নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁধার পেরিয়ে এক কণা আলোর খোঁজে

ছন্নছাড়া ছেলেটি

"আমি হয়তো তেমন না যেমনটা তোমরা ভাবো....!! হয়তো আমি তেমন , যাকে তোমরা বুঝতে পারো না....!!" আমার খুব সাধারন থাকার সাধ । অসাধারন হবার মত কোন গুন আমার ভেতর নেই । সমালোচকদের চোখে : আমি একটা 'অ' টাইপ ছেলে । ((অসহ্য, অসভ্য, অসামাজিক, অতিভদ্র, অস্থির, অধৈর্য্য, অনিয়ন্ত্রিত, অনাকাঙ্খিত (তাদের জীবনে), অবিশ্বাসী, অগোছালো, অতিরিক্ত ভাব, অত্যাচারী, অভিশপ্ত + ..... )) মানবিক গণতন্ত্রে বিশ্বাসী এবং অসাম্প্রদায়িক মনোভাব পোষণ করি । বন্ধুদের চোখে : আমি আমি বিনয়ী, ভদ্র, বিশ্বাসী, প্রকৃতিপ্রেমী, আঁতেল, মেধাবী, ফানি, দুর্ভাগা এবং রোমান্টিক :) । মনুষ্যত্বের সংজ্ঞায় নিজেকে মানুষ বলে মনে করি । এটাই আমার সবচেয়ে বড় পরিচয় ।

ছন্নছাড়া ছেলেটি › বিস্তারিত পোস্টঃ

ভাবনার খেরোখাতা

২৪ শে জুন, ২০১৩ রাত ১১:৪৫

….. অথচ এটা ছিল অপ্রত্যাশিত । এমন হওয়ার কথা ছিলনা । সময় ছিল সে এক দুরন্ত উচ্ছলতায় ভরপুর । বৃত্তহীন। জমাট স্বপ্নের জীবনপ্রবাহ। দেয়ালহীন-বাঁধভাঙ্গা স্রোতের মতো কেবল ছূটে চলা । নতুন দিনের আশায় । আপন দর্পনে গন্তব্যের সীমারেখা ছাড়িয়ে অর্গলহীন মনের ডানা মেলে সুদূর আকাশপানে অনন্ত সুখের নিলীমায় মিশে যাওয়া ।



স্বপ্ন বোধ করি এভাবেই ভাঙ্গে । নির্মম আর নিষ্ঠূর । ভালোবাসার তরী বেয়ে মহাসাগর পাড়ী দেবার সাধ । হায়, নির্বোধ ফেরিওয়ালা ! কি স্বপ্নে বিভোর ছিলে তুমি ? অদৃশ্যে অদৃষ্ট হাসে । নিদারুন করুনায় । তীরে পৌঁছা আর হয়না । বিষাদী ঝড় তরী ডুবিয়ে দেয় । অতল গহ্বরে ।



সেদিন চুরি করে তোমার প্রান্তরে গিয়েছিলাম । কোলাহল ভরা প্রান্তর । আমি দেখি শূন্যতা, আর কাছের মানুষেরা দূরে । বালিয়াড়ির বুকে ঝড়ে বিধ্বস্ত, বিপন্ন একা দাড়িয়ে যে ভূল করেছিলাম তার মাশূল । নির্বোধ ফেরিওয়ালা যে ছিদ্র রচেছিল, তা কেউ বন্ধ করে দেয়নি । অজান্তে ছিদ্র বড় হতে থকে । সদাই সব নিশ্চিহ্ন হয় । অতঃপর শূন্য ঝুড়ি । নির্বোধ ফেরিওয়ালার নীরব আর্তনাদ। আর কাছের মানুষেরা দূরে …..



‌'শুন্য' বোঝ তুমি ? 'শুন্য’ ?! ..ইদানিং আমারও 'শূন্য' হতে ইচ্ছে করে । কিছূ নেই, কেউ নেই ,কেবল 'শূন্য' ।

আজকাল ভাল্লাগেনা কিছূই । তুমুল আড্ডা । উদ্দেশ্যহীন পথচলা কিংবা গভীর রাতে সাইকো মুভি- কোনটাই আর জমেনা । মন খারাপ রোগটা বিস্তৃত হতে থাকে । একটা সময় পুরো হৃদয় গিলে খায় ।

’কথক’ যন্ত্রটার দিকে নিষ্ফল চেয়ে থাকি । পরিণামে কেবল রাত্রির যন্ত্রণাটা বাড়ে ।ওটা নীরবে জীবন্মৃত পড়ে থাকে । সময় আমার হয়না কখনো ।



আর কত অক্ষমতা । ব্যার্থতার প্রাচীরটা কেবল দীর্ঘ হয় । মাঝেমধ্যে ইচ্ছে করে তোমার কাছে ছূটে যাই । তোমার কোলে মাথা রেখে চিৎকার করে নীরব আর্তনাদের শেকল ভাঙ্গি । সব কষ্ট তোমার পায়ের কাছে সপেঁ দিয়ে আসি । শেষ পর্যন্ত কিছূই হয়না । আমার প্রিয় তোমার আখিঁযুগল ছোঁয়া হলনা ।



আমার এখানে এখনো সকাল হয় । খোলা জানালায় আলো নেই কেবল । আমি আর তাকাইনা দৃষ্টি যায় যতদূর । বৃষ্টির নৃত্য এখনো বাজে । তবু শরীরটা চার দেয়ালের এক কোণায় নিথর পড়ে থাকে । শরীরজুড়ে বিষের বসবাস । আমার সীমাহীণ ব্যর্থতার প্রাচীর ভেঙ্গে মন তবুও অক্ষমতা ঢাকতে চায় ।অতঃপর না পারার যন্ত্রণা । দৈনন্দিন মন-প্রদাহ বেলার সাতকাহন । আলোটুকু তোমার কাছে থাক ।লীন স্বপ্নের উৎসবে আমি বিলূপ্তির গান শুনি ।

দুরত্বের সংকেত পাই ……।

আমায় শূধূ আঁধার স্পর্শ করে …..।



ক্রমশ …….



আআ/AA

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৩ রাত ১:০০

বাংলার হাসান বলেছেন: চমৎকার। +++++++

২| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫৪

ছন্নছাড়া ছেলেটি বলেছেন: B-) =p~ :-B
ধন্যবাদ ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.