![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়লা দিয়ে গয়না হয়না, তেমন সোনা দিয়ে উনুন জ্বলেনা। অতএব প্রয়োজনে কয়লার মূল্য সোনার চেয়ে অনেক বেশী। তাই নিজেকে সোনা নয়, কয়লা ভাবতেই বেশী ভালোবাসি।
আমাদের মাঝে ধর্মীও বিভাজন আছে, আছে রাজনৈতিক বিভাজন এবং এ বিভাজন আদি ও অন্ত। ইদানিং জাতী বিভাজনের অপচেষ্টা চলছে । মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি পরাজিত হয়েছে একাত্তরে । স্বাধীন বাংলাদেশে আমরা সবাই এ দেশের নাগরিক। যারা নাগরিক নয় তারা অনুপ্রবেশকারী । অনুপ্রবেশকারী বিতারনে প্রচলিত আইন প্রয়োগে বাঁধা নেই। রাজনৈতিক মতদ্বৈততা হলে আমি কি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি'র একজন হিসাবে চিহ্নিত হবো এ শংকা জাগে , জাগায় কেহ কেহ। আমাদের নিরন্তর শ্লোগান হোক - " এসো ঐক্য গড়ি অসুন্দরের বিরুদ্ধে - একতায় লড়ি অসুন্দরের বিরুদ্ধে"
©somewhere in net ltd.