![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নহি দেবী, নহি সামান্যা নারী... আরজু পনি
এখানে ১৩ টি পোস্টের প্রথম দু'টি ওয়াচে থাকা অবস্থায় দিয়েছিলাম। তারপর প্রথম পাতায় এক্সেস পাওয়ার আগ পর্যন্ত "আরজু পনি" নিক থেকে নারী সম্পর্কিত কিছু পোস্ট এখানে জড়ো করা শুরু করলাম। সরাসরি রিপোস্ট করিনি।
এর মধ্যে সেইফ হয়ে যাওয়াতে একটা সমস্যা হচ্ছিল যে রিপোস্ট প্রথম পাতায় দেখতে চাচ্ছিলাম না। কারণ আমার রিপোস্ট করার অভ্যাস এর আগে নেই বললেই চলে (মনে করতে পারছি না) তাই প্রাথমিকভাবে প্রথম পাতায় পোস্টগুলো প্রকাশ করিনি। একদিন পার হলে পরে সেগুলোতে "প্রথম পাতা" বাটনে টিক দিয়েছি। যেনো থাকলেও প্রথম পাতার পেছনের দিকে থাকে।
সেই মিশন আজ শেষ হলো...তাই এই পোস্ট প্রথম পাতায় প্রকাশ করলাম।
১. নারী তার সম্মান নিয়ে বাঁচুক
২. সামাজিক লিঙ্গ
৩. সৌদি নারী..... অত:পর রোকেয়া!!!
৪. নারী....আর কতোকাল রবে শুধুই অর্কিড হয়ে!!!
৫. বোকা নারী!……..সমান অধিকার নয়, বল ন্যায্য অধিকার চাই (একটি ভাববাদী পোস্ট!)
৬. নারী-পুরুষ নিয়ে একটি বৈষম্যহীন সমাজের কথা বলি
৭. ☻প্রবাদ/প্রবচনে নারী: সেকাল-একাল☻
৮. নারীর অধিকার বাস্তবায়ন : গবেষণা অভিজ্ঞতা
৯. ধর্ষণ...! সমাধান কি আসলেই আছে?
১০. গণমাধ্যম ও নারী- ভুমিকা/ বিজ্ঞাপন পর্ব
১১. গণমাধ্যম ও নারী - সিনেমা পর্ব
১২. বিজ্ঞাপনে নারী : সেন্টিমেন্ট বাণিজ্য
১৩. সেফ হওয়া উপলক্ষে
বি.দ্র: এই নিকে নিয়মিত হবো কিনা জানিনা। নতুন অবস্থায় হয়তো আগ্রহ পাচ্ছি...পরবর্তীতে কী হবে সৃষ্টিকর্তাই একমাত্র জানেন। আমিন।
কৃতজ্ঞতা জানাই সেই সব সহব্লগারদের...যারা কোন প্রত্যাশা ছাড়াই পাশে থেকেছেন সবসময়।
আশা করি আপনাদের এই আন্তরিকতাটুকু ভবিষ্যতেও থাকবে।
কর্তৃপক্ষের কাছে নিবেদন:-বিষয় ভিত্তিক ব্লগে "নারী" বিষয় কি যুক্ত হতে পারে না?...এখনও যে যেতে হবে বহুদূর ।
----------------------------------
বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখি...
০৩ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
আরজু নাসরিন পনি বলেছেন:
প্রথম মন্তব্য করে মন্তব্যের খাতা খুলের দেবার জন্যে কৃতজ্ঞতা রইল।
ভার্জিনিয়া উলফের সব পড়া হয়নি...আপনার কোট করা অংশটুকু আগ্রহ জাগালো। খুঁজে পড়ার চেষ্টা করবো ইনশাহআল্লাহ।
অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন সবসময়।
২| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৯:৩৩
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার উদ্দ্যেগ।সাধুবাদ জানাই।
০৩ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
আরজু নাসরিন পনি বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ, কল্লোল পথিক ।
আশা করি পাশেই পাবো সবসময়।
শুভকামনা রইল।
৩| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৯:৩৬
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: -বিষয় ভিত্তিক ব্লগে "নারী" বিষয় কি যুক্ত হতে পারে না?...এখনও যে যেতে হবে বহুদূর ।সহমত!
০৩ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৪
আরজু নাসরিন পনি বলেছেন:
জ্বি...এখন্ও যেতে হবে বহুদূর।
অনেক ধন্যবাদ, শামীম।
খুব ভালো থাকুন সবসময়।
৪| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৯:৫৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পুরুষ নামে তো কোন আলাদা বিভাগ নেই। ব্লগারদেরকে নারী পুরুষ হিসেবে বিবেচনার সুযোগ কম। তাছাড়া আমি মনে করি, বর্তমানে নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছেন, তাতে এইভাবে আলাদা কোটা করা মানে তাদের দুর্বলতাকে স্বীকার করা। নারী অধিকার এবং কোটা কিছুটা স্ববিরোধী বলেই আমার ব্যক্তিগত মতামত।
০৩ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৯
আরজু নাসরিন পনি বলেছেন:
এটা কোন কথা !
মন্তব্যেই ৯ লাইক !
ঠিক যে কারণে "আন্তর্জাতিক নারী দিবস"
ঠিক যে কারণে "নারী নির্যাতন প্রতিরোধ দিবস" পালন করা হয়...সেই কথা বিস্তারিত ব্যাখ্যা করলে বিষয় ভিত্তিক ব্লগ হিসেবে "নারী" আসতেই পারে...যখন আর নির্যাতন দিবস পালনের প্রয়োজন পড়বে না তখন "নারী" নামে আলাদা বিষয়েরও প্রয়োজন পড়বে না।
সুলতান সুলেমান দেখতে গেলাম...পরে আাবার আসছি।
কৃতজ্ঞতা রইল কা_ভালোবাসা।
আপনার উপস্থিতি আমার এই নিরস পোস্টকে প্রাণবন্ত করেছে নিঃসন্দেহে।
আপনার মন্তব্যের লাইক সংখ্যাই তার প্রমাণ...হাহাহা
৫| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৯:৫৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমার মতে আইডিয়াটা খুবই ভালো। বছরান্তে নিজেই নিজের রিভিউ পোষ্ট দেওয়া উচিত বিষয় ভিত্তিক। এতে করে সকলের সুবিধা হবে আপনি কোন বিষয়ের উপর বেশি লেখা-লেখি করেন।
"মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন।
সেই পথ লক্ষ করে ,স্মীয় কৃতী ধ্বজা ধরে আমরাও হবো বরণীয়।"
০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:১৪
আরজু নাসরিন পনি বলেছেন:
"বিভাগ" অপশনটা খুব মিস করি ।
আপনার উপস্থিতি আনন্দদায়ক।
অনেক ধন্যবাদ, পলাশ।
খুব ভালো থাকুন সবসময়।
৬| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ১০:০৬
অপর্ণা মম্ময় বলেছেন: ছবির বুকশেলফটা যদি আমার হতো!
বাসে উঠে মহিলা সীটে বসা না বসা নিয়ে অনেক কথা শুনতে হয়। শিশু, বৃদ্ধ আর গর্ভবতী নারী ব্যতিত আমার কাছে মহিলা বা সংরক্ষিত আসন নিয়ে বিতর্ক না হওয়াই ভাল মনে করি। যেখানে সীট পাব সেখানেই বসবো আমার কাছে ব্যাপারটা এমন। ঠিক তেমনি -- নারীত্ব বা পুরুষত্ব দেখিয়ে " ব্লগিং " করাটা আমার কাছে ভাল লাগে না। পরিচয় হোক একজন ব্লগার। নারী বা পুরুষ বোঝার জন্য একটা কমন মাধ্যম হল আমাদের " নিক"। তবে সেই নিকের মাঝেও লুতুপুতু দুর্বলতা ( নারী এবং পুরুষ উভয়ের জন্য ), প্রোপিকের মাঝেও "এটেনশন সিকিংনেস " এসব পরিহার করা মনে হয় ভাল হবে। এখন যদি জিজ্ঞেস করেন নিকের মাঝেও লুতুপুতু দুর্বলতা কি সেটা উদাহরণ দিয়ে বুঝাতে আমি তাহলে বিপদে পড়ে যাবো।
গতকাল টাইগার্সদের বিজয়ে খুব খুশি খুশি বলে অনেক কথা লিখে ফেললাম।
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পুরুষ নামে তো কোন আলাদা বিভাগ নেই। ব্লগারদেরকে নারী পুরুষ হিসেবে বিবেচনার সুযোগ কম। তাছাড়া আমি মনে করি, বর্তমানে নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছেন, তাতে এইভাবে আলাদা কোটা করা মানে তাদের দুর্বলতাকে স্বীকার করা। নারী অধিকার এবং কোটা কিছুটা স্ববিরোধী বলেই আমার ব্যক্তিগত মতামত।
-- আমিও তাই মনে করি। ইন জেনারেল হয়ে যার যার অবস্থান থেকে নিজেদের যোগ্যতা অনুযায়ী এগিয়ে যাওয়াটা বেশি আনন্দের মনে হয়।
শুভসকাল পনি।
০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:১৮
আরজু নাসরিন পনি বলেছেন:
অপর্ণা, খুব সুন্দর বলেছেন।
খেয়াল করে দেখুন আমি কিন্তু ব্লগারদেরকে নারী-পুরুষ আলাদা করে দেখতে বলিনি।
আমি বিষয় হিসেবে "নারী" কে বিশেষ গুরুত্ব দিতে আবেদন করেছি...সময়ের প্রয়োজনে।
এই বিষয়টা কিন্তু লেখার কন্টেন্ট যখন "নারী"।
আপনার বিস্তারিত মতামত পেয়ে অনেক ভালো লাগলো ।
খুব ভালো থাকুন, সুলেখিকা।
৭| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ১০:৪১
নেক্সাস বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পুরুষ নামে তো কোন আলাদা বিভাগ নেই। ব্লগারদেরকে নারী পুরুষ হিসেবে বিবেচনার সুযোগ কম। তাছাড়া আমি মনে করি, বর্তমানে নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছেন, তাতে এইভাবে আলাদা কোটা করা মানে তাদের দুর্বলতাকে স্বীকার করা। নারী অধিকার এবং কোটা কিছুটা স্ববিরোধী বলেই আমার ব্যক্তিগত মতামত।
আমি কাভা সাথে একমত পনি পা। বিভাগীয় করণ কিন্তু দূর্বল বলে চিহ্নিত করা। কোটা সিষ্টেম যেভাবে আন্ডার প্রিভিলেজ একটা গোষ্টি চিহ্নিত করে।
০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:২৪
আরজু নাসরিন পনি বলেছেন:
প্রিয় নেক্সাস,
আমি কিন্তু ব্লগারদেরকে নারী-পুরুষে আলাদা করতে বলিনি।
লেখার বিষয় যখন "নারী" সেটাকে বিষয় ভিত্তিক ব্লগে সংযুক্ত করা যায় কিনা তা বলতে চেয়েছি।
আলাদা কোটা করার দরকার একসময় সত্যিই হবে না ইনশাহআল্লাহ...
কিন্তু এখনও যেতে হবে বহুদূর ।
ব্লগার নেক্সাস নয়...বাস্তবের মানুষ নেক্সাস (এখানে আসল নাম হবে) পুরুষ হিসেবে সমাজে যত সহজে ম্যুভ করতে পারে...একজন আরজু নাসরিন পনি (এখানেও বাস্তবের আসল নাম হবে) নারী হিসেবে যে তত সহজে সর্বত্র ম্যুভ করতে পারেনা সেটা আপনি আমি সবাই জানি...
এই যে পারেনা...এই না পারা নিয়ে যখন কোন লেখালেখি হয় তখন যেনো সবার নজরে আসে লেখাটা তাই বিষয় ভিত্তিকব্লগ হিসেবে "নারী"র দাবী।
জানিনা বোঝাতে পারলাম কি না।
৮| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:৩০
কাবিল বলেছেন:
বিষয় ভিত্তিক ব্লগে "নারী" বিষয় কি যুক্ত হতে পারে না?
বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখি...
পরস্পরের বিরোধী বলে মনে হচ্ছে।
০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:৩০
আরজু নাসরিন পনি বলেছেন:
বিষয় ভিত্তিক ব্লগে "নারী" বিষয় কি যুক্ত হতে পারে না?
বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখি...
প্রিয় কাবিল, আপনাকে বিনয়ের সাথে জানাচ্ছি যে দু'টো ব্যাপার অবশ্যই পরস্পর বিরোধী নয়।
কেননা আমি সমঅধিকারের কথা বললে তা পরস্পর বিরোধী হতো ।
সমঅধিকারের দাবী আর বৈষম্যহীন অবস্থার দাবী এক নয়।
৯| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৮
আবু শাকিল বলেছেন: নারী বিষয় ভিত্তিক ব্লগের আবেদন করেছেন কর্তৃপক্ষের কাছে।
বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখছেন????????
আপু আসেন-
কর্তৃপক্ষের কাছে নিবেদন করি-বিষয় ভিত্তিক ব্লগে "নারী-পুরুষ" বিষয় যুক্ত হোক।
বৈষম্যহীন সমাজের একটা স্বপ্নপূরন এখান থেকেই শুরু হয়ে যাক।
০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:৩৬
আরজু নাসরিন পনি বলেছেন:
প্রিয় শাকিল,
বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখি বলেই সময়ের প্রয়োজনে "নারী" বিষয় ভিত্তিক ব্লগের আবেদন করেছি যেখানে পোস্টের কন্টেন্টে নারী অধিকার বা এই জাতীয় লেখাগুলো সংরক্ষিত থাকবে ।
কখনো প্রয়োজন বোধ করলে "পুরুষ" বিষয়ভিত্তিক ব্লগেরও আবেদন করবো যখন আর নারীরা রেপড হবেনা...পুরুষরা হবে।
যখন রাস্তা ঘাটে ইভ টিজিং নয় এডাম টিজিং এর কারণে আপনাদের যাতায়াতের নিরাপত্তা বাধাগ্রস্থ হবে।
যখন ঘরে নারী নয় পুরুষরা নির্যাতিত হবে...তখন বৈষম্যহীনতার দাবীতে "পুরুষ" বিভাগ খোলার আবেদন অবশ্যই জানাবো ।
আপনার মতামত পেয়ে ভালো লাগলো।
ব্লগিং এমনই চাই...খোলামেলা মতামত চলবে নির্দ্বিধায়।
আশা করি সবসময় পাশেই পাবো।
অনেক কৃতজ্ঞতা রইল।
১০| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:১২
ইমরাজ কবির মুন বলেছেন:
বুকশেলফটা আপনার নাকি?
০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৫:১৫
আরজু নাসরিন পনি বলেছেন:
এমন একটা বানানোর কথা ভাবছি...অনেক ভালো লেগেছে...। কিন্তু ভয় পাচ্ছি মাথার উপরে না পড়ে !
১১| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ২:২৬
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: পনি আপা, আপনার শেষ উচ্চারিত কথাটা সত্যিই অনেক সুন্দর! আসলেই বর্তমান সমাজে বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থার খুবই দরকার!
০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৫:১৭
আরজু নাসরিন পনি বলেছেন:
পুঁজিবাদী সমাজে বৈষম্যহীনতা বিরাজ করার আশা করা অনেক কঠিন পথ পাড়ি দেয়ার মতো...।
কিন্তু তারপরও থেমে থাকলে তো হবে না।
১২| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ২:৪১
তাসলিমা আক্তার বলেছেন: কাবিল বলেছেন:
বিষয় ভিত্তিক ব্লগে "নারী" বিষয় কি যুক্ত হতে পারে না?
বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখি...
পরস্পরের বিরোধী বলে মনে হচ্ছে।
আমার মনে হচ্ছেনা। এখানে ইকুয়ালিটি আর ইকুইটির ব্যাপারটা আমার মাথায় কাজ করছে। আমি জানি আপনি জানেন তবুও বলছি, ইকুয়ালিটি হচ্ছে নারী পুরুষের সমতা আর ইকুইটি হচ্ছে পুরুষের সমানে আনার জন্য নারীকে কিছুটা বাড়িয়ে এগিয়ে দেওয়া। আমাদের দেশে এখনো দুটোর কোনোটাই ঠিক করে প্রতিষ্ঠিত হয়নি। আগেতো ইকুটিটা ঠিক করতে হবে তারপর ইকুয়ালিটি নিয়ে কাজ করা যাবে। কোনো কোনো নারী ইকুয়ালিটির মাপকাঠিতে এসে গেছে কিন্তু এটা সবার জন্য এখনো শতভাগ হয়নি। তাই নারীকে এগিয়ে নিতে গেলে “বিষয়” যুক্ত করার বিষয়টা আসবেই। আর এই “বিষয়” ভুক্তিটা বৈষম্যহীনতার জন্যই পয়োজন।
পোস্টটা সংগ্রহে রাখলাম যাতে করে পরে পড়ে নিতে পারি। পয়োজনিয় পোস্টের জন্য ধন্যবাদ আরজু নাসরিন পনি।
০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৫:২২
আরজু নাসরিন পনি বলেছেন:
তাসলিমা...
ইক্যুয়িটির ব্যপারটা মাথায় রেখেই দাবীটা করেছি...দাবী পূরণ না হলেও ব্যাপার না...
যেতে হবে বহুদূর... জানি।
কাছের মানুষগুলো, পাশের মানুষগুলোও ভুল বুঝবে কিন্তু একসময় এর সুফল তাদেরই পরবর্তী প্রজন্ম ভোগ করবে...
তাই তো বলি ...হাল ছেড়ো না বন্ধু
০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৭
আরজু নাসরিন পনি বলেছেন: ১৭. ০৩ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১১ ২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@তাসলিমা আক্তার,
Right!
Amar deya uporer picture a jemon bola ache, If you can't see why we're exclaiming this, you are part of the problem.
১৩| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৯
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক গুলো পোস্ট একসাথে পেয়ে ভালোই হোল । যেগুলো পড়িনি পরে পড়তে পারবো । প্রিয়তে রেখে দিলাম । অপর্ণা আর কাল্পনিক এর কমেন্টে লাইক । তাদের সাথে সহমত ।
০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৫:২৭
আরজু নাসরিন পনি বলেছেন:
মিতা, পোস্টগুলো পড়ার অনুরোধ করলাম...বিশেষভাবে।
আর সেই সাথে তাসলিমা, স্বর্ণার মন্তব্য দেখার অনুরোধ করছি।
তারপর ভেবে দেখবেন...আর আমি চেষ্টা করবো পোস্ট দেয়া অব্যাহত রাখতে (যদি ধৈর্য থাকে)।
সময়ই কথা বলবে...
১৪| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:১৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লাইক অ্যান্ড প্রিয়তে
০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৫:৩২
আরজু নাসরিন পনি বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে, গিয়াস উদ্দিন লিটন।
শুভকামনা রইল।
১৫| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:১৮
প্রামানিক বলেছেন: অনেক পোষ্ট একসাথে পেয়ে ভালই সুবিধা হলো। ধন্যবাদ
০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৩
আরজু নাসরিন পনি বলেছেন:
আশা করি পড়ে দেখবেন।
অনেক ধন্যবাদ আপনাকে।
১৬| ০৩ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Upore jara contradiction er kotha bolchen, tader jonno ekta analogy:
এখনও যে যেতে হবে বহুদূর...
০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৬
আরজু নাসরিন পনি বলেছেন:
এসব নিয়ে আমাদের আরো অনেক বেশি কথা বলা দরকার নইলে এই বরফ এতো সহজে ভাঙবে না।
এখনও যে যেতে হবে বহুদূর।
আপনার কনসেপ্টে শ্রদ্ধা বেড়ে গেল।
১৭| ০৩ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@তাসলিমা আক্তার,
Right!
Amar deya uporer picture a jemon bola ache, If you can't see why we're exclaiming this, you are part of the problem.
০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৬
আরজু নাসরিন পনি বলেছেন: @তাসলিমা আক্তার
১৮| ০৩ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩২
সুঁই বলেছেন: ভাল বিশয় নিয়ে লিখেছেন আপুনি। আমরা সবাইই কম আর বেশি বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখতে চাই। কোথাও না কোথাও ত প্রতিবন্ধকতা থাকেই। সব জঞ্জাল দূর হোক। স্বপ্ন পুরন হোক।
০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২০
আরজু নাসরিন পনি বলেছেন:
কোথাও না কোথাও ত প্রতিবন্ধকতা থাকেই। সব জঞ্জাল দূর হোক। স্বপ্ন পুরন হোক...
সহমত।
১৯| ০৩ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২১
আরণ্যক রাখাল বলেছেন: নারী বিভাগ চালু হওয়ার কোন মানে নেই। পুরুষ বিভাগও নেই।
নারী বিভাগ মানে আলাদাভাবে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া যে নারীরা আলাদা।
যাই হোক, শুভকামনা আপনার জন্য। ভালো থাকবেন
০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৪
আরজু নাসরিন পনি বলেছেন:
"নারী" সেটা যে কোন ব্লগারই লিখুক...পোস্টের কন্টেন্টে যখন নারী প্রসঙ্গ আসবে যা থেকে নারী-পুরুষ সবাই সচেতন হতে পারে...পরবর্তী কর্মপন্থা কী হতে পারে তা নির্ধারন করতে পারে সেই পোস্টগুলি কেবল "নারী"তে থাকবে।
আপনার উপস্থিতিতে ভালো লাগলো, রাখাল।
২০| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ৮:৫০
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
সমাজ দেশ জাতি বা এক অর্থে গোটা পৃথিবীতেই নারীর প্রতি দৃষ্টি ভঙ্গীর সমস্যা এত গভীরে, যে এর থেকে উত্তরণ এক দূরহ ব্যাপার। মন্তব্যটা cliché, তবে এ ছাড়া আর কিছু বলতে পারছিনা। X-Files এর Dana Scully খ্যাত Gillian Anderson ও ডেভিডের চেয়ে কম পারিশ্রমিক পেতেন। তা নিয়ে সেখানে সমস্যাও হয়েছে। তবে আস্তে আস্তে মেয়েরা নিজকে মানুষ হিসেব তুলে ধরছে, সেটা প্রশংসনীয়। গন্ডগোল বাধে যখন মিডিয়া জগতের ভোজবাজিতে নারী পণ্য হয়ে যায়। যাক, তবুও নারীকে পুরুষেরা নিজের মত আরেকজন মানুষ মনে করু্ক, আমি তাই চাই।
০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩১
আরজু নাসরিন পনি বলেছেন:
নারীর প্রতি দৃষ্টি ভঙ্গীর সমস্যা এত গভীরে, যে এর থেকে উত্তরণ এক দূরহ ব্যাপার।...আসলেই দুরূহ ব্যাপার তা আমার এই পোস্টের শেষ লাইনের প্রতিক্রিয়াই প্রমাণ।
জানি যেতে হবে বহুদূর...আশা করি হাঁটার পথে কাউকে না কাউকে সঙ্গী হিসেবে পাবোই...নইলে একাই হাঁটবো...।
২১| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ৯:৪০
সৌরভ১০৭ বলেছেন: শুভকামনা
০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৬
আরজু নাসরিন পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, সৌরভ।
অনুরোধ থাকবে পোস্টগুলো কষ্ট করে হলেও পড়বেন । পোস্ট পড়ে মতামত জানাবেন কিনা সেটা আপনার একান্ত ব্যক্তিগত ইচ্ছে...কিন্তু বিশেষ অনুরোধ রইলো পোস্টগুলো পড়ার...নিজের জন্যে...দেখবেন আপনার কাছের, আপনজনদের নিয়ে লেখা সব কথা।
আপনার জন্যেও অনেক শুভকামনা রইল।
২২| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১০:৪৪
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন:
বিষয়ভিত্তিক ব্লগে আলাদা করে "নারী" বিষয় যুক্ত করার কোন প্রয়োজন দেখি না।
তারপরও যদি করতেই হয় তবে "নারী" বিষয়ের পাশাপাশি "পুরুষ" বিষয়ও যুক্ত করা উচিৎ বলে মনে করি এবং তখনই বৈষম্যতা দূর হবে।
নারী অবশ্যই অনেক দূরে যাবে, তবে শুরুতেই পুরুষকে ধাক্কা দিয়ে কিছুটা পেছনে ফেলে নয়।
লেখাগুলো সময় করে পড়বো।
অসামান্য ভাল থাকবেন।
০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪০
আরজু নাসরিন পনি বলেছেন:
বিষয় ভিত্তিক ব্লগ হিসেবে "নারী" এলে সেখানে পুরুষকে ধাক্কা দিয়ে কিছুটা পেছনে ফেলে...কেন? ব্যাপারটা বুঝলাম না।
পুরুষকে কোনভাবে পেছনে ফেলে, হেয় করে, প্রতিপক্ষ মনে করে নারী এগিয়ে যাবে...তেমন কথা "আরজু পনি" বা "আরজু নাসরিন পনি" নিক কখনো বলতে চায় না।
লেখা পড়ার পর আপনার মতামতের অপেক্ষায় থাকবো।
"চন্দ্ররথা রাজশ্রী" নিকটি অনেক সুন্দর।
২৩| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:১০
রুদ্র জাহেদ বলেছেন: ব্লগিংয়ে আলাদা বিভাগ হিসেবে নারী বিভাগ চালু করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না।কারণ জানার আর অধিকার কেড়ে নেওয়ার ব্যাপারটা আমাদের জন্য এখন অনেক উন্মুক্ত বলেই মনে হয়।আর এখন যেভাবে চলছে সেটাই সুষ্ঠ বলে মনে হয় আলাদা নারী-পুরুষ নামের বিভাগের খুব একটা প্রয়োজন নেই বলেই মনে হয় আমার কাছে।
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পুরুষ নামে তো কোন আলাদা
বিভাগ নেই। ব্লগারদেরকে নারী পুরুষ হিসেবে বিবেচনার সুযোগ কম।তাছাড়া আমি মনে করি, বর্তমানে নারীরা যেভাবে এগিয়ে
যাচ্ছেন, তাতে এইভাবে আলাদা কোটা করা মানে তাদের
দুর্বলতাকে স্বীকার করা। নারী অধিকার এবং কোটা কিছুটা স্ববিরোধী বলেই আমার ব্যক্তিগত মতামত।
আমি পুরোপুরি সহমত।সব পোস্ট পড়া হয়নি।তাই প্রিয়তে নিয়ে রাখলাম।সময়করে পড়ে ফেলব।শুভকামনা আমাদের জন্য আপুনি
বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখি...
০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৩
আরজু নাসরিন পনি বলেছেন:
ব্লগারদেরকে নারী পুরুষ হিসেবে বিবেচনার সুযোগ কম...আমি বলি ব্লগারকে নারী বা পুরুষ হিসেবে বিবেচনা করাই উচিত না।
আমি বলিও নি সেকথা।
আশা করি পোস্টগুলো পড়ে মতামত জানাবেন ।
শেষের কথার জন্যে কৃতজ্ঞতা রইল, রুদ্র।
২৪| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:১১
উল্টা দূরবীন বলেছেন: সংকলিত পোস্টগুলো চমৎকার
০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৩
আরজু নাসরিন পনি বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে, উল্টা দূরবীন।
২৫| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:৩২
মিতু রহমান বলেছেন: আমাদের ছেলেবেলা থেকে শুরু করে এই অবধি আমি " নারী" বলে যে বাঁধা পেয়ে এসেছি নিজ ঘর আর আত্মীয়স্বজন থেকে সেগুলো আমার জন্য খুব ভীতিকর এবং কষ্টদায়ক। নিজের ঘর থেকে যদি এই ধারণা বদলাতে না পারি আমাদের উন্নয়ন টা আসবে ধীরে।
ছোট একটা উদাহরণ দেই। আমার মা কদিন আগে বলছিলেন, শিলার বিয়েটা ভেঙে গেছে। অথচ শিলার মা সবাইকে বিয়ের কার্ড ও দিয়ে দিয়েছিল। ফোন করে করে সবার দাওয়াত ক্যান্সেল করছে। কারণ ছেলেটা নেশাসক্ত ছিল। সেটা পরে জানা গেছে। শিলার মা বলেছে আমাদের শিলা শিক্ষিত,চাকুরী করে। বিয়েটাই সব নয়। ভালো (!!!) ছেলে আরো পাবো। ভালো ছেলের সংগা জানি না তাই বিস্ময় সাইন দিলাম, যেমন করে জানি না ভালো মেয়ের সংগা। তখন আমার মা ও বলল শিলা আর ওর মা বাবা ঠিক সিদ্ধান্ত নিয়েছে বিয়ে ভেঙে দিয়ে।মেয়েটা বেঁচে গেছে। অথচ আমার মা' ই আমার এক কাজিন তার হাসব্যান্ডকে ডিভোর্স দেয়ায় অনেক বুঝিয়েছে " মেয়ে মানুষের বিয়ে কয়বার হয়।মেনে নে সন্তান দের দিকে তাকিয়ে"। কি কন্ট্রাডক্টরি! আমার ভাই ছোট থেকে এই পর্যন্ত সমস্ত বিলাসিতা,অন্যায়,সুখ, ভ্রমণ সব কাজে বিনা বাঁধায় এগিয়ে গেছে আর আমি প্রতি কাজে জবাব দিহিতা করেও মায়ের নজরে " ভালো" মেয়ে হতে পারিনি। মাকে বুঝিয়েও তার দৃষ্টি ভংি বদলাতে পারিনি। তবুও বলা দরকার বলে যাচ্ছি। অন্যের ঘরের উদাহরণ দিলাম না যেহেতু নিজে ব্যর্থ হচ্ছি তবুও আশা ছাড়িনি।
তাই বলছি সমাজের পরিবর্তন আনতে হলে নিজের দেখার চোখ আর মনের চোখের পাশাপাশি পরিবারের সদস্যদের চোখকেও বদলাতে হবে।
ভালো থাকুন প্রিয় ব্লগার
০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৫
আরজু নাসরিন পনি বলেছেন:
"নারী" পদে পদে যে বাঁধার সম্মুখিন হয় ঠিক তেমন করে কিন্তু পুরুষরা হয় না...
এই বাঁধা, কষ্ট এসব সামনে না এলে আমরা সচেতন হবো কীভাবে ?
তাই "নারী" বিষয়ভিত্তিক ব্লগ হিসেবে আসা উচিত ।
২৬| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'নারী' আলাদা ভাবে দেখানোর পক্ষে আমিও নই। কাল্পনিক ভালোবাসা ও তাসলিমা আক্তার এ ব্যাপারে ভাল বলেছেন।
পোস্টগুলো একত্র করে খুব ভালো কাজ করেছেন। এরকম আমিও নিজের পোস্ট ও অন্যান্যদের কিছু গুরুত্বপূর্ণ পোস্ট একত্র করে রেখেছি নিজের সুবিধার জন্য।
আপনার এই নিকটা কবে থেকে? যাই হোক, অনুসরণে নিলাম।
শুভেচ্ছা আপু।
০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৩
আরজু নাসরিন পনি বলেছেন:
"নারী" ব্লগার হিসেবে আলাদা ভাবে দেখার পক্ষে আমিও নই...তবে "নারী" বিষয়ভিত্তিক ব্লগ দেখতে চাই।
ভালো লাগলো যে আপনি তাসলিমার মতামতও খেয়াল করেছেন।
নিজের নামে ব্লগিং করার সময় মানুষ সাধারণত তুলনামূলকভাবে সাবধান থাকে...যা ইচ্ছে তাই করতে পারেনা। তাই মাল্টি হিসেবে ফেইক নাম নয় নিজের নামেই নিক নিয়েছি ...যেনো কোন রকম অন্যায়, অসাধু উপায় করার ইচ্ছে নিজের মধ্যে প্রকাশিত হওয়ার সুযোগ কম থাকে।
♣বহুরূপী উপাখ্যান (মাল্টি নামা)♣ এই পোস্টটা দিয়েছিলাম বিগত বছরগুলোতে ব্লগ পর্যবেক্ষণ করে যা মনে হয়েছে তাই লিখেছিলাম। তারপররপই "আরজু নাসরিন পনি" নিকটা খুলেছি।
নিয়মিত থাকবো কিনা জানিনা।
আপনাকে এই নিকে দেখে ভালো লাগছে।
২৭| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১২:৩২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সাধুবাদ জানাই । তুমার কর্মই তুমাকে শ্রেষ্ঠত্ব দান করবেন । ভাল থেকু সব সময় আপুনি।
০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০৪
আরজু নাসরিন পনি বলেছেন:
খুব সুন্দর একটা কথা বললেন...
এই কথাই আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে, প্রিয় সুজন।
আপনিও ভালো থাকবেন ।
২৮| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১২:৪২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Equity r equalityr moddhe parthokko na bujhle mone hobei nari bivager proyojon nai, nari odhikar alada kore bolar proyojon nai.
Different, but similar:
".......if you judge a fish by its ability to climb a tree, it will live its whole life believing that it is stupid.”
০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০৮
আরজু নাসরিন পনি বলেছেন:
আপনার কোট করা কথাটা পড়ে...প্রেগনেন্ট কোন নারীর কথা মনে পড়ে গেল...যাকে সমঅধিকারের দাবী প্রমাণ করতে একজন সবল, সুস্থ পুরুষের সাথে মল্লযুদ্ধের আহবান করা
ইক্যুয়ালিটি বা ইক্যুয়িটি যাই হোক না কেন...সুষম, ন্যায্য হওয়া জরুরী। তাই বিষয় ভিত্তিক ব্লগ হিসেবে "নারী" এটা বোঝঅতেই পারছিনা বেশিরভাগ সহব্লগারকে...যেখানে নারীর প্রতি সচেতন হতে পারি আমরা এমন লেখাগুলো থাকবে ।
উদাহরণ দেয়াটা খুব ভালো হয়েছে।
২৯| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১২:৪৫
বিজন রয় বলেছেন: আপনার বেশ কয়েকটি নিক। কি দরকার, এক নিক থেকে ব্লগিং করলেই তো হয়। পেছনের মানুষ তো একজনই। আপনার হাতে মনে হয় অনেক সময় ব্লগিং করার।
যাহোক আপনার কাজগুলো অর্থপূর্ণ।
শুভকামনা।
০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২২
আরজু নাসরিন পনি বলেছেন:
জ্বি, আমার নিকগুলো ♣বহুরূপী উপাখ্যান (মাল্টি নামা)♣-তে উল্লেখ করা আছে।
কী করবো বলেন...এক নিক থেকে ঘন ঘন পোস্ট দিয়ে স্বস্তি পাই না...সবাই তো আর একরকম নয়।
আপনি এক নিক থেকেই যেই গতিতে ব্লগিং করেন আমি দু'টো থেকেও পারিনা ।
যেই পোস্টেই "আরজু পনি" বা "আরজু নাসরিন পনি" থেকে মন্তব্য করতে চাই সেই পোস্টেই দেখি আপনি আমার আগে মন্তব্য করে ফেলেছেন ... কোন পোস্টে প্রথম হ্ওয়ার বাসনা নিয়ে মন্তব্য করে দেখি আপনি তার আগেই করে ফেলেছেন।
তাহলে বলুন আপনি একটা দিয়েই একশ নিকের গতিতে ব্লগিং করছেন...তবে বিষয়টা খুব ভালো লাগছে এই জন্যে যে কারো লেখায় মন্তব্য করলে সে খুব অনুপ্রাণিত হয়। এই কাজটি আপনি করছেন। আমি নিশ্চিত করে বলতে পারি খুব শিগগীরই "বিজন রয়" নামটি সব ব্লগারদের মুখে মুখে থাকবে ।
আমার কাজগুলো পছন্দ হওয়াতে কৃতার্থ হলাম ।
আপনার জন্যেও অনেক শুভকামনা।
৩০| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১:৪১
মহা সমন্বয় বলেছেন: নারীরা যদি মনে করেন তাদের জন্য আলাদা 'নারী বিভাগ' থাকা প্রয়োজন তাহলে তা করা যেতে পারে। উক্ত বিভাগে শুধু নারী বিষয়ক পোষ্ট থাকবে। কিন্তু সে সিদ্ধান্ত নারীদেরই নিতে হবে আসলেই তারা সকলেই এটা চাচ্ছেন কি না?
ধন্যবাদ।
০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৫
আরজু নাসরিন পনি বলেছেন:
সিদ্ধান্তটা নারীদেরকেই নিতে হবে কেন ?
নারী নির্যাতনের বিরুদ্ধে আপনি মহা সমন্বয় (ধরে নিলাম আপনি পুরুষ নিক) কি সোচ্চার না ? ইভ টিজিং এর বিরুদ্ধে কি কোন পুরুষ কথা বলছে না ? নারীতো পুরুষরই মা-বোন-স্ত্রী...সর্বোপরি সহযাত্রী।
আপনাকেও অনেক ধন্যবাদ।
৩১| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১:৪৯
ফেরদৌসা রুহী বলেছেন: ৪ আর ৬ মন্তব্যের সাথে আমিও একমত।
০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৯
আরজু নাসরিন পনি বলেছেন:
উপরে উঠে দেখে নিতে হলো ৪ এবং ৬ নম্বর মন্তব্যে কী বলা হয়েছে...
মতামত পেয়ে ভালো লাগলো।
তবে নারী নির্যাতন, এবং নির্যাতন প্রতিরোধমূলক ব্যবস্থা, গর্ভবর্তী নারীর স্বাস্থ্য সুরক্ষা, ইভটিজিং এবং টিজিং বিরোধী আন্দোলন এবং ব্যবস্থা...ইত্যাদি যখন একই স্থানে পাবেন তখন কিন্তু নারী নিজের জন্যে তার কন্যা-মাতা ভগ্নী এবং পুরুষের কন্যা-মাতা-ভগ্নী-স্ত্রী-সহযাত্রী সবার জন্যেই কাজের হবে...
প্রিয় রুহী, পোস্টগুলো পড়বেন আশা করি ...অনুরোধ থাকলো।
৩২| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ২:৫১
আমিই মিসির আলী বলেছেন: এ আবাবার কোন পনি!
০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৫
আরজু নাসরিন পনি বলেছেন:
ইনি "আরজু নাসরিন পনি"...হাহাহাহা
৩৩| ০৪ ঠা মার্চ, ২০১৬ সকাল ৭:২০
হামিদ আহসান বলেছেন: ভাল উদ্যোগ......
০৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৩
আরজু নাসরিন পনি বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে, হামিদ আহসান।
৩৪| ০৪ ঠা মার্চ, ২০১৬ সকাল ৭:৪২
অভিমান ইগো এবং ভালোবাসা বলেছেন: এই ধরনের কোটা ভিত্তিক পোস্ট বানিয়ে কোনো লাভ নেই যতদিন মূল্যবোধ , মনুষ্যত্ব ,মানবতা মানুষের কাছে মূল্য না পাবে। নারীদের জন্য শুধু পুরুষরাই উদার হবেন তাদেরকেই মনে করিয়ে দিতে হবে তুমি পুরুষ তুমি নারীদের সন্মান করো, তুমি নারীদেরকে সাহায্য করো অথচ নারীরা নিজেরাই নিজেদেরকে নারী ভাববে, একজন মানুষ না ভেবে। নিজেরাই সংকুচিত হয়ে থাকবে নিজেকে নারী ভেবে, নিজেরাই একে অন্যের দিকে অঙ্গুলি তুলবে তুমি নারী তোমাকে এই এই বিধি নিষেধ মেনে চলতে হবে। বরং মূল্যবোধ , মনুষ্যত্ব ,মানবতাবোধ নারী পুরুষ নির্বিশেষে উন্নয়নের চিন্তা করা হোক।
স্টিকি পোস্টের মত বিষয় বা কোটা ভিত্তিক নারী পোস্টগুলি নাকের ডগায় ঝুলিয়ে রেখে যদি নারী রক্ষা পায় তবে নারীর উন্নয়ন হবেনা। এখানে মনুষত্বের উন্নয়ন প্রয়োজন। এ উন্নয়ন, এ চর্চায় নারী পুরুষ নেই বরং নারী নারী করে আলাদা অবস্থান চেয়ে বরং নারীরাই নিজেদেরকে ছোট করে ফেলছেন।
০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৩
আরজু নাসরিন পনি বলেছেন:
কোটা ভিত্তিক পোস্ট মানে কিন্তু বুঝলাম না।
ইভটিজিং এর শিকার যারা তারা যদি মুখে কুলুপ এঁটে বসে থাকতো, নির্যাতন, সন্ত্রাসের খবর যদি প্রচারিত না হতো তবে কিন্তু আমরা জানতে পারতাম না এবং এসবের বিরুদ্ধে সোচ্চারও হতে পারতাম না।
পিছিয়ে পড়া বিষয়গুলো যত সামনে আসবে, যত কথা হবে যত সংরক্ষণের ব্যবস্থা থাকবে ততই কিন্তু সমাধানের পথ বেরুবে...
নারী ভেবে সংকুচিত নয়...বরং নারী হ্ওয়ার কারণে যে সব সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তা বেশি প্রকাশ পাক যেনো তার আশু সমাধানের কথা সমাজের সচেতন মানুষ ভাবতে পারে ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে প্রথমে উইমেন স্টাডিস কিন্তু এমনি এমনি খোলে নি...পরবর্তীতে যা উইমেন এ্যান্ড জেন্ডার স্টাডিজ নামে আছে...এই ডিপার্টমেন্ট কি নারীকে সংকুচিত হতে শিখাচ্ছে ? অবশ্যই না...বরং নারীর চলার পথকে আরো প্রশস্ত করে দিচ্ছে যেমন প্রশস্ত পথ পুরুষের...
আপনার বিস্তারিত মতামত পেয়ে ভালো লাগলো ।
ভালো থাকুন সবসময়।
৩৫| ০৪ ঠা মার্চ, ২০১৬ সকাল ১১:৪৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপু আমি আপনার সাথে একমত ----- আর হ্যা আরজু পনি একটা শক্তিশালী নিক সাথে তার প্রোপিকটাও, যখনই আপনার প্রোপিকটা দেখি আমি মন হতে ভরসা পাই/মনে খুঁজে নেই শক্তি ----
জেন্ডার নিয়ে কাজ করছি অথচ তেমন লেখাই দিচ্ছি না -- ভাবছি ! লেখা দিব কিছু ব্যসিক বিষয় নিয়ে --
শুভকামনা রইল
০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৩
আরজু নাসরিন পনি বলেছেন:
লিখুন প্লিজ...নিজের মাঝে রেখে দিলে সবাই জানবে কেমন করে বলুন...
আমি নিজেও জানতে চাই...পড়তে চাই আপনার জেন্ডার বিষয়ক লেখা ।
আপনার জন্যেও অনেক শুভকামনা রইল।
৩৬| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:২৩
গুলশান কিবরীয়া বলেছেন: প্রথমেই আপনাকে জানাই যে আমি নারী অধিকারের বিপক্ষে নই মিতা । আমার দৃষ্টি ভঙ্গিটা হয়তো সামান্য ভিন্নতর আপনার থেকে । পড়লাম তাদের দৃষ্টিভঙ্গি ...
equity এবং equality এর মধ্যে পার্থক্য অনেক । equality হোল সমতা আর equity কে সহজ ভাষায় বলা যেতে পারে ন্যায়বিচার । অনেকে নারীকে অতিরিক্ত সুবিধা দিয়ে পুরুষের সমান্তরালে নিয়ে আসাকে ন্যায়সঙ্গত অথবা ন্যায়বিচার মনে করেন । কিন্তু আমার কাছে এটাকে ন্যায়বিচার মনে হয় না । আমার কাছে এটাকে সুযোগ সন্ধানী আচরণ বলে মনে হয় এবং এটা পুরুষদের প্রতি অন্যায় বলেও মনে হয় । আমার কাছে নারীকে কখনোই দুর্বল মনে হয় না , নারী যথেষ্ট সবল এবং যথেষ্ট পরিমাণে যোগ্য । নারীকে এতদিন এটাই বিশ্বাস করানো হয়েছে যে নারী অবলা , নারীর শক্তি সম্পর্কে জানতেই দেয়া হয়নি ।
নারীর শুধু প্রয়োজন নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়া । সুযোগ ভিক্ষা করার তো কোন প্রয়োজন নেই । আমি চাই নারী নিজের যোগ্যতায় তার ন্যায্য পাওনা আদায় করবে , অতিরিক্ত সুবিধার কোনই প্রয়োজন নেই । আর এই সচেতনতার প্রশ্নে অনেক কথা আসতে পারে । আমি বিস্তারিত অন্য কোন সময় জানাবো আমার আরও কিছু অভিমত ।
উত্তরের অপেক্ষায় ...
০৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:০৫
আরজু নাসরিন পনি বলেছেন:
মিতা, ইক্যুয়িটি বা ন্যায়বিচার বা ন্যায্যবিচার বা জান্টিস বা ফেয়ারনেস বা সাম্য যাই বলুন...এগুলো যখন সঠিকভাবে প্রতিষ্টিত হবে আমার কাছে তাই তখন সমতা।
আমি বাসে সংরক্ষিত নারী আসন চাই না। আমি চাকরীতে নারীদের আলাদা কোটা চাই না। আমার এই না চাওয়ার লিস্টি অনেক লম্বা।
কিন্তু এই যে বললেন নারীর শুধু প্রয়োজন নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়া...নিজের অধিকার সম্পর্কে নারী সচেতন হবে কীভাবে ? কে তাকে সচেতন করবে? সে কোথায় সুযোগ পাবে সচেতন হতে? খুব কম সংখ্যক নারীই সচেতন বা নিজের অধিকারের খবর রাখে। বেশিরভাগে নারী জানেই না কিসে তাদের অধিকার আছে আর কিসে নেই। যারা জানে তাদের জানার সুযোগ কিন্তু পরিবার থেকে , পারিপার্শ্বিকতা থেকে। যা অনেকের সুযোগ নেই।
সুযোগ না থাকলে কিন্তু জানতে পারবে না।
ব্লগে যদি একটা বিশেষ নামে আর্কাইভ থাকে যাতে নারী অধিকার সম্পর্কিত লেখা, নারী নির্যাতন এবং নির্যাতন বিরোধী কাজ কী হচ্ছে সেই সম্পর্কিত পোস্টগুলো , নারী সুরক্ষা আইন নিয়ে লেখা পোস্টগুলো সংরক্ষিত থাকতো তবে কিন্তু তা থেকে নারী সহজেই জেনে নিতে পারতো...বলবেন কয়জনই ্ওসব দেখে? যে কয়জন দেখে তাতেই লাভ। এতে নারী যেমন সচেতন হতে পারবে পুরুষ্ও তেমনি আবার ভাবতে বসবে তার কাছের, পাশের নারী নিয়ে...এটাতে কিন্তু কাউকে হেয় করা হচ্ছে না...বরং নারী-পুরুষ সবার জানার পথকে প্রশস্ত করে দেয়া মাত্র।
আশা করি আরো অনেক কথা হবে...
একবার বিশাল এক মন্তব্য লেখার পর ব্রাউজার ডাউন হয়ে গেল...মাথায় হাত দিয়ে ভাবছিলাম আবার কী লিখবো, কেমন করে লিখবো...তারপরও চেষ্টা করলাম জানাতে...
আপনার মন্তব্যে একটা ব্যাপার পরিস্কার হলো যে এই বিষয়ে আপনার ধারণা খুবই স্বচ্ছ...যাতে রীতিমতো মুগ্ধ হলাম।
৩৭| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আইডিয়া পছন্দ হইছে।
০৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:১১
আরজু নাসরিন পনি বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে, কান্ডারি অর্থব ।
ভালো থাকুন ।
৩৮| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৩:৫৬
প্রবাসী পাঠক বলেছেন: পোস্টের শেষে কর্তৃপক্ষের নিকট একটি দাবী জানানো হয়েছে। কিন্তু এর বিপরীতে যে ধরনের কমেন্ট এসেছে তা দেখে সত্যিই বিস্মিত হলাম!
বিষয় ভিত্তিক ব্লগ - জিনিসটা আসলে কি? কোন একটি নির্দিষ্ট বিষয়ের উপর আসা পোস্টগুলো একত্রিত করে একটি জায়গায় সংরক্ষণ করা। এছাড়া আর কি গুরুত্ব আছে? বিষয় ভিত্তিক ব্লগে নতুন কোন শাখা এড করলে কি, পাঠক বাড়ে নাকি? অনেকেই দেখলাম এই চাওয়ার বিপরীতে পুরুষ বিভাগের কথাও বলছেন, তাদের সমর্থন আবার অনেকেই করেছেন! পোস্টে আসলে কি দাবী করা হয়েছে তা মনে হয় উনাদের কাছে স্পষ্ট নয়। নারী বিষয়ক ব্লগে কি নারী ব্লগারদের আলাদা সুবিধা দেয়ার কথা বলা হয়েছে! নাকি নারীর স্বাস্থ্য, শিক্ষা, অধিকার নিয়ে লেখাগুলো একটি আলাদা বিভাগ করে সংরক্ষনের কথা বলা হয়েছে। এই বিষয়ে তো নারী, পুরুষ উভয়েই লিখতে পারে।
বিষয় ভিত্তিক ব্লগে আসলে কখনোই যাওয়া হয় না। আজ একটু ঘুরে দেখলাম কি কি বিষয় আছে সেখানে। ট্রু কলার নামে আলাদা একটা বিভাগ দেখলাম। আমার ক্ষুদ্র জ্ঞানে এই বিভাগ এর কাজ এবং গুরুত্ব কিছুই বুঝলাম না। আপনারা কেউ যদি জানেন প্লিজ একটু জানাবেন এই ট্রু কলার বিভাগের গুরুত্ব কি?
১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৬
আরজু নাসরিন পনি বলেছেন:
বেশিরভাগই ব্যাপারটা কেন বুঝলো না সেটাই চিন্তার বিষয়!
ব্লগারদের মধ্যে আলাদা করার কোন কিছুই ছিল না এই পোস্টে।
শুধুই অনেকগুলো বছর, যুগ থেকে পিছিয়ে পড়া নারীদেরকে সামনে এগিয়ে আসার পথকে সুগম করতে কিছু একটা উদ্যোগ...
নারী সম্পর্কিত পোস্টগুলো একসাথে থাকলে সহজেই চোখে পড়বে...নারী, পুরুষ সবাই ভাবতে পারবে...
আপনার মন্তব্যটা এই পোস্টে আলোর দিশারী হয়ে রইল।
অনেক কৃতজ্ঞতা রইল, এতো সুন্দর করে বুঝিয়ে বলার জন্যে।
৩৯| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৮
আরজু নাসরিন পনি বলেছেন: @প্রবাসী পাঠক, ফেসবুকে একজনকে ইনবক্সে প্রতিউত্তরে বলেছিলাম, তার নাম দিতে চাইছিনা যদি সে কিছু মনে করে তাই...
নারী ব্লগাররা ওই বিষয় ভিত্তিক ব্লগ নারীতে লিখবে আমি কিন্তু তা বোঝাইনি।
কে নারী কে পুরুষ তা আমার /আমাদের জানার দরকার নেই।
যখন এমন কোন পোস্ট আসবে যেই পোস্টের কন্টেন্ট নারী প্রসঙ্গে থাকবে শুধু সেই পোস্টগুলো যেন "নারী" আর্কাইভে জমা থাকে ।
এখন ব্লগে উঁকি দিয়ে আপনার মন্তব্যটা দেখে ভালো লাগলো।
৪০| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৬
অপর্ণা মম্ময় বলেছেন: মন্তব্যগুলো পড়তে আর ব্লগারদের অংশগ্রহণে ভালো লাগছে।
১৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৬
আরজু নাসরিন পনি বলেছেন:
এই পোস্টের মাধ্যমে ব্লগিং এর দারুণ স্বাদ পেলাম।
কেচাল নয়...কিন্তু যুক্তি পাল্টা যুক্তি বেশ লেগেছে।
সাথে থাকার জন্যে অনেক ধন্যবাদ ।
৪১| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১৯
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ধন্যবাদ,
আপনার নিকটাও অনেক সুন্দর।
গরীবের ব্লগ থেকে ঘুরে আসার আমন্ত্রন রইল।
কেবলমাত্র "নারী" বিষয়কে যুক্ত করা আর পুরুষকে জোরপূর্বক একধাপ পেছনে ফেলা একই রকম লাগছে।
১৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:০৯
আরজু নাসরিন পনি বলেছেন:
মতামত দেবার জন্যে অনেক ধন্যবাদ, রাজশ্রী।
এখানে মন্তব্যগুলো আর তার উত্তর গুলো পড়ে দেখার অনুরোধ করছি।
আপনার ব্লগ ভ্রমণ এবং একাধিক পোস্টে মন্তব্য করা হয়েছে...
অনেক ভালো থাকুন ।
৪২| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আবারও সেইম কথা, If you can't see why we're exclaiming this, you are part of the problem.
উপরে যারা বলছেন যে নারীদের নিজেদের অধিকার জানা দরকার, বাট অ্যাট দ্যা সেইম টাইম, নারী অধিকার নিয়ে কথা বললেই শুরু হয়ে যায় তাদের 'নারী হিসেবে আলাদা করার দরকার নাই, সবাই মানুষ' ব্লাহ ব্লাহ। ভাই নারী অধিকার নিয়ে কথা বললেই থামিয়ে দেয়া হয়, তো নারীরা জানবে কিভাবে তাদের অধিকার সম্পর্ক। নাকি এটাই আপনাদের অ্যাজেন্ডা?
পুরুষ নামে কোন বিভাগ নাই। কয়টা পুরুষকে বাল্যবিবাহ দেয়া হয়, কয়টা পুরুষের মুখে অ্যাসিড ছোড়া হয়? রাস্তায় টিজড হয় কয়টা পুরুষ? পুরুষের স্যালারী কেন নারীর চেয়ে বেশি? এজন্যই উপরের ব্ল্যাক লাইভস ম্যাটার এর পিকচারটা দিয়েছিলাম। আগে তো ইকুইটি প্রতিষ্ঠা হবে। ঠিক সেই কারণেই আরজু পনির এই পোষ্ট। সেটা বোঝার ক্ষমতা না থাকলে, ইউ আর পার্ট অব দ্যা প্রবলেম।
যারা বলছেন নারী বিভাগ যুক্ত করা মানে পুরুষদের একধাপ পিছনে ফেলা, আরে ভাই এই সমাজে পুরুষকে এক ধাপ পিছনে ফেললেও সেটা নারীর ধাপের চেয়ে অনেক বেশি উপরে। আর এখানে পুরুষকে পিছনে ফেলার কোন কথাই বলা হয়নি। আপনাদের ইনসিকিউরিটি= ইউ গাইজ ইয়উরসেলফ আর নট উইলিং টু এস্টাবলিশ ইকুয়ালিটি।
@আরজু পনি, এই পোষ্টের কমেন্টগুলোই এই সমাজের সমস্যার উদাহরণ।
১৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:১৭
আরজু নাসরিন পনি বলেছেন:
নারী একা কেন জানবে পুরুষরাও জানবে নারীদের প্রয়োজন, অধিকার.।কেননা তারাও কারো বাবা, ভাই, সন্তান, বর...
আমি কী বলতে চেয়েছি তা অনেককেই বোঝাতে সক্ষম হইনি...যারা বোঝেন তারা নিজে থেকেই জানেন আগে থেকে...আপনাদের এই কয়েকজনই আশাকরি এগিয়ে আসবেন পরিবর্তনের পথে...
শুরুটা হোক সমস্যাক্রান্ত.।তবুও যেতে হবে বহুদূর।
আমার এই নিকের প্রথম পোস্টটা দেখার অনুরোধ রইল...
অনেক শুভকামনা রইল।
৪৩| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আরজু পনি বলেছেন,
কখনো প্রয়োজন বোধ করলে "পুরুষ" বিষয়ভিত্তিক ব্লগেরও আবেদন করবো যখন আর নারীরা রেপড হবেনা...পুরুষরা হবে।
যখন রাস্তা ঘাটে ইভ টিজিং নয় এডাম টিজিং এর কারণে আপনাদের যাতায়াতের নিরাপত্তা বাধাগ্রস্থ হবে।
যখন ঘরে নারী নয় পুরুষরা নির্যাতিত হবে...তখন বৈষম্যহীনতার দাবীতে "পুরুষ" বিভাগ খোলার আবেদন অবশ্যই জানাবো ।
রাইট...
১৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৩
আরজু নাসরিন পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, স্বর্ণা।
৪৪| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৩
ইমরাজ কবির মুন বলেছেন:
ভারী কাঠের জিনিষ পড়বে না ভয় নাই।
আমাদের বাসায় এটা আসে।
১৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩১
আরজু নাসরিন পনি বলেছেন:
অনেক সুন্দর সেলফ।
অনেক ধন্যবাদ, পি কা চু।
৪৫| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৪
অভিমান ইগো এবং ভালোবাসা বলেছেন: কোটা ভিত্তিক মানে আপনি যা চেয়েছেন। আলাদা করে নারী বিষয়ক পোস্ট। ইভটিজিং এর শিকার কারু খবর বা নির্যাতন সন্ত্রাসের খবর প্রচার করতে আলাদা বিভাগ লাগবে? কেনো?
এটা কি ব্লগে অন্যান্য বিষয়গুলোর মাঝেই আসতে পারে না? বরং আলাদাভাবে সেসব পোস্টকে কোনঠাসা করে ফেলাটাই কি বোকামীর সামিল না?
নারীদের সমস্যা গুলো জনসন্মুখে অবশ্যই আসা প্রয়োজন আর তাতে পুরো প্লাটফর্ম ছেড়ে আলাদা কোনো বিভাগের প্রয়োজন কেনো সেটাই বুঝলাম না। এতে বরং নারীরা যে পিছিয়ে আছে সেটার প্রতিই এক প্রকার দরদ দেখানো হবে।
অন্যায়ের প্রতি আমাদের সোচ্চার হতে হবে। সে নারী পুরুষ নির্বিশেষেই হতে হবে । একজন নারীও যেমন সমাজের মূল্যবান নাগরিক তেমনই একজন পুরুষও। এখানে অন্যান্য সকল সুযোগ সুবিধার পাশাপাশি সমস্যাগুলো নিয়েই এমন রাষ্ট্রীয় বৈষম্য সৃষ্টির কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না।
যতদিন নারীদের মূলধারায় নিয়ে আসা যাবে না ততদিন এসব কোটা সিস্টেম বা আলাদা বিভাগ বানিয়ে সমস্যা তুলে ধরা যেতে পারে তবে এতেও নিজেদের বৈষম্যতাকেই স্বীকার করে নেওয়া হবে।
১৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩৫
আরজু নাসরিন পনি বলেছেন:
প্রচার করতে আলাদা বিভাগ করতে অনুরোধ করিনি... এখন বর্তমানে যে বিষয়গুলো আছে বিষয় ভিত্তিক ব্লগে সেগুলোতে কিন্তু সেই বিষয়ের পোস্টগুলো সংরক্ষিত থাকে...আগ্রহীরা সেখান থেকে পোস্ট পড়ে নিতে পারেন।
নারীরা এতোটাই এখনো পিছিয়ে আছে যে তাদের স্বাধীকারের জন্যে অনেক কাজ করার বাকী আছে। মূলধারায় আনার জন্যেই সাময়িকভাবে এই বিশেষ ব্যবস্থা। এখানে নারী আলাদা কোন সুবিধা পাচ্ছে না...শুধু সেই বিষয়গুলো সংরক্ষিত থাকবে।
ধন্যবাদ।
৪৬| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩৭
প্রবাসী পাঠক বলেছেন: @অভিমান ইগো এবং ভালোবাসা ,
বিষয় ভিত্তিক ব্লগ জিনিসটা কি আগে এটা বুঝতে হবে। এই বিষয় ভিত্তিক ব্লগে বিভাগ খোলা মানে কোন এক্সট্রা সুবিধা দেয়া না। এটা এক ধরনের সংকলন বলা চলে। সংকলন পোস্ট যেমন তারিখ অনুযায়ী পিছনে চলে যায় বিষয় ভিত্তিক ব্লগে এই সংকলনগুলো একটি নির্দিষ্ট অবস্থানে থাকে। এই বিষয় ভিত্তিক ব্লগে আলাদা বিভাগ খোলার মানে এই নয় সেখানে যাওয়া লেখাগুলো প্রথম পাতা থেকে বেশি কোন সুবিধা পাবে।
১৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩৭
আরজু নাসরিন পনি বলেছেন:
বিষয় ভিত্তিক ব্যাপারটাই বোঝাতে পারলাম না...সীমাবদ্ধতা হয়তো আমারই।
আপনার মতামতে আশা করি কিছুটা হলেও বুঝবেন।
পাশে থাকার জন্যে অনেক ধন্যবাদ, প্রবাসী।
ভুল পথে গেলে আশা করি পরামর্শ পাবো।
শুভকামনা রইল।
৪৭| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৬
তাসলিমা আক্তার বলেছেন:
আজ আবার পোস্টটাতে আসলাম এবং দেখলাম আমার নাম কয়েকবার এসেছে, তাই আবারো লিখছি। অনেকেই ব্লগে “নারী বিষয় যুক্তে”র বিরোধীতা করেছেন। সবাই অনেক গুরুত্বপুর্ন মত দিয়েছেন, সুন্দর সুন্দর কথা বলেছেন। সবার গুলোতো আর উল্লেখ করা সম্ভব না, আমি দুজনের চন্দ্ররথা রাজশ্রী ও গুলশান কিবরীয়া র নাম ধরে বলছি, নারী বিভাগ যুক্ত করা হলে পুরুষকে ধাক্কা মেরে পেছনে ফেলে দেয়া হয়না। এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন, বাংলাদেশে নারীরা এখনো এত বেশি পিছিয়ে আছে যে আরো কয়েক ধাপ এগিয়ে দিলেও নারী পুরুষের সমানে আসবেনা।
বিষয়টা নির্ভর করছে স্থান এবং কালের উপর। উন্নত বিশ্বগুলোতে নারীদের এখন আর এসব নিয়ে ভাবতে হচ্ছে না। তারা ইকুয়েল কনসেপ্টে অলরেডি পৌঁছে গেছে। “ট্রেইন রীক” মুভিটা দেখার অনুরোধ করবো।
আমার দেশেও অনেক নারীরা কিন্তু এগিয়ে গেছে। যদি আমার কথাই বলি, আমি এসব ঝামেলাকে গা ঝারা দিয়ে ফেলে দিতে পারি। কিন্তু সব নারী কি পারে বা পারছে। উত্তর হলো “না”। আর এই “না” কে “হ্যা” বানানোর জন্যই এখনো বিষয় যুক্তির কথাটা আসছে। বাসের সীট, নারী কোটা এসব কোনো কিছুরই দরকার হবে না, যখন নারীকে ইকুয়েল লেভেলে পৌঁছে দেয়া যাবে। একজন দুজন নারী নয় শতভাগ নারীকে উচ্চতায় পৌঁছে দিতে এখনো পথ যোজন দূর। ইকুইটি আর ইকুয়ালিটি কনসেপ্টকে আরো ক্লিয়ার করার জন্য একটি ছবি সংযোজিত করা হলো-আমি জানি সবাই জানে তারপরও।
এখনো অনেক নারী মনে করেন, খোদার পরে স্বামী, সো পুরুষের সেবা নিমিত্তেই জীবন কাটিয়ে দিতে হবে। আরে পাগল, এটা ঠিক না। নারী নিজেই পুর্নাংগ একজন মানুষ। এই অধীকার প্রতিষ্ঠার জন্য, নারীকে সচেতন করার জন্য বিষয় যুক্তির প্রশ্ন আসছে।
এই বিষয়ে লিখতে গেলে আমি থামতে পারিনা। মন্তব্য এতো দীর্ঘায়িত করা ঠিক না। থামলাম। সবাই ভালো থাকেন। শুধু অনুরোধ করবো বুজতে, স্থান এবং কালের ভাবনাটা মাথায় রেখেই সম্ভবত আরজু নাসরীন পনি বিষয় যুক্তির কথাটা এনেছেন।
ভালো থাকেন সকলে। বিজয়ের মাসের শুভেচ্ছা।
১৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩৯
আরজু নাসরিন পনি বলেছেন:
ক্লাসে এই ছবিটা অনেকবারই আঁকতে হয় বুঝানোর সুবিধার্থে।
দারুণ একটা উদাহরণ দেবার মতো ছবি।
আপনি অসাধারণ করে বলেছেন...আশা করি অনেকেই বুঝতে সক্ষম হবেন ।
বিজয়ের মাসের শুভেচ্ছা আপনার জন্যেও ।
৪৮| ০৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
গুলশান কিবরীয়া বলেছেন: মুগ্ধ হলাম অসাধারণ প্রতিউত্তরে । আপনি অতি সুচিন্তিত এবং একজন অতি বুদ্ধিমতী মানুষ ।
অবশ্যই প্রচার করতে হবে । জানতে দিতে হবে অধিকার গুলো , জাগ্রত করতে হবে অধিকার বোধকে । আলাদা মহিলাংগন থাকতে পারে এতেও কোন সমস্যা থাকা উচিৎ না কারো । আপনার এই পোস্ট এর প্রেক্ষিতে অনেকগুলো অপ্রাসঙ্গিক মন্তব্য চলে এসেছে । আমার প্রথম এবং দ্বিতীয় মন্তব্যটি আমি আসলে মন্তব্য গুলো পড়েই মন্তব্য করেছিলাম । আমি কোনই সমস্যা দেখি না আলাদা করে নারী জাগরণের জন্য কাজ করলে । আপনি যে পয়েন্ট গুলো বললেন সেগুলো অনেক যুক্তিযুক্ত । আমার শুধু আপত্তি আলাদা কোঠা করে নারীদের বিশেষ সুবিধা ভোগে । বিশেষ সুবিধার তো কোন প্রয়োজনই নেই । আমি চাই নারীরা পরিশ্রম করে তার আসন অর্জন করুক । আপনার মন্তব্য পড়ে সুস্পষ্ট ধারনা হোল যে আপনিও এভাবেই ভাবেন - ভালো লাগলো ।
কিছু কিছু সময় দেখা যায় কেউ কেউ প্রয়োজনের অতিরিক্ত আন্দোলিত হয়ে বেশ অফেন্সিফ হয়ে পড়ে - এই জিনিস গুলো ভালো লাগে না । এটা অপরিপক্বতা । নারীরা তার ন্যায্য পাওনা বুঝে নেক এটা আমি অবশ্যই চাই , কিন্তু সঠিক পথে ।নারীরা আলোকিত এবং সাফল্যমণ্ডিত হোক ।
১৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪৯
আরজু নাসরিন পনি বলেছেন:
নারীরা নিজের যোগ্যতা দিয়েই অর্জন করুক নিজের অবস্থান...সেটাই।
শুধু চাওয়া এই যে, যোগ্য হবার পথটা যেনো আর সবার মতো সুগম হয়...।
তবে এটা ঠিক অনেকে সুবিধা পেতে গিয়ে স্বেচ্ছাচারিতা করে...এটা আমারও ভালো লাগে না।
মন খুলে কথা বলার জন্যে অনেক অনেক অনেক ধন্যবাদ, মিতা।
৪৯| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৪
অগ্নি সারথি বলেছেন: কর্তৃপক্ষের কাছে নিবেদন:-বিষয় ভিত্তিক ব্লগে "নারী" বিষয় কি যুক্ত হতে পারে না? - আমিও একই দাবী জানিয়ে গেলাম।
১৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫১
আরজু নাসরিন পনি বলেছেন:
আর্কাইভে রাখার বিশেষ ব্যবস্থা করা যায় কিনা আশা করি কর্তৃপক্ষ তা ভেবে দেখবেন ।
অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল, অগ্নি সারথি।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৯:২৬
তার আর পর নেই… বলেছেন: হ্যাঁ, যুক্ত হওয়া উচিত।
ভার্জিনিয়া উলফ বলেছিলেন, নারী মহাজগতের আলোচিত প্রাণী। নারী যখন আলোচিত প্রাণী তাহলে তার আলাদা অবস্থানও থাকা দরকার। কেনই বা সে শুধু নির্যাতিত পর্যায়ে আলোচিত হবে?