নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

তুমি নেই

১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১৪



রুমা এই তো আমি আবার তোমাদের ক্যাফেতে
কিন্তু তুমি যে নেই কোথাও কোনওখানে
সেই কাউন্টার সেই সন্ধ্যার কোলাহল
অগণন মানুষের আনাগোনা অনবরত
ধোয়া ধোয়া লাল নীল মৃদু আলো
পুরনো রক এন্ড রোল স্পিকারে
বাতাসে কৃত্রিম সুগন্ধি ছড়ানো
সেই মদির সুঘ্রাণ কফির

মাছের চোখের মতো অপলক চোখে চেয়ে আছি
যেন সহস্র বছর কেটে গেছে এভাবেই আমার
রুমা আমার বুকের গহীনে তীব্র ব্যথাভার
সেখানে কে যেন ডুকরে উঠছে বারবার
তুমি কি আর আসবে না রুমা
আর কোনওদিন আসবে না
দাঁড়াবে না ওই কাউন্টারে
সেদিনের মতো আবার

রুমা এই তো আমি তোমার স্পর্শের কাছে
দেয়াল ঘড়ির কাটা ঘুরছে অবিরাম
সেই চেনা দৃশ্যপট আমাদের
শুধু তুমি নেই কোথাও
কোথাও তুমি নেই
তুমি নেই

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৭

উদ্বাস্তু মানুষ আমি বলেছেন: রুমাদের ক্যাফেতে না এসে রুমাদের বাড়িতে যান

১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪০

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা ব্লগার বন্ধু।

২| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৩০

জাহিদ অনিক বলেছেন:


তুমি নেই তাই যাতনা ছুঁয়েছে বুক
কলিজার ঠিক নিচে একটি বুনো ভাল্লুক দাপিয়ে বেড়ায়
নিশাচর কিনা জানি না; রোজ রাতে লণ্ডভণ্ড করে দেয় এক বিস্তীর্ণ জঙ্গল
তুমি নেই তাই ভাল্লুকের নখের আঁচড়ে ক্ষতবিক্ষত হয়েছে হৃদয়
এই শেষ রাতে তুমি নেই তাই হু হু করে মরুর বুকে বইছে বাতাস
দূর থেকে আশাহত এক চাঁদ বালুর বুকে ছড়াচ্ছে মলিন আলো;
মায়াবী ইশারায় যেন ডাকছে, সামনেই প্রকাণ্ড প্রগাঢ় চোরাবালি।


তুমি নেই তাই অসুখ ছুঁয়েছে শরীর
সাইবেরিয়া থেকে শীতের আগেই অসুখ যেন এসেছে উড়ে
অতীতের এক অতিথি পাখি আটকে রয়েছে; ডানা তার পড়েছে কাটা
এই শেষ রাতে তুমি নেই তাই,
অসাড় রক্তনালী জানান দিচ্ছে তোমার নির্মম নির্লিপ্ত অস্তিত্ব।


তুমি নেই, তুমি নেই, তুমি নেই
তুমি নেই, চিরন্তন এই সত্যটুকু বুঝে নিতে, মানিয়ে নিতে
হাহাকার বুকে চেপে রেখে বের করে দিতে হবে বিশুদ্ধ বাতাস;
নিষ্প্রাণ গুমোট বাতাসে ভরে ফেলতে হবে ফুসফুস
তুমি নেই তাই এই শেষ রাতে যাতনা ছুঁয়েছে বুক।

- জাহিদ অনিক

১৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৬

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা।

৩| ১৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৪

একটি বালুকণা বলেছেন: আহা!
রুমা

১৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৬

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.