা ভাল লাগেনা, তাছাড়া পরাও হয়না। আনতে হবেনা ভাইয়া"
বোনের রুক্ষপ্রকৃতির মুখটা সেদিন কোনো ভাই অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখার শক্তি যেনো হারিয়ে ফেলে।

সেই ছেলেই হয়তো একদিন সাহস করে বাবাকে একটা ফোন করেই ফেলে। সামনে দাঁড়িয়ে কথা বলার থেকে বাবার কাছে ফোন কল করাটা যেনো একটু সহজ!

বৃদ্ধ বাবার কমদামি ফোনটি বেজে উঠে।
ছেলে ফোন করেছে...

ফোনের ঐ পাশ থেকে ছেলের ভাঙা কন্ঠে সংক্ষেপে বলা "বাবা,চাকরিটা হয়েগেছে"।

অশ্রুসিক্ত চোখ বাবার অসাধারণ ব্যক্তিত্বের সাথে মিশে থাকা চশমাটা কে কেমন ঘোলাটে করে দিয়েছে,সেটা ছেলে আর দেখতে পেলোনা। চশমা খুলতে খুলতে আবেগ প্রবন বাবা আজকেও বলে উঠলো-"শুনছো, তোমার অপদার্থ ছেলে চাকরি পেয়েছে।"

মা দরজার পাশে দাঁড়িয়ে,অজানা সুখের দু'ফোঁটা চোখের জল তার মলিন আঁচলে মুছতে ব্যস্ত হয়ে যায়।

বাবা-মা কখনই জানতে পারেনা,তাদের ছেলে কে বলা "অপদার্থ" শব্দটাকে ঘিরে কত ভালবাসা লেপ্টে আছে।
আর ছেলে জানতে পারেনা,এই "অপদার্থ" শব্দটা তাকে কবে পদার্থে রূপান্তরিত করেছে।

উৎসর্গঃ সকল মধ্যবিত্ত অপদার্থদের কে!

#অপদার্থ
#সুপ্ত_জীবন_চক্র

#আরিয়ান_রাইটিং

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩১

চাঁদগাজী বলেছেন:


পড়লাম, সাধারণ

০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৯

আরিয়ান রাইটিং বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।

২| ০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৮

কানিজ রিনা বলেছেন: বাবার ছেলে মেয়েরা শ্রদ্ধার সাথে স্নেহ
মমতায় আন্তরিকতায় মনখোলা পারিবারিক
বন্ধন না থাকলে ছেলে মেয়ে দুর্বল মানষীকতা
নিয়ে বেড়ে উঠে। বাবার ব্যক্তিত্বের উপর
সম্মান বোধ থেকেই সন্তানেরা বাবার সাথে
আন্তরিকতা ভালবাসায় জড়ায়। ধন্যবাদ।

০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

আরিয়ান রাইটিং বলেছেন: অসংখ্য ধন্যবাদ। সুন্দর কথা বলেছেন,ভাল লাগলো।

৩| ০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৮

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লেগেছে।

০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

আরিয়ান রাইটিং বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনি ও আপনার পরিবার ভাল থাকুক। শুভ কামনা।

৪| ০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০২

সালমান মাহফুজ বলেছেন: কিছু বিষয় ভাষা জগতের বাইরে থাকে। কাউকে যেমন বোঝানো যায়না ঠিক তেমন করে সহ্যও করা যায়না। --- এই না বোঝাতে পারা ব্যাপারটা ওরা যদি একটু বুঝত !

০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০০

আরিয়ান রাইটিং বলেছেন: আমিও চাই,একটু বুঝুক! পড়ার জন্য ধন্যবাদ।ভাল থাকুন।

৫| ০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

চিটাগং এক্সপ্রেস বলেছেন: ছবিটি সম্ভবত কিঙ্কর আহসান এর মধ্যবিত্ত উপন্যাসের প্রচ্ছদ

০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

আরিয়ান রাইটিং বলেছেন: জ্বি। গুগল থেকে নেয়া।

৬| ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪১

আহমেদ জী এস বলেছেন: আরিয়ান রাইটিং ,




বেশ সুন্দর করে একটি বোধের কথা লিখেছেন ।

০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩৩

আরিয়ান রাইটিং বলেছেন: মন্তব্য রাখার জন্য অনেক ধন্যবাদ। ভাল থাকুন, শুভ কামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.