নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁধার পেরিয়ে এক কণা আলোর খোঁজে

ছন্নছাড়া ছেলেটি

"আমি হয়তো তেমন না যেমনটা তোমরা ভাবো....!! হয়তো আমি তেমন , যাকে তোমরা বুঝতে পারো না....!!" আমার খুব সাধারন থাকার সাধ । অসাধারন হবার মত কোন গুন আমার ভেতর নেই । সমালোচকদের চোখে : আমি একটা 'অ' টাইপ ছেলে । ((অসহ্য, অসভ্য, অসামাজিক, অতিভদ্র, অস্থির, অধৈর্য্য, অনিয়ন্ত্রিত, অনাকাঙ্খিত (তাদের জীবনে), অবিশ্বাসী, অগোছালো, অতিরিক্ত ভাব, অত্যাচারী, অভিশপ্ত + ..... )) মানবিক গণতন্ত্রে বিশ্বাসী এবং অসাম্প্রদায়িক মনোভাব পোষণ করি । বন্ধুদের চোখে : আমি আমি বিনয়ী, ভদ্র, বিশ্বাসী, প্রকৃতিপ্রেমী, আঁতেল, মেধাবী, ফানি, দুর্ভাগা এবং রোমান্টিক :) । মনুষ্যত্বের সংজ্ঞায় নিজেকে মানুষ বলে মনে করি । এটাই আমার সবচেয়ে বড় পরিচয় ।

ছন্নছাড়া ছেলেটি › বিস্তারিত পোস্টঃ

পুরুষ মানুষ দুই প্রকার, জীবিত-বিবাহিত ........

১৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

আমার বুজুম ফ্রেন্ড ফয়সাল আমার থেকে ইন্সপায়ার্ড হয়ে সিদ্ধান্ত নিছে জীবনেও সে বিয়ে করবে না।



তারপরও মানুষের সাথে সাথে কারণগুলোও আলাদা হয় । এছাড়া সে যেমন সুপুরুষ (!!) তাতে এই সিদ্ধান্ত জাতির উপর (অনলি নারী :P ) যে কি ভয়ানক ইফেক্ট করবে সেটার ব্যাপারে তার কোন ধারনা নাই । তাই জাতির বৃহত্তর স্বার্থে একদিন সবাই গিয়া ধরলো, "কেন বিয়া করবা না।"

ফয়সালের জবাব, " ভয়ে।"

বিবাহে তার ভয় নাই, ভয় বৌকে। যে জীবনেও বিবাহ করে নাই তার আবার বৌকে ভয় !!? কেমনে কী !!!?



ফয়সাল বললো-" অনেক আগে একবার বন্ধুর বিয়ে খাইতে গেছিলাম। ভীড়ের মধ্যে হঠাৎ এক মহিলার শাড়ীর আঁচলে পা পইরা গেলো। সেই মহিলা ঘুইরাই কইলো, চোখের মাথা খাইছো? দেইখ্যা হাঁটতে পারো না? এক চরে দাঁত ফালাইয়া দিবো। কোনো কান্ডজ্ঞান নাই। আন্ধা কোনখানকার।



এইটুক বলার পরই সেই মহিলার চোখ পড়লো আমার উপর। জিহবায় কামড় দিয়া কয়, ও সরি, আপনি। আমি ভাবছিলাম আমার হাজব্যান্ড।" X((



সেই কথা ফয়সাল ভাবলে এখনও আইতকা ওঠে। তারপর থেকেই তার প্রতিজ্ঞা, জীবনেও বিবাহ করবে না।



এবার পুরান একটা গল্প কই :--



চোর ধরা পড়েছে। ধরলো আবার দবিরের বউ সখিনা। খালি ধরাই পড়েনি, সখিনা তাকে এমন মার দিয়েছে যে বেচারা চোর হাসপাতালে।



আসলো পুলিশ।

পুলিশ সখিনাকে ধন্যবাদ দিয়ে বললো-এই বেটা দাগী চোর। বহুদিন ধরে খুঁজছি। তা আপনি একা একজন মেয়ে মানুষ ধরলেনই বা কিভাবে আর এভাবে মার দিলেনই বা কিভাবে?



সখিনা- আসলে এটা যে চোর আমি বুঝতে পারিনি । অনেক রাত ছিলোতো। আমি ভেবেছিলাম আমার স্বামী বাসায় ফিরেছে।



--- /:) :(( X((



নচিকেতা , গুরু তুমি কুতায় ..??! :((

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

সেলিম মোঃ রুম্মান বলেছেন: :) :) :) ভালো!

১৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

ছন্নছাড়া ছেলেটি বলেছেন: :#) B-)) :-P

ধন্যযোগ

২| ১৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

জাহিদ ২০১০ বলেছেন: গত সপ্তাহে আমার একমাত্র বড় ভাইরে জীবিত থেইকা বিবাহিত বানাইয়া দিলাম

১৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

ছন্নছাড়া ছেলেটি বলেছেন: :P :-* :>

আপনে তো খুব খ্রাপ লোক । আপনার পাপ হবে । X(

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩

আকাশ১৩ বলেছেন: নচিকেতার এই গানটি আমার মোবাইল এ আছে।প্রায় সময় গানটি শুনি।খুব মজাদার গানটি :) :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.