নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

তুমি মানুষ নও

১৩ ই জুলাই, ২০১৭ রাত ১০:৪৯



[আয়েশা লতিফ কর্তৃক শিশু সাবিনার ওপর অমানবিক শারীরিক নির্যাতনের প্রতিবাদে।]

প্রথম যখন তোমাকে দেখেছিলাম
এক নিটোল সুশ্রী নারী মুখ
পরিপাটি চাকচিক্যময় বেশভূষা
চেহারাতেও আভিজাত্য সুস্পষ্ট
সর্বোপরি এক আকর্ষণীয়া
অভিজাত রমণী তুমি
প্রথম দর্শনেই ভাল লাগার মতো;
আমিও অন্য অনেকের মতোই
মুগ্ধ হয়েছিলাম তোমার রূপে।
তারপর যখন জানতে পারলাম
শুধুমাত্র একটি ডিম পোচ
যথাযথভাবে করতে না পারার
জন্য তুমি তোমার সন্তানসম
শিশু গৃহপরিচারিকার সারা শরীর
ঝলসে দিয়েছ আগুন তপ্ত খুন্তির
ছ্যাঁকা দিয়ে, রুটি বানানোর
বেলন দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে
রক্তাক্ত ক্ষতবিক্ষত করেছ
বীভৎস পৈশাচিক উন্মাদনায়!
আর আমার তখন মনে হলো
ওই সুন্দর মুখটা আসলে কোনও
মানুষেরই মুখ নয়,
ওটা ভয়ানক কুৎসিত এক
ডাইনির মুখ,
প্রেতলোক থেকে পালিয়ে এসে
ভর করেছে মানুষের শরীরে।
আমি তখন তোমাকে ছাপিয়ে
তোমার ভিতরের সেই কুৎসিত
চেহারাটা পরিষ্কার দেখতে পাচ্ছিলাম,
ক্রূর বিকটদর্শন এক ডাইনি।
উফ কী ভয়ঙ্কর, কী বীভৎস!
জীবনে আমি আর দ্বিতীয়বার
দেখতে চাই না ওই মুখ!
না না তুমি মানুষ নও,
তুমি কিছুতেই মানুষ হতে পার না
একটা ক্ষতিকর অশুভ প্রেতাত্মা তুমি
ডাইনি, ডাকিনী, পেত্নী, পিশাচী
এরকম কোনও নাম তোমার;
মানুষের বেশে এই সবুজ শান্তির
পৃথিবীতে নষ্ট, অভিশপ্ত বিচরণ!
না তুমি মানুষ নও
তুমি মানুষ হতে পার না।

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ১০:৫৩

তোমার জন্য মিনতি বলেছেন: ওরা বড়লোক ভাই!! আবার সেনাবাহিনীর বউ, উনাদের নিচে উপরে সব জায়গায় বেশি বেশি!

বিচার দেখার অপেক্ষায় আছি, দেখি কি হয়

১৪ ই জুলাই, ২০১৭ রাত ১:০২

অর্ক বলেছেন: ধন্যবাদ তোমার জন্য মিনতি। মানুষ জেগে উঠলে বিচার না হয়ে পারে না! সুতরাং হাল ছেড়ে দিবেন না বরং সোচ্চার ও প্রতিবাদী হন।

২| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ১১:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এই নাগিনী কুৎসিত মহিলার উপযুক্ত বিচার দেখার আশা করছি।
দেখি বিচারবিভাগ কেমন নিরপেক্ষ বিচার করেন।

ভালো বলেছেন ভাই।

১৪ ই জুলাই, ২০১৭ রাত ১:০৬

অর্ক বলেছেন: ধন্যবাদ নাঈম জাহাঙ্গীর নয়ন। আপনাকেও বলছি, মানুষ জেগে উঠলে বিচার না হয়ে পারে না! সুতরাং হাল ছেড়ে দিবেন না বরং সোচ্চার ও প্রতিবাদী হন। ঐক্যবদ্ধ মানুষের শক্তির কাছে ওরা নস্যি।

৩| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩০

শাহরিয়ার কবীর বলেছেন: ঘুমান্ত মানুষকে জাগ্রত করা যায় কিন্তু জাগ্রত মানুষকে কখনো জাগ্রত করা যায় না !! ভালো করে খেয়াল করে দেখবেন, অনেক আয়েশা লতিফের মত মুখোশধারী সমাজে বতমানে, প্রথম সারির মানবতাবাদী সেজে বসে আছে। সব অভিনয় । সাবিনারা আর কতকাল ওদের হাতে মার খাবে; এ প্রশ্নের উত্তর বা কে জানে !! X((

সাবিনার ওপর অমানবিক শারীরিক নির্যাতনের বিচার চাই ।

১৪ ই জুলাই, ২০১৭ রাত ১:০৯

অর্ক বলেছেন: খুব সুন্দর বলেছেন শাহরিয়ার কবীর। ওরা দুষ্টক্ষত এই সমাজের। ওদের থেকে মুক্তি চাই। ধন্যবাদ ও আন্তরিক শুভকামনা।

৪| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩৪

চাঁদগাজী বলেছেন:


এই মহিলার চেহারার সাথে শিক্ষার সমন্ময় ঘটেনি; সবকিছুর পর, মানুষের স্নেহ পায় যেন মহিলা, জীবনে যেন মানুষ হয়।

১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৪

অর্ক বলেছেন: নিশ্চয়ই। আমার প্রতিবাদ কেবল তার ক্ষণিকের নারকীয়, দানবীয় সেই কৃতকর্মের জন্য। হয়তো কারও কাছে সে একজন মমতাময়ী মা, বোন, কারও ঘর আলো করা লক্ষ্মী দয়িতা, কারও প্রাণপ্রিয় বন্ধু!
সেসব বিবেচ্য নয়। আমি তার কৃত অপরাধের যথাযথ শাস্তি দেখতে চাই। পরবর্তী কালে আশা করি অনুতপ্ত হয়ে সুস্থ জীবনযাপন করবে। তার প্রতি আমারও শুভকামনা।
আমার প্রতিবাদ কেবল তার ক্ষণিকের সেই নারকীয়, দানবীয় কৃতকর্মের জন্য।
ধন্যবাদ চাঁদগাজী।

৫| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩৭

চাঁদগাজী বলেছেন:


এটর্ণী জেনারেলের উচিত এই মহিলার থাকে সাবিনার লেখাপড়ার খরচ নেয়া, ও সাবিনাকে পড়ানো।

১৪ ই জুলাই, ২০১৭ রাত ১:১৭

অর্ক বলেছেন: সাবিনাদের জন্য কিছু করুক রাষ্ট্র।

৬| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪১

আহা রুবন বলেছেন: আমার মনে মনে একটি গবেষণার বিষয় আছে। সেটি হল নারীরা দু:স্থ থাকা পর্যন্ত থাকে মমতাময়ী। কিন্তু যেই-না অর্থশালী হয়ে উঠল ওমনি সে হয়ে যায় ডাইনি। কারণটা কী?(সবাই নয়, তবে বেশির ভাগই তাই)

১৪ ই জুলাই, ২০১৭ রাত ১:২৪

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ আহা রুবন। হয়তো ঠিকই বলছেন আপনি! সবার শুভবুদ্ধির উদয় হোক। জয় হোক মানুষ ও মানবতার।

৭| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১:৩৭

মিঃ আতিক বলেছেন: কবি মযাম্মেল হকের কবিতার লাইন মনে পরলঃ



মাকাল ফলটা হিঙ্গুল বরন
দেখতে বড়ই চমৎকার
অন্তরে তার পুড়িস পোড়া
বুদবু সহে সাধ্য কার।

১৪ ই জুলাই, ২০১৭ রাত ১:৪৬

অর্ক বলেছেন: ধন্যবাদ মিঃ আতিক! কবিকে শ্রদ্ধা জানাই, যথার্থই লিখেছেন। শুভকামনা রইলো।

৮| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ২:৩৪

ওমেরা বলেছেন: মানবচরিত্রের একটি খারাপ দিক রাগ, কারো রাগ যখন মাত্রা ছাড়িয়ে যায় তখন সেটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ক্রোধান্বিত মানুষ বেসামাল হয়ে যায়, তখন অন্যের ওপর জুলুম করে। রাগের কারণে মনের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে, তখন খুনখারাবি পর্যন্ত হয়ে যায়, ঘরসংসার ভেঙে যায়। শয়তান রাগের ইন্ধন জোগায়, কারণ রাগ আসে শয়তানের পক্ষ থেকে। ক্রোধ নিবারণ অপরিহার্য, নচেৎ জীবনের সমূহ বিপর্যয় অনিবার্য।

এই মহিলা যা করেছে তা শুধুই রাগের বশে ।

এক সাহাবি রাসূল সা:-এর কাছে এসে বললেন- ইয়া রাসূলাল্লাহ, আমাকে অল্প কথায় কিছু নসিহত করুন, রাসূল সা: বললেন, ক্রোধ বর্জন করো। সাহাবি কয়েকবার বললেন, আরো নসিহত করুন। প্রত্যেকবারই রাসূল সা: বললেন, ক্রোধ বর্জন করো। (বুখারি)।


কবিতা ভাল হয়েছে ধন্যবাদ ।

১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২১

অর্ক বলেছেন: আপনি খুব ঠিক বলেছেন ওমেরা। কারও মুহূর্তের ক্রোধ কারও জীবনের অপূরণীয় ক্ষতিরর কারণ হতে পারে। অনেক ধন্যবাদ আপনার আন্তরিক বিস্তারিত তথ্যসমৃদ্ধ মন্তব্যের জন্য। অনেক শুভকামনা। আচ্ছা প্রোফাইল পিকটা কি আপনার নিজের?

৯| ১৪ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৭

হেৃদওয়ানুল জান্নাহ বলেছেন: মানুষের ঐক্যবদ্ধ সোচ্চার-জাগরণে হয়তো অন্যায়কারীর অত্যাচারীর বিচার হবে......।কিন্তু শোষিত-অত্যাচারীতের ব্যথা-বেদনা বা আঘাত সাড়িয়ে উঠবে না। কেউ কি ইচ্ছা করে চাবে- তার উপর অন্য কেউ ঘৃণ্য অত্যাচার করে অত্যাচারের শাস্তি পাক??
সমাজের সামাজীক জীবগুলো যেন কারো সাথে অন্যায় না করে, কেউ যেন অত্যাচারীত না হয়, অত্যাচারের জন্য কাউকে যেন শাস্তির মুখোমুখি দাড়াতে না হয়। এমন সমাজের প্রত্যাশা। মানুষের ইনার ভয়েস বা ভেতরের আওয়াজ সুন্দর হোক, সত্য হোক- মানবতার জয় হোক।
ধন্যবাদ।

১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২৫

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ হেৃদওয়ানুল জান্নাহ। পৃথিবীতে সমস্যা ছিল আছে থাকবেও। আমরাও মন্দের প্রতিবাদ করে যাব, শুভ সুন্দরের চর্চা করবো আমাদের কর্মে। ভাল থাকুন। আমার শুভকামনা।

১০| ১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৬

ওমেরা বলেছেন: আপনার কি মনে হয় অর্ক সাহেব ?

১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪২

অর্ক বলেছেন: আমারও তাই মনে হয়। নিশ্চিত হবার জন্য জানতে চাওয়া?

১১| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫১

রানার ব্লগ বলেছেন: কিছুই হবে না , কোন কালে এদের কিছু হয়নি, সংবাদপত্র বা অন্য কোন মিডিয়াকে দেখেছেন এটা নিয়ে উচ্চবাচ্চ করতে ?

১৪ ই জুলাই, ২০১৭ রাত ১০:১৬

অর্ক বলেছেন: না হলে খুব কষ্ট পাব। শিশু নির্যাতন সারা পৃথিবীতে অত্যন্ত সংবেদনশীল অপরাধ হিসেবে দেখা হয়। যারা এসব করে ধরে নেয়া হয়, তারা ভয়ঙ্কর ধরণের উন্মাদ!
আমি শুধু লিখতেই পারি! বিচার না হলে না হয় বিচারহীনতা আরেকটা কবিতা লিখব।
মিডিয়া যথেষ্ট করেছে। এখন বাকিটা প্রশাসন, সভ্য সমাজের দায়িত্ব! এখানেই মূল সমস্যা! অর্থের দাপটে ঘৃণ্য অপরাধীও পাড় পেয়ে যায়। দেখি।
অনেক ধন্যবাদ রানার ব্লগ।

১২| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৬

শূন্য-০ বলেছেন: সুন্দর বলেছেন ভাই কবিতার ভাষায়। মুগ্ধতা

১৪ ই জুলাই, ২০১৭ রাত ১০:১৭

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা শূন্য-০।

১৩| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১১:৫৩

চাঁদগাজী বলেছেন:



আর্মি অফিসারদের সাথে যেসব মেয়েদের বিয়ে হয়েছে, তাদের অনেকেই অশান্তিতে আছে।

১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৮

অর্ক বলেছেন: ঠিক বলেছেন। বেশিরভাগ মেয়েদের কঠোর অনুশাসনের মধ্যে থাকতে হয়। বেশিরভাগই ওদের সাথে ঠিক মানিয়ে চলতে পারে না। অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পারে। আমারও তাই মনে হয়।
অশেষ ধন্যবাদ চাঁদগাজী ভাই। বেশ অনেকদিন পর আমার কোনও লেখায় আপনি মন্তব্য করলেন।

১৪| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:১৯

আরিফ শাহরিয়ার জয় বলেছেন: অনেক অনেক ভালো লাগা প্রতিবাদী কথামালায় ++++++

১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪০

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ আরিফ শাহরিয়ার জয়। আপনার মন্তব্যে দারুণ অনুপ্রাণিত হলাম। শিশু নির্যাতনকারীর কোনও ক্ষমা নেই। আসুন সবাই যার যার অবস্থান থেকে প্রতিবাদী হই। ভাল থাকবেন। শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.