![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বস্ত্র কারখানার পেশাজীবি
জেন-জিরা মানুষের মনোযোগ আকর্ষন করে তাদের আন্দোলনে ট্রাফিক কন্ট্রোলের মধ্য দিয়ে । পরেও, তাদের কর্মসূচীগুলোর প্রতিটি পর্যায়ে বুদ্ধি ও শৃংখলার পরিচয় পাওয়া যায় । আর এতে করে তারা সাধারন মানুষের সস্নেহ আস্থা ও ভালবাসা অর্জন করে । যদিও, শেষের দিকে আন্দোলন অহিংস থাকে নি, যার দ্বায়িত্ব শুধুমাত্র ছাত্রদের নয়- সমাজের বিরাট অংশের জমানো ক্রোধ ও হতাশা থেকে তার উৎপত্তি হয়েছিল বলা যায় ।
আন্দোলন শেষে, প্রফেসর ইউনুসের নেতৃত্বের প্রতি ছাত্র-জনতা, রাজনৈতিক দলসমূহ, সুশীল এবং সেনাবাহিনী সহ সারাদেশে এক অভূতপূর্ব ঐক্য দেখা যায় । সাধারন মানুষ বা জনগন আশাবাদী হয়ে উঠে, আস্থা জ্ঞাপন করে ছাত্র-বেসামরিক নাগরিক-শিক্ষিত-নিবেদিতপ্রান পাদ প্রদীপের আলোর বাইরের জ্ঞানী-গুনীদের সমন্বয়ে গড়ে উঠা ভিন্ন এক সরকার ব্যবস্থায় ।
তাঁদের উপর, আমাদের আশা ছিল-
১. কাজের সংস্থান বাড়বে, নিরপেক্ষ ব্যবস্থায় লোকেজন চাকুরী পাবে
২. দ্রব্যমূল্য কমবে, জনগনের নাভিশ্বাস কমবে
৩. অবৈধ দখলদার ও রাস্ট্রীয় নির্বাচন ব্যবস্থা ধ্বংসকারীদের দ্রুত ও সঠিক বিচার হবে
৪. আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, মানুষ শান্তিতে বাঁচতে পারবে
৫. পরিবেশ বিষয়ে ব্যাপক উন্নতি হবে, খাল-বিল-নদী-নালা দখলমূক্ত হবে এবং পরিবেশ বাঁচাতে প্রায়োরিটি প্রকল্প নেয়া হবে
৬. পররাষ্ট্র নীতিমালায় গুরুত্বপূর্ন পরিবর্তনের মাধ্যমে শক্তিশালী রাষ্ট্রগুলোর সাথে কার্যকরী সম্পর্ক গড়ে তোলা হবে
কি করা যেত-
১. পুলিশে শুন্যপদে ১০,০০০ নতুন কর্মকর্তা ও কনস্টেবল পদে নিয়োগ দেয়া যেত । ছাত্ররা এরজন্য উপযুক্ত ছিল তার প্রমান তারা আন্দোলনের সময় দিয়ে রেখেছে । নবনিযুক্তরা নবীন উৎসাহে কাজ করে বাহিনীর ইমেজ পূনর্গঠন করতো । আর তারা হতো মবের বাপ ।
২. বেসরকারী বন্ধ হয়ে যাওয়া কল-কারখানা পূনরায় চালু করে কমপক্ষে ১০০,০০০ (এক) লাখ লোকের কাজের ব্যবস্থা করা যেত- উদাহরন স্বরুপ, গার্মেন্টস-টেক্সটাইলে বেক্সিমকো সহ ওপেক্স-সিনহা, ডার্ড গ্রুপ, ডেল্টা নীট কম্পোজিট সহ আরো ছোট-বড় অনেক কারখানার নাম বলা যায় ।
৩. শিল্পায়ত মোবাইল কোম্পানী টেলিটক, বন্ধ ই-কমার্স ই-ভ্যালী, অরেন্জ সহ এসব প্রতিষ্ঠানে কমপক্ষে ৫,০০০ হাজার লোকের কাজের ব্যবস্থা করা যেত, তারুন্য-নির্ভর নিয়োগ হলে এদের চেহারা পাল্টে যেত ।
৪. বন্ধ হয়ে যাওয়া জুট মিলস, রুগ্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করে শিক্ষিত তরুনদের ব্যবস্থাপনায় নিয়োগ করলে এই খাতে কম করে হলেও ৫০ হাজার লোকের কাজের সংস্থান হোত ।
৫. এর বাইরে আন্দোলনকারী আনসার, এনবিআর এবং পালিয়ে যাওয়া বা সরকারী চাকুরে স্বৈরাচারের দোসরদের দ্রুত চিহ্নিত করে এদের শুন্যপদে নিয়োগ করলে কম করে হলেও ২৫,০০০ লোকের কাজের ব্যবস্থা হত ।
৬. পরিবেশ অধিদপ্তরে মাঠ পর্যায়ে জনবলের অভাব আছে । এখানে মাঠ-কর্মী বা কর্মকর্তা পর্যায়ে ৫,০০০ লোকের কাজের ব্যবস্থা অনায়াসে হয়ে যেত ।
৭. মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সিংগাপুর এমনকি ইউরোপে সরকারী উদ্যোগে সঠিক কুটনৈতিক যোগাযোগের মাধ্যমে জনশক্তি রপ্তানীর মাধ্যমে মানব পাচার বন্ধ করে দেশের ভাবমূর্তি বাড়ানো যেত এবং রেমিট্যান্স আনার সুযোগ ছিল, ২,০০,০০০ থেকে ৫,০০,০০০ পর্যন্ত দক্ষ জনবল পাঠানো সুযোগ ছিল ।
৮. আভ্যন্তরীন পর্যটন, চামড়া শিল্পকে প্যাট্রনাইজ করে এখানেও ব্যাপক সংখ্যক লোকের কর্মসংস্থান হতে পারতো । অন্তত, ১০,০০০ লোকের কাজ সহজেই দেয়া যেত ।
৯. ড. ইউনুস-এর সামাজিক ব্যবসায় প্রসারে যুব-সমাজের জন্য ১০০ কোটির একটা সহজ বাজেটে ২,০০০ ব্যবসা দাড়িয়ে গেলে ২০,০০০ লোকের কাজ জুটে যেত ।
১০. পরিশেষে, ছাত্র-রাজনীতি- এত সময় কেন লাগলো দল গঠন করে মাঠে নামতে । এইসব ছেলেপেলেদের যারা অভিভাবক সেজেছিলেন তাদের মাথায় কেন আসে নি, এদের ভবিষ্যত কি হবে? খারাপ কিছু হলে, এই মুরুব্বীদের একসময় জবাব দিতে হবে ।
আমার ছোট ব্যস্ত পরিসরে হিসাব মতে, বিগত এক বছরে তিন থেকে পাঁচ লাখ লোকের কাজের সংস্থান করা ছিল আয়াসসাধ্য একটি জন-নন্দিত বিষয় ।
সম্মানীত প্রিয় উপদেষ্টাবৃন্দ, আমরা আশা করেছিলাম আপনার এগুলো করতে চাইবেন, করবেন এবং পারবেন । দু:খজনক, আমাদের আশা আবারো ভংগ হয়েছে -আপনারা ব্যর্থ হয়েছেন; এবং, ইতিমধ্যে আপনাদের বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে ।
অতীতে আওয়ামী লীগের কাছে মানুষ নিদারুন আশাহত হয়েছে, বর্তমান শিক্ষিত-সুবিজ্ঞ সরকার ব্যর্থ হয়েছে এবং আগামী দিনের সরকারে বিএনপি কোন কিছুই ভাল করবে; সেটা গত এক বছরে অলিখিত ক্ষমতায় থেকে এমন কোন ইশারা-নিশানা দিতে পারে নি । জামায়াতের হঠকারী কুমিল্লা হত্যাকান্ড, মাজার-বিরোধী মব ক্যারেক্টার নিয়ে, যদি কখনো তারা ক্ষমতায় আসে তবে ভাল কিছু হবে এটা কেউ বিশ্বাস করে না ।
আশা-ভংগের সিরিয়াল বেদনায় আমরা কোন এক গডোর প্রতীক্ষায় আছি, আদৌ কি তেমন কাউকে দেখা যায়?
২| ১২ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:০৮
এইচ এন নার্গিস বলেছেন: দরকার কড়া আইন । দুর্নীতি করলেই যাবত জীবন কারাদণ্ড । আইনের শাসন । আইন না মানলে জেল ।
৩| ১২ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:২৫
রাজীব নুর বলেছেন: চারপাশ দেখে শুনে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে।
৪| ১২ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:৩৭
কালমানব বলেছেন: কেউ কোথাও নেই । এই মৃত্যু উপত্যকা আমার দেশ না......।
৫| ১২ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:০৭
পারস্যের রাজপুত্র বলেছেন: আওয়ামী হতাশা লীগের লেখা এবং কমেন্ট পড়লাম। আওয়ামী লীগকে পিছনে ফেলে দেশ এগিয়ে যাচ্ছে - এটা অনেকের পছন্দ হচ্ছে না।
১২ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:২২
কালমানব বলেছেন: সত্যিই আগাচ্ছে তো? আওয়ামী লীগের দু:শাসনের বিরুদ্ধে লেখা ও বাস্তব ক্ষেত্রেও শামিল ছিলাম-সামর্থ্য অনুযায়ী । আমরা নির্দিষ্ট কোন দলের অনুসারী নই, তাই বাস্তব অবস্থা দেখে বল্লাম । হতাশ নই, কিন্তু বাস্তবতা অস্বীকার করা যায় না । ভাল থাকবেন ।
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০২৫ দুপুর ২:৪৪
শূন্য সারমর্ম বলেছেন:
দেশের ভালোর জন্য লিস্ট করতে দিলে, সবাই কনতে পারবে। তবুও কেন দেশ বদলাচ্ছে না?