নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁধার পেরিয়ে এক কণা আলোর খোঁজে

ছন্নছাড়া ছেলেটি

"আমি হয়তো তেমন না যেমনটা তোমরা ভাবো....!! হয়তো আমি তেমন , যাকে তোমরা বুঝতে পারো না....!!" আমার খুব সাধারন থাকার সাধ । অসাধারন হবার মত কোন গুন আমার ভেতর নেই । সমালোচকদের চোখে : আমি একটা 'অ' টাইপ ছেলে । ((অসহ্য, অসভ্য, অসামাজিক, অতিভদ্র, অস্থির, অধৈর্য্য, অনিয়ন্ত্রিত, অনাকাঙ্খিত (তাদের জীবনে), অবিশ্বাসী, অগোছালো, অতিরিক্ত ভাব, অত্যাচারী, অভিশপ্ত + ..... )) মানবিক গণতন্ত্রে বিশ্বাসী এবং অসাম্প্রদায়িক মনোভাব পোষণ করি । বন্ধুদের চোখে : আমি আমি বিনয়ী, ভদ্র, বিশ্বাসী, প্রকৃতিপ্রেমী, আঁতেল, মেধাবী, ফানি, দুর্ভাগা এবং রোমান্টিক :) । মনুষ্যত্বের সংজ্ঞায় নিজেকে মানুষ বলে মনে করি । এটাই আমার সবচেয়ে বড় পরিচয় ।

ছন্নছাড়া ছেলেটি › বিস্তারিত পোস্টঃ

আজকাল মানুষেরা কেবল-ই মানুষ!!

১৯ শে জুন, ২০১৩ রাত ১২:১৭

আজকাল…

নিজেকে বড্ড বেশি অচল মনে হয় !

অচল আধুলির মত!

যার কোনো ঠিকানা নেই !

কোনো বন্ধু নেই !

কোনো প্রিয়জন নেই!

কোন গন্তব্য নেই–একটু স্থির হয়ে বসার!



মূল্যহীন মনে হয় চারপাশের মানুষের মাঝে!



অথচ…



আমি কোনো পাপ করিনি কোনো দিন!

কাউকে ঠকাইনি!

কারও বাড়া ভাতে ছাই দেই নি!

আমার এই দুই হাত কারো গ্রাস কেড়ে নেয় নি কোনো দিন!

বাবার বয়সি কোন রিক্সাওয়ালাকে নায্য ভাড়ার জ্ঞান দিতে গিয়ে

আমি কোনও দিন থাপ্পর দেইনি!



কোনো ভিখারী কে সাধ্য থাকতে ফিরিয়ে দেই নি!

কোনও পথশিশু রাস্তায় দুটো টাকার জন্য হাত বাড়ালে অথবা

একতোড়া ফুল নিয়ে দৌড়ে এসে দশ টাকায় বিক্রি করতে চাইলে…



আমি তাদের কাউকেই ফিরিয়ে দেই নি!



আমার মায়ের স্বপ্ন পূরনের জন্য দিন রাত পরিশ্রম করেছি!

পৃথিবীর নিষ্ঠুরতম দ্বারপ্রান্তে ভিখিরির মতো…

মানুষের আক্রোশের থাবা থেকে নিজেকে আগলে রেখেছি!

চারপাশের নোংড়া আবর্জনায় গা গুলিয়ে এসেছে!

তবু আত্মসম্মান বাঁচিয়ে রেখেছি!



নিজের লোভ সামলে চলেছি!

অন্যকে ভালোবাসতে শিখেছি!

মানুষ কে বিশ্বাস করতে শিখেছি!

অন্যের চিন্তা এবং মতামত কে সম্মান করতে শিখেছি!

ভাই বোনের জন্য ত্যাগ করতে শিখেছি!

কাছের মানুষের প্রয়োজনে পাশে দাঁড়াতে শিখেছি!



নিজের! আমার মায়ের! আমার পরিবারের!



আজ আমি সফল একজন!

আজ আমি স্বাবলম্বী একজন!

আজ আমি মায়ের অপুর্ণ স্বপ্ন পূরন করতে পেরেছি এবং

মা কে ঘিরে অন্যের সব স্বপ্ন… পূরনের পথে হাঁটি অবিরাম!



আজ আমি আমার মায়ের চোখের জল মুছে দিতে পারি !

আজ আমি সবার মাঝে ভাগ হয়ে গেছি!

টুকরো টুকরো আলোর কনার মতো!



অতি খুদ্র জোনাক পোকার মতো!

যেখানেই যাই…আমার চারপাশ আলোকিত হয়ে যায়!

চারপাশের অন্ধকার হাল্কা হয়ে আসে !

আজ আমি স্বপ্ন দেখাই…

স্বপ্নভোগি মানুষদের!

স্বপ্নহীন অভাগাদের!

প্রানহীন, ছন্দহীন এবং দূর দৃষ্টিহীন প্রান্তিকদের!



আজ আমার স্বপ্ন…

অন্যের স্বপ্নের চাকা হয়ে ঘুরে!

আজ অন্যের জীবনে মেঠো পথ হয়ে থাকি!

অচেনা ভীতু অথবা খুব সাহসী পথিকের বন্ধু হয়ে!!



তবু নিজেকে আজকাল বড্ড অচল মনে হয়!

যদিও কখনও মনের সুখের জন্য কারও দরোজায় শূণ্য থালা নিয়ে দাঁড়াইনি!

নিজেকে বিক্রি করে দেইনি কোনোদিন

শরীরের কামনার স্রোতে!

কখনো পা পিছলে গেলে…

আবার উঠে দাঁড়িয়েছি!

মাথা উঁচূ করে!



তবু করুনা ভিক্ষা চাইনি…প্রেমের তরে যারা ঈশ্বর হয়ে আসেন পৃথিবীতে…তাদের কাছে!



শুধু একটি চিঠি চেয়েছিলাম!

ভালোবাসার রঙ এ আঁকিবুকি করা!

শুধু একটি কন্ঠ চেয়েছিলাম…

মমতা জড়ানো!

শুধু একজন মানবীকে চেয়েছিলাম…

যে বন্ধু হবে মনের!

যে ছায়া হবে প্রখর রোদে!

আশ্রয় হবে…উন্মত্ত ঝরে!

যে আমাকে বুঝবে … নদী যেমন বুঝে মোহনার টান!

আকাশ যেমন বুঝে সাগরের চোখ!

দক্ষিন হাওয়া যেমন বুঝে বসন্তের ব্যাকুলতা!!

পৃথিবী যেমন বুঝে…মাটি আর মহাকাশের মাঝখানের শূণ্যতা!!



কিন্তূ হায়!

আমি হয়তঃ ভুলেই গিয়েছিলাম…

আজকাল মানুষেরা আর প্রকৃতির মতো নেই!!

আমি হয়তঃ ভুলেই গিয়েছিলাম…

আজকাল মানুষেরা কেবল-ই মানুষ!!





আআ/AA

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ২:৩২

বাংলার হাসান বলেছেন: খুব ভাল লাগল। সাথে রইল ভাল লাগা।

২| ২০ শে জুন, ২০১৩ রাত ১:১৩

ছন্নছাড়া ছেলেটি বলেছেন: ;) :-P =p~
ধন্যবাদ ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.