নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

আমি যেতে যাই রৌদ্রত্রপা

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৮



আমি যেতে যাই রৌদ্রত্রপা, দ্রুতযান এক্সপ্রেসে চড়ে তোমার শহরে।
হুইসিল দিয়েছে ট্রেন, সবুজ পতাকা উড়ছে পতপত। সবুজ সঙ্কেত।
যাচ্ছে---যাচ্ছে,
ছেড়ে যাচ্ছে ট্রেন কমলাপুর রেল স্টেশন!
তুমি চলে যাচ্ছ।
আমি কি দৌড়ে যাবো রৌদ্রত্রপা সেই ট্রেনে?
দ্বিতীয় শ্রেণীর কামরার খোলা দরজা;
আমি ঠিক খুঁজে নিবো তোমাকে।
প্রতিটি কামরা তন্নতন্ন করে খুঁজে,
আমি ঠিক পৌছে যাবো তোমার কাছে।

যাচ্ছে---যাচ্ছে,
চলে যাচ্ছে ট্রেনটা;
দ্রুতযান এক্সপ্রেস--গন্তব্য দিনাজপুর
রৌদ্রত্রপা সেই ট্রেনে।
কিছুক্ষণ আগে ওর সাথে আমার পরিচয়।
ওর চোখে দেখেছি ভালবাসা-ভোরের অমল
শিশিরের মতো স্নিগ্ধ, নিষ্কপট।

আমি কি করবো রৌদ্রত্রপা?
এই এক জীবনে ক'জনকে
এভাবে ফিরিয়ে দেয়া যায়!
আমি ভালবাসতে চাই তোমাকে।
এসো সব পিছুটান পিছে ফেলে,
দুজন আজ নিবিড় হই প্রেমে।
আমাকে ছেড়ে তুমি যেয়ো না
যেয়ো না।
ফিরে এসো।
এক্ষুণি নেমে এসো ট্রেন থেকে।
আমি অপেক্ষারত তোমার।
যাক---যাক,
চলে যাক দ্রুতযান এক্সপ্রেস!
কিন্তু তুমি যেয়ো না।
তুমি থেকে যাও রৌদ্রত্রপা
ভালবাসার শাশ্বত দাবী নিয়ে,
শুধু আমার জন্য।
তুমি যেয়ো না রৌদ্রত্রপা।

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪২

সুফি ইবনুসসাবিল বলেছেন: যেয়ো না........

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৭

অর্ক বলেছেন: ধধন্যবাদ।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫০

নীলপরি বলেছেন: বাহ , খুব ভালো হয়েছে ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

অর্ক বলেছেন: অশেষ ধন্যবাদ। শুভকামনা সতত।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১১

শায়মা বলেছেন: রৌদ্রতপা ফিরে আসুক । ট্রেনটাও তো দেখছি কালারফুল লাইটিং জাইলোফোনের মত সুন্দর!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

অর্ক বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অপেক্ষায় থাকলে হয়ত ফিরে আসবে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৬

অর্ক বলেছেন: অপেক্ষায়য় নেই। ধন্যবাদ।

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১০

জাহিদ অনিক বলেছেন: ভালবসে চলে যেও না,
ভালবসে চলে যেতে নেই

একটূ মজা করিঃ
আমি যেতে যাই রৌদ্রত্রপা, দ্রুতযান এক্সপ্রেসে চড়ে তোমার শহরে।
হুইসিল দিয়েছে ট্রেন, সবুজ পতাকা উড়ছে পতপত। সবুজ সঙ্কেত।
যাচ্ছে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে ট্রেন কমলাপুর রেল স্টেশন
--- আপনি সহজে যেতে পারবেন না, এদেশে ট্রেন টাইম মত ছাড়ে না।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৬

অর্ক বলেছেন: হা হা ঠিক বলেছেন। অনেক ধন্যবাদ।

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৬

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

* আপনি যদি প্রতিদিন কবিতা বা পোস্ট দেন, তাহলে পাঠকরা প্রতিদিন নাও পড়তে পারে। আমার মতে, স্বল্প হলেও বিরতির প্রয়োজন আছে। এটা আমার সম্পূর্ণ নিজস্ব মতামত। আবার কিছু মনে করবেন না।

* আপনি চাইলে এ মন্তব্যটা মুছে দিতে পারেন।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০২

অর্ক বলেছেন: মুছে দেবার কথাই আআসে না! একদম সত্য কথা। একমত। এখন থেকে কবিতা হলেও দুতিনদিন অন্তর পোস্ট দিবো ভাবছি। ধন্যবাদ।

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৫

রাবেয়া রাহীম বলেছেন: রৌদ্রত্রপার জন্য কবির প্রেমময় আকুতি ফুটে উঠেছে। ভালোবাসার শাশ্বত দাবী নিয়ে রৌদ্রত্রপা অপেক্ষা করুক এটাই কাম্য ।

কবিতা ভাল লেগেছে।
আমি একটু গুছিয়ে দিলাম আপনার লেখাটা । আশা করছি খারাপ ভাবে নিবেন না।

আমি যেতে যাই রৌদ্রত্রপা, দ্রুতযান এক্সপ্রেসে চড়ে তোমার শহরে।
হুইসিল দিয়েছে ট্রেন, সবুজ পতাকা উড়ছে পতপত। সবুজ সঙ্কেত।
যাচ্ছে---যাচ্ছে,
ছেড়ে যাচ্ছে ট্রেন কমলাপুর রেল স্টেশন!
তুমি চলে যাচ্ছ।
আমি কি দৌড়ে যাবো রৌদ্রত্রপা সেই ট্রেনে?
দ্বিতীয় শ্রেণীর কামরার খোলা দরজা;
আমি ঠিক খুঁজে নিবো তোমাকে।
প্রতিটি কামরা তন্নতন্ন করে খুঁজে,
আমি ঠিক পৌছে যাবো তোমার কাছে।

যাচ্ছে---যাচ্ছে,
চলে যাচ্ছে ট্রেনটা;
দ্রুতযান এক্সপ্রেস--গন্তব্য দিনাজপুর
রৌদ্রত্রপা সেই ট্রেনে।
কিছুক্ষণ আগে ওর সাথে আমার পরিচয়।
ওর চোখে দেখেছি ভালবাসা-ভোরের অমল
শিশিরের মতো স্নিগ্ধ, নিষ্কপট।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৮

অর্ক বলেছেন: না না না আপা খারাপ ভাবে নেয়ার তো প্রশ্নই আসে না, বরং সম্ভাবনার এক নতুন দ্বার খুলে গেল। আপনারটা কপি করে দিলাম। এই ব্লগ থেকেই আমি কবিতা লেখা শুরু করেছি। অনেক কিছু শেখার আছে।
আপনাকে আন্তরিক ধন্যবাদ সহযোগিতার জন্য।
অশেষ কৃতজ্ঞতাসহ ধন্যবাদ।

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪০

রাবেয়া রাহীম বলেছেন: আপনার বিনয় আমাকে মুগ্ধ করে বরাবর।

লিখে যান নিজের মত করে । সবার ভাল লাগতে হবে এমন কথা নেই। লিখে আপনি যদি আনন্দ পান সেটাই অনেক বড়।

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪২

রাবেয়া রাহীম বলেছেন: বাহ!! এবার নিজেই মিলিয়ে দেখুন কেমন সুন্দর গতিশীল হয়েছে লেখাটি !

অনেক ধন্যবাদ

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৪

অর্ক বলেছেন: ঠিক আপু এখন অনেক প্রাঞ্জল হয়েছে। খুব ভালো থাকুন সবসময়। অনেক, অনেক ধন্যবাদ।

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৬

মনিরা সুলতানা বলেছেন: হৃদয়ের আকুতির চমৎকার প্রকাশে ভালোলাগা !!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৫

অর্ক বলেছেন: অশেষ ধন্যবাদ আপা। নিরন্তর শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.