![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্ম- ১৯৮৭ খ্রিঃ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন ২নং বাকিলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের লোধপাড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। পিতার নাম মোঃ সিরাজুল ইসলাম, মাতার নাম ফাতেমা বেগম।
পবিত্র কুরআনের ১০০ নির্দেশনা
০১. কথাবার্তায় কর্কশ হবেন না। (০৩:১৫৯)
০২. রাগকে নিয়ন্ত্রণ করুন (০৩:১৩৪)।
০৩. অন্যের সাথে ভাল ব্যবহার করুন (০৪:৩৬)
০৪. অহংকার করবেন না (০৭:১৩)
০৫. অন্যকে তাদের ভুলের জন্য ক্ষমা করুন (০৭:১৯৯)
০৬. লোকেদের সাথে ধীরস্থির হয়ে শান্তভাবে কথা বলুন (২০:৪৪)
০৭. উচ্চস্বরে কথা বলবেন না। (৩১:১৯)
০৮. অন্যকে উপহাস করবেন না (৪৯:১১)
০৯. পিতামাতার প্রতি দায়িত্বশীল আচরণ করুন। (১৭:২৩)
১০. পিতামাতার প্রতি অসম্মানজনক শব্দ উচ্চারণ করবেন না। (১৭:২৩)
১১. অনুমতি না নিয়ে পিতামাতার শোবার ঘরে প্রবেশ করবেন না। (২৪:৫৮)
১২. ঋণ গ্রহণ করলে তা লিখে রাখুন। (০২:২৮২)
১৩. কাউকে অন্ধভাবে অনুসরণ করবেন না। (০২:১৭০)
১৪. ঋণ গ্রহণকারীর কঠিন পরিস্থিতিতে পরিশোধের সময় বাড়িয়ে দিন। (০২:২৮০)
১৫. কখনো সুদের সাথে জড়িত হবেন না। (০২:২৭৫)
১৬. কখনো ঘুষের সাথে জড়িতে হবেন না। (০২:১৮৮)
১৭. প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না (০২:১৭৭)
১৮. আস্থা রাখুন (০২:২৮৩)
১৯. সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করবেন না (২:৪২)
২০. মানুষের মধ্যে ইনসাফের সাথে বিচার করবেন। (০৪:৫৮)
২১. ন্যায়বিচারের জন্য দৃঢ়ভাবে দাঁডড়িয়ে যান। (০৪:১৩৫)
২২. মৃতদের সম্পদ তাদের পরিবারের সদস্যদের মধ্যে সুষ্ঠভাবে বিতরণ করা উচিৎ। (০৪:০৭)
২৩. মহিলাদের উত্তরাধিকারের অধিকারও রয়েছে। (০৪:০৭)
২৪. এতিমদের সম্পত্তি গ্রাস করবেন না। (০৪:১০)
২৫. এতিমদের রক্ষা করুন। (০২:২২০)
২৬. অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করবেন না। (০৪:২৯)
২৭. মানুষের মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য চেষ্টা করুন। (৪৯:০৯)
২৮. সন্দেহ এড়িয়ে চলুন। (৪৯:১২)
২৯. গুপ্তচরবৃত্তি করবেন না, কুৎসা রটাবেন না। (৪৯:১২)
৩০. আল্লাহর বিধানুসারে বিচার করুন। (০৫:৪৫)
৩১. সাদাকাতে সম্পদ ব্যয় করুন। (৫৭:০৭)
৩২.দরিদ্রকে খাবার খাওয়ান। (১০৭:০৩)
৩৩. অভাবীকে অভাব পূরুনের উপায় বাতলে দিন। (০২:২৭৩)
৩৪. অপব্যয় করবেন না। (১৭:২৯)
৩৫. খোঁটা দিয়ে দানকে নষ্ট করে দিবেন না। (০২:২৬৪)
৩৬. অতিথিকে সম্মান করুন। (৫১:২৬)
৩৭. কেবলমাত্র নিজে আমল করে অন্যকে আমল করার আদেশ দিবেন। (০২:৪৪)
৩৮. পৃথিবীতে কাউকে গালাগালি করবেন না। (০২:৬০)
৩৯. লোকজনকে মসজিদে যেতে বাধা দিবেন না। (০২:১৪৪)
৪০. কেবল তাদের সাথেই লড়াই করুন, যারা আপনার সাথে লড়াই করে (০২:১৯০)
৪১. যুদ্ধের শিষ্টাচার মেনে চলুন। (০২:১৯১)
৪২. যুদ্ধেংদেহী হবেন না। (০৮:১৫)
৪৩. দ্বীন নিয়ে বাড়াবাড়ি করবেন না। (০২:২৫৬)
৪৪. সকল নবির উপর ঈমান আনুন। (২০:২৮৫)
৪৫. স্ত্রীর মাসিকের সময় যৌন মিলন করবেন নি। (০২:২২২)
৪৬. আপনার শিশুকে পূর্ণ দুবছর বুকের দুধ খাওয়ান। (০২:২৩৩)
৪৭. অননুমোদিত উপায়ে যৌন মিলন করবেন না। (১৭:৩২)
৪৮. যোগ্যতা অনুসারে নেতৃত্বের দায়িত্ব অর্পণ করুন। (০২:২৪৭)
৪৯. কোনো ব্যক্তিকে সামর্থ্যের বাহিরে বেশি বোঝা চাপিয়ে দিবেন না। (০২:২৮৬)
৫০. বিভক্তি উসকে দিবেন না। (০৩:১০৩)
৫১. মহাবিশ্বের বিস্ময় ও সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করুন (০৩:১৯১)
৫২. আমল অনুযায়ী পুরুষ ও মহিলাদের সমান পুরষ্কার পাবেন। (৩:১৯৫)
৫৩. গাইরি মাহরাম আত্মীয়কে যারা বিবাহ করবেন না। (০৪:২৩)
৫৪. পুরুষ হিসেবে মহিলাদের সুরক্ষা দিন। (০৪:৩৪)
৫৫. কৃপণ হবে না । (০৪:৩৭)
৫৬. পরশ্রীকাতরতা পুষে রাখবেন না। (০৪:৫৪)
৫৭. একে অপরকে হত্যা করবেন না। (০৪:৯২)
৫৮. প্রতারণার পক্ষে ওকালতি করবেন না। (০৪:১০৫)
৫৯. পাপের কাজে এবং আগ্রাসনে সহযোগিতা করবেন না। (০৫:০২)
৬০. সৎ কাজে সহযোগিতা করুন। (০৫:০২)
৬১. সংখ্যাগরিষ্ঠতা পেলেই কোনোকিছু সত্য বলে গ্রহণ করবেন না। (০৬:১১৬)
৬২. ন্যায়বিচার করুন। (০৫:০৮)
৬৩. অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। (০৫:৩৮)
৬৪. পাপের ও বেআইনী কাজের বিরুদ্ধে লড়াই করুন (০৫:৬৩)
৬৫. মৃত প্রাণী, রক্ত, শুকরের মাংস ভক্ষণ থেকে দূরে থাকুন। (০৫:০৩)
৬৬. মাদক এবং অ্যালকোহল এড়িয়ে চলুন (০৫:৯০)
৬৭. জুয়া খেলবেন না। (০৫:৯০)
৬৮. অন্যে ধর্মের দেবদেবীদের অবমাননা করবেন না (০৬:১০৮)
৬৯. ক্রেতাকে ঠকানোর উদ্দ্যেশ্যে ওজন বা মাপে কম দিবেন না। (০৬:১৫২)
৭০. খান এবং পান করুন; তবে অপচয় করবেন না। (০৭:৩১)
৭১. নামাজের সময় ভালো পোশাক পরিধান করুন। (০৭:৩১)
৭২. আশ্রয়প্রার্থীকে সুরক্ষা দিন, সহযোগিতা করুন। (০৯:০৬)
৭৩. বিশুদ্ধতাকে আঁকড়ে ধরুন। (০৯:১০৮)
৭৪. আল্লাহর রহমতের আশা কখনই পরিত্যাগ করবেন না। (১২:৮৭)
৭৫. অজ্ঞতাবশত ভুল করলেও আল্লাহর ক্ষমা প্রত্যাশা করুন। (১৬:১১৯)
৭৬. মানুষকে আল্লাহর পথে আহ্বান করুন হিকমা ও উত্তমভাবে। (১৬:১২৫)
৭৭. অন্যের পাপের বোঝা কাউকে বইতে হবে না। (১৭:১৫)
৭৮. দারিদ্র্যের ভয়ে আপনার বাচ্চাদের হত্যা করবেন না। (১৭:৩১)
৭৯. যে বিষয়ে জ্ঞান আপনার জ্ঞান নাই, সে বিষয়ে কারও পিছু লাগবেন না। (১৭:৩৬)
৮০. নিরর্থক কাজ থেকে দূরে থাকুন। (২৩:০৩)
৮১. অনুমতি না নিয়ে অন্যের বাড়িতে প্রবেশ করবেন না। (২৪:২৭)
৮২. যারা আল্লাহকে দৃঢ়ভাবে বিশ্বাস করে,
তাদের জন্য তিনি নিরাপত্তার ব্যবস্থা করবেন, এই বিশ্বাস রাখুন। (২৪:৫৫)
৮৩. জমিনে নম্রভাবে চলাফেরা করুন। (২৫:৬৩)
৮৪. পৃথিবীতে আপনার অংশকে অবহেলা করবেন না। (২৮:৭৭)
৮৫. আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে ডাকবেন না। (২৮:৮৮)
৮৬. সমকামিতার ঘৃণ্য কাজে জড়িত হবেন না। (২৯:২৯)
৮৭. সৎ কাজের আদেশ দিন, অসৎ কাজে বাধা দিন। (৩১:১৭)
৮৮. জমিনের উপর দম্ভভরে ঘুরে বেড়াবেন না। (৩১:১৮)
৮৯. মহিলারা তাদের জাকজমকপূর্ণ পোষাক প্রদর্শন করে বেড়াবে না। (৩৩:৩৩)
৯০. আল্লাহ সকল গুনাহ ক্ষমা করেন, বিশ্বাস রাখুন। (৩৯:৫৩)
৯১. আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। (৩৯:৫৩)
৯২. ভালো দ্বারা মন্দকে প্রতিহত করুন। (৪১:৩৪)
৯৩. পারস্পরিক পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করুন। (৪২:১৩)
৯৪. সর্বোচ্চ উত্তম মানুষ হওয়ার লড়াই করুন। (৪৯:১৩)
৯৫. বৈরাগ্যবাদী হবেন না। (৫৭:২৭)
৯৬. জ্ঞান অন্বেষণে ব্যাপৃত হোন। (৫৮:১১)
৯৭. অমুসলিমদের সাথে সদয় এবং নিরপেক্ষ আচরণ করুন। (৬০:০৮)
৯৮. লোভ থেকে নিজেকে বাঁচান। (৬৪:১৬)
৯৯. আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। (৭৩:২০)
১০০. ভিক্ষুককে ফিরিয়ে দিবেন না। (৯৯:১০)
০১. কথাবার্তায় কর্কশ হবেন না। (০৩:১৫৯)
০২. রাগকে নিয়ন্ত্রণ করুন (০৩:১৩৪)।
০৩. অন্যের সাথে ভাল ব্যবহার করুন (০৪:৩৬)
০৪. অহংকার করবেন না (০৭:১৩)
০৫. অন্যকে তাদের ভুলের জন্য ক্ষমা করুন (০৭:১৯৯)
০৬. লোকেদের সাথে ধীরস্থির হয়ে শান্তভাবে কথা বলুন (২০:৪৪)
০৭. উচ্চস্বরে কথা বলবেন না। (৩১:১৯)
০৮. অন্যকে উপহাস করবেন না (৪৯:১১)
০৯. পিতামাতার প্রতি দায়িত্বশীল আচরণ করুন। (১৭:২৩)
১০. পিতামাতার প্রতি অসম্মানজনক শব্দ উচ্চারণ করবেন না। (১৭:২৩)
১১. অনুমতি না নিয়ে পিতামাতার শোবার ঘরে প্রবেশ করবেন না। (২৪:৫৮)
১২. ঋণ গ্রহণ করলে তা লিখে রাখুন। (০২:২৮২)
১৩. কাউকে অন্ধভাবে অনুসরণ করবেন না। (০২:১৭০)
১৪. ঋণ গ্রহণকারীর কঠিন পরিস্থিতিতে পরিশোধের সময় বাড়িয়ে দিন। (০২:২৮০)
১৫. কখনো সুদের সাথে জড়িত হবেন না। (০২:২৭৫)
১৬. কখনো ঘুষের সাথে জড়িতে হবেন না। (০২:১৮৮)
১৭. প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না (০২:১৭৭)
১৮. আস্থা রাখুন (০২:২৮৩)
১৯. সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করবেন না (২:৪২)
২০. মানুষের মধ্যে ইনসাফের সাথে বিচার করবেন। (০৪:৫৮)
২১. ন্যায়বিচারের জন্য দৃঢ়ভাবে দাঁডড়িয়ে যান। (০৪:১৩৫)
২২. মৃতদের সম্পদ তাদের পরিবারের সদস্যদের মধ্যে সুষ্ঠভাবে বিতরণ করা উচিৎ। (০৪:০৭)
২৩. মহিলাদের উত্তরাধিকারের অধিকারও রয়েছে। (০৪:০৭)
২৪. এতিমদের সম্পত্তি গ্রাস করবেন না। (০৪:১০)
২৫. এতিমদের রক্ষা করুন। (০২:২২০)
২৬. অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করবেন না। (০৪:২৯)
২৭. মানুষের মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য চেষ্টা করুন। (৪৯:০৯)
২৮. সন্দেহ এড়িয়ে চলুন। (৪৯:১২)
২৯. গুপ্তচরবৃত্তি করবেন না, কুৎসা রটাবেন না। (৪৯:১২)
৩০. আল্লাহর বিধানুসারে বিচার করুন। (০৫:৪৫)
৩১. সাদাকাতে সম্পদ ব্যয় করুন। (৫৭:০৭)
৩২.দরিদ্রকে খাবার খাওয়ান। (১০৭:০৩)
৩৩. অভাবীকে অভাব পূরুনের উপায় বাতলে দিন। (০২:২৭৩)
৩৪. অপব্যয় করবেন না। (১৭:২৯)
৩৫. খোঁটা দিয়ে দানকে নষ্ট করে দিবেন না। (০২:২৬৪)
৩৬. অতিথিকে সম্মান করুন। (৫১:২৬)
৩৭. কেবলমাত্র নিজে আমল করে অন্যকে আমল করার আদেশ দিবেন। (০২:৪৪)
৩৮. পৃথিবীতে কাউকে গালাগালি করবেন না। (০২:৬০)
৩৯. লোকজনকে মসজিদে যেতে বাধা দিবেন না। (০২:১৪৪)
৪০. কেবল তাদের সাথেই লড়াই করুন, যারা আপনার সাথে লড়াই করে (০২:১৯০)
৪১. যুদ্ধের শিষ্টাচার মেনে চলুন। (০২:১৯১)
৪২. যুদ্ধেংদেহী হবেন না। (০৮:১৫)
৪৩. দ্বীন নিয়ে বাড়াবাড়ি করবেন না। (০২:২৫৬)
৪৪. সকল নবির উপর ঈমান আনুন। (২০:২৮৫)
৪৫. স্ত্রীর মাসিকের সময় যৌন মিলন করবেন নি। (০২:২২২)
৪৬. আপনার শিশুকে পূর্ণ দুবছর বুকের দুধ খাওয়ান। (০২:২৩৩)
৪৭. অননুমোদিত উপায়ে যৌন মিলন করবেন না। (১৭:৩২)
৪৮. যোগ্যতা অনুসারে নেতৃত্বের দায়িত্ব অর্পণ করুন। (০২:২৪৭)
৪৯. কোনো ব্যক্তিকে সামর্থ্যের বাহিরে বেশি বোঝা চাপিয়ে দিবেন না। (০২:২৮৬)
৫০. বিভক্তি উসকে দিবেন না। (০৩:১০৩)
৫১. মহাবিশ্বের বিস্ময় ও সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করুন (০৩:১৯১)
৫২. আমল অনুযায়ী পুরুষ ও মহিলাদের সমান পুরষ্কার পাবেন। (৩:১৯৫)
৫৩. গাইরি মাহরাম আত্মীয়কে যারা বিবাহ করবেন না। (০৪:২৩)
৫৪. পুরুষ হিসেবে মহিলাদের সুরক্ষা দিন। (০৪:৩৪)
৫৫. কৃপণ হবে না । (০৪:৩৭)
৫৬. পরশ্রীকাতরতা পুষে রাখবেন না। (০৪:৫৪)
৫৭. একে অপরকে হত্যা করবেন না। (০৪:৯২)
৫৮. প্রতারণার পক্ষে ওকালতি করবেন না। (০৪:১০৫)
৫৯. পাপের কাজে এবং আগ্রাসনে সহযোগিতা করবেন না। (০৫:০২)
৬০. সৎ কাজে সহযোগিতা করুন। (০৫:০২)
৬১. সংখ্যাগরিষ্ঠতা পেলেই কোনোকিছু সত্য বলে গ্রহণ করবেন না। (০৬:১১৬)
৬২. ন্যায়বিচার করুন। (০৫:০৮)
৬৩. অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। (০৫:৩৮)
৬৪. পাপের ও বেআইনী কাজের বিরুদ্ধে লড়াই করুন (০৫:৬৩)
৬৫. মৃত প্রাণী, রক্ত, শুকরের মাংস ভক্ষণ থেকে দূরে থাকুন। (০৫:০৩)
৬৬. মাদক এবং অ্যালকোহল এড়িয়ে চলুন (০৫:৯০)
৬৭. জুয়া খেলবেন না। (০৫:৯০)
৬৮. অন্যে ধর্মের দেবদেবীদের অবমাননা করবেন না (০৬:১০৮)
৬৯. ক্রেতাকে ঠকানোর উদ্দ্যেশ্যে ওজন বা মাপে কম দিবেন না। (০৬:১৫২)
৭০. খান এবং পান করুন; তবে অপচয় করবেন না। (০৭:৩১)
৭১. নামাজের সময় ভালো পোশাক পরিধান করুন। (০৭:৩১)
৭২. আশ্রয়প্রার্থীকে সুরক্ষা দিন, সহযোগিতা করুন। (০৯:০৬)
৭৩. বিশুদ্ধতাকে আঁকড়ে ধরুন। (০৯:১০৮)
৭৪. আল্লাহর রহমতের আশা কখনই পরিত্যাগ করবেন না। (১২:৮৭)
৭৫. অজ্ঞতাবশত ভুল করলেও আল্লাহর ক্ষমা প্রত্যাশা করুন। (১৬:১১৯)
৭৬. মানুষকে আল্লাহর পথে আহ্বান করুন হিকমা ও উত্তমভাবে। (১৬:১২৫)
৭৭. অন্যের পাপের বোঝা কাউকে বইতে হবে না। (১৭:১৫)
৭৮. দারিদ্র্যের ভয়ে আপনার বাচ্চাদের হত্যা করবেন না। (১৭:৩১)
৭৯. যে বিষয়ে জ্ঞান আপনার জ্ঞান নাই, সে বিষয়ে কারও পিছু লাগবেন না। (১৭:৩৬)
৮০. নিরর্থক কাজ থেকে দূরে থাকুন। (২৩:০৩)
৮১. অনুমতি না নিয়ে অন্যের বাড়িতে প্রবেশ করবেন না। (২৪:২৭)
৮২. যারা আল্লাহকে দৃঢ়ভাবে বিশ্বাস করে,
তাদের জন্য তিনি নিরাপত্তার ব্যবস্থা করবেন, এই বিশ্বাস রাখুন। (২৪:৫৫)
৮৩. জমিনে নম্রভাবে চলাফেরা করুন। (২৫:৬৩)
৮৪. পৃথিবীতে আপনার অংশকে অবহেলা করবেন না। (২৮:৭৭)
৮৫. আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে ডাকবেন না। (২৮:৮৮)
৮৬. সমকামিতার ঘৃণ্য কাজে জড়িত হবেন না। (২৯:২৯)
৮৭. সৎ কাজের আদেশ দিন, অসৎ কাজে বাধা দিন। (৩১:১৭)
৮৮. জমিনের উপর দম্ভভরে ঘুরে বেড়াবেন না। (৩১:১৮)
৮৯. মহিলারা তাদের জাকজমকপূর্ণ পোষাক প্রদর্শন করে বেড়াবে না। (৩৩:৩৩)
৯০. আল্লাহ সকল গুনাহ ক্ষমা করেন, বিশ্বাস রাখুন। (৩৯:৫৩)
৯১. আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। (৩৯:৫৩)
৯২. ভালো দ্বারা মন্দকে প্রতিহত করুন। (৪১:৩৪)
৯৩. পারস্পরিক পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করুন। (৪২:১৩)
৯৪. সর্বোচ্চ উত্তম মানুষ হওয়ার লড়াই করুন। (৪৯:১৩)
৯৫. বৈরাগ্যবাদী হবেন না। (৫৭:২৭)
৯৬. জ্ঞান অন্বেষণে ব্যাপৃত হোন। (৫৮:১১)
৯৭. অমুসলিমদের সাথে সদয় এবং নিরপেক্ষ আচরণ করুন। (৬০:০৮)
৯৮. লোভ থেকে নিজেকে বাঁচান। (৬৪:১৬)
৯৯. আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। (৭৩:২০)
১০০. ভিক্ষুককে ফিরিয়ে দিবেন না। (৯৯:১০)
২৫ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৫০
মোঃ ফরিদুল ইসলাম বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রিয়।
২| ২৫ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৫৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: এটা একটা চমৎকার পোষ্ট। সেজন্য লাইক দিলাম এবং প্রিয়তে রাখলাম।
৩| ২৫ শে আগস্ট, ২০২৫ রাত ৮:০৪
বিজন রয় বলেছেন: দারুন একটা পোস্ট।
তবে মুসলিম দেশগুলোই এসব কম পালন করে।
এই জন্য সেসব দেশে সবসময় ঝামেলা লেগেই থাকে।
৪| ২৫ শে আগস্ট, ২০২৫ রাত ৮:২৮
কামাল১৮ বলেছেন: কোরানে লেখার আগেই এগুলি সমাজে প্রচলিত ছিলো।
৫| ২৫ শে আগস্ট, ২০২৫ রাত ১০:১৬
সুলাইমান হোসেন বলেছেন: সামুর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ একটি পোষ্ট দিয়েছেন ।ধন্যবাদ নিরন্তর
৬| ২৫ শে আগস্ট, ২০২৫ রাত ১১:৪০
অপলক বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক দিন পর শিক্ষণীয় একটা ধর্ম বিষয়ক পোষ্ট পেলাম।
৭| ২৬ শে আগস্ট, ২০২৫ ভোর ৪:৫৫
এনামেল হউক বলেছেন: @কামাল১৮: হ্যাঁ কিছু তো ছিলই, কারণ আগের আসমানী কিতাবগুলো, যেগুলো থেকে অনেক সামাজিকতা, রীতি এসেছে, সেগুলো আল্লাহ্-ই পাঠিয়েছেন।
৮| ২৬ শে আগস্ট, ২০২৫ ভোর ৬:৪২
কামাল১৮ বলেছেন: @এনামেল,বেশির ভাগ ভালো কথা এসে'ছে গ্রীক সভ্যতা থেকে।যা খৃষ্টের জন্মের আগে।
৯| ২৬ শে আগস্ট, ২০২৫ সকাল ৭:৩৯
এনামেল হউক বলেছেন: @কামাল১৮: ঈসা (আঃ) এর উপর নাযিলকৃত কিতাব ছিল ইনযিল, যেটা তৃতীয় মূল আসমানী কিতাব। প্রথম মূল আসমানী কিতাব তাওরাত নাযিল হয়েছিল মুসা (আঃ), যা আরও হাজারখানেক বছর আগের কথা। তাছাড়াও আদম(আঃ) এর সময় থেকে শুরু করে বিভিন্ন সময়ে, যুগে আরও আসমানী কিতাব (১০০ এর মত) নাযিল হয় — গ্রীক সভ্যতা বলুন আর মিসরীয় কিংবা পারস্য বলুন, সেগুলোর অনেক আগে থেকেই এসব কিতাব নাযিল হয়ে আসছে, সুতরাং সেসকল সভ্যতায় এ কিতাবগুলোর শিক্ষণীয় আচারসমুহ এসেছে স্বাভাবিকভাবেই।
If you really (truly — without deceiving your own self) want to FEEL the truth, go outside on a clear, quiet night and think about Who could have created the trillions of stars, nebulae, galaxies, and the objects of astronomical sizes as well as the tiny, modular systems that run your body to keep it functional. No need to tell us — just try to clear your mind of all the hubris, noise, and the things you own in this world and think about ONLY the objects outside the Earth. Do you really believe that all these are random formations?
১০| ২৬ শে আগস্ট, ২০২৫ সকাল ৮:৫৪
আমি নই বলেছেন: কামাল১৮ বলেছেন: @এনামেল,বেশির ভাগ ভালো কথা এসে'ছে গ্রীক সভ্যতা থেকে।যা খৃষ্টের জন্মের আগে।
তো.. গ্রীক সভ্যতার আগে আর কিছুই ছিলনা?? গ্রীক সভ্যতাও যে কোথাও থেকে পায় নি তার কি কোনো স্পষ্ট প্রমান আছে আপনার কাছে??
১১| ২৬ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:২৩
রাজীব নুর বলেছেন: ভাল।
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:১৮
এইচ এন নার্গিস বলেছেন: খুব কম মানুষ এগুলো মানে। সমস্যা এই খানে। নামাজ রোজা করে ,হজ্বে যায় ফি বছর কুরবানি দায় আর মনে করে পাক্কা মুসলমান। ধর্ম হল উপরের গুলো ।