নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

তুমি যদি ফিরে আসতে আবার

১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৪



তুমি যদি ফিরে আসতে আবার
কতো অপেক্ষা কতো অনুতাপ শেষে,
ভুলে সব অবাঞ্ছিত নষ্ট অতীত
এই শোকাভিভূত শূন্য কালো রাতে;
এখানে ঝরা ফুলের জীর্ণ পতিত উদ্যান
নিঃসঙ্গ নিয়ন বাতির মলিন আলো
বেদনাহত জনশূন্য নিথর রাজপথ
পদদলিত দোমড়ানো মোচড়ানো
একটি ছিন্নভিন্ন লাল গোলাপ,
হয়তো তোমার নয়তো আমার ভুলে !

তুমি যদি ফিরে আসতে আবার,
তবে ঝরা ফুলের এই বিষণ্ণ উদ্যান
মুহূর্তেই ভরে যেতো বাঙময় ফুলে ফুলে
রঙিন উৎসবে মেতে উঠতো এই রাত
রাজপথ ভরে যেতো সুখী মানুষের ভিড়ে
সড়কে পরে থাকতো সুরভিত সতেজ
একটি টকটকে লাল গোলাপ,
আমরা কেউ আর তা পা'য়ে দলবো না।

শুধু তুমি যদি ফিরে আসতে আবার
আর একটি বার...

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৯

জাহিদ অনিক বলেছেন:

কবিতা পড়ে এটা মনে পড়ল,

যদি তুমি ফিরে না আসো
- শামসুর রাহমান


তুমি আমাকে ভুলে যাবে, আমি ভাবতেই পারি না।
আমাকে মন থেকে মুছে ফেলে
তুমি
আছো এই সংসারে, হাঁটছো বারান্দায়, মুখ দেখছো
আয়নায়, আঙুলে জড়াচ্ছো চুল, দেখছো
তোমার সিঁথি দিয়ে বেরিয়ে গেছে অন্তুহীন উদ্যানের পথ, দেখছো
তোমার হাতের তালুতে ঝলমল করছে রূপালি শহর,
আমাকে মন থেকে মুছে ফেলে
তুমি অস্তিত্বের ভূভাগে ফোটাচ্ছো ফুল
আমি ভাবতেই পারি না।











গোলাপ নিয়ে মনে হয় আপনার বিশেষ স্মৃতি আছে, প্রায় পোষ্টেই গোলাপ দেখতে পাই।

১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৫

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ। দারুণ উৎসাহ দিয়ে গেলেন।
তবে গোলাপ বারবার আসা নিতান্তই কাকতালীয়। স্মৃতি কিছু নেই, তবে এই ফুলটা আমি পছন্দ করি। ইয়ে আরেকটা ব্যাপার কি গোলা ফুল কিন্তু বড় বড় কবি সাহিত্যিকদের লেখাতেও বহুবার বহুভাবে এসেছে।
যেমন, "ফিরিয়ে নাও ঘাতক কাঁটা/ এবার আমি গোলাপ নেবো...
গোলাপ বরাবরই বিশেষ একটি ফুল।

২| ১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৩

রাজীব নুর বলেছেন: আপনার কবিতা পড়ে মনে হলো- অনেকদিন ধরে আমি কবিতা লিখি না।

১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৩

অর্ক বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা।

৩| ১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৬

জাহিদ অনিক বলেছেন:

আই লাভ গোলাপ; গোলাপ আমার জীবনে ঘটনাবহুল।
ধন্যবাদ।

১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৫

অর্ক বলেছেন: ঘটনাবহুল!

তাহলে লিখুন না একটু আধটু ব্লগে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.