![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়লা দিয়ে গয়না হয়না, তেমন সোনা দিয়ে উনুন জ্বলেনা। অতএব প্রয়োজনে কয়লার মূল্য সোনার চেয়ে অনেক বেশী। তাই নিজেকে সোনা নয়, কয়লা ভাবতেই বেশী ভালোবাসি।
সেই দিন আসছে ভিকারিরা আসবে
জনতার দুয়ারে দু'হাত পাতবে
চাল নয় খুদ্্ নয় -নয় কড়ি নোট
চায় শুধু প্রতি দ্বারে একখানি ভোট
এক ঘুমে পাঁচ রাত কাটাতে চায়
পাঁচ রাত পরে ফের ভোট ক্ষিদে পায়
মেয়াদি ভিক্ষেরিরা জেনে রাখ সবে
দানের প্রতিদান দিলে
--ভোট দেব তবে।
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০২
ধূর্ত উঁই বলেছেন: এখন আর ভোটও চাবে না। একদল নির্বাচনে থাকলে ভোট আর ভোটদাতার মূল্য কানাকড়িও নয়।