নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

সেইসব রমণীরা

১৫ ই মে, ২০১৮ সকাল ৮:৩৩



সেইসব রমণীরা- যারা ভালবেসেছিল
যারা সত্যিই ভালবেসেছিল
আমি তাদের কিছুতেই ভুলতে পারি না;
অতিথি পাখির মতো তারা এসেছিল আমার আকাশে
তারপর মৌসুম শেষে ফিরেও গেছে নিয়মমাফিক
তাদের আর কোনও খবর জানি না।

আজও মনে পড়ে প্রাণোচ্ছল স্মিত মুখগুলো
নিটোল ভালবাসাভরা অত্যুজ্জ্বল চোখের তারা
যেখানে অপেক্ষা নেই কিছু পাবার, হারাবার
শুধু আদিগন্ত এক অবারিত সবুজ শস্যখেত
চোখেচোখে যারা একদিন বলেছিল, ‘এখানে সড়ক শেষ পথিক
এখানে গেরস্থালী, মানুষের ঘর- এই গ্রাম জীবননগর
এই চোখে থেকে যাও তুমি।’

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৮ সকাল ৮:৪৫

স্োরনাভ বলেছেন: আপনি মোহাম্মাদপুরের সেই কবি? আপনাকে খুজিতেসি বহুদিন।

১৫ ই মে, ২০১৮ সকাল ৮:৪৯

অর্ক বলেছেন: দুঃখিত, আমি নই। আপনার ভুল হয়েছে। আমি কবিতা শিখছি, কবি নই!

২| ১৫ ই মে, ২০১৮ সকাল ৮:৫১

কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার একটি কবিতা। ভাল লাগলো।

১৫ ই মে, ২০১৮ সকাল ৮:৫৪

অর্ক বলেছেন: ধন্যবাদ।

৩| ১৫ ই মে, ২০১৮ সকাল ৯:৩৭

কানিজ রিনা বলেছেন: কোন ভালবাসা সেকি আন্তরিকতা,হৃদ্বতা
মায়া,মমতা,? এ ভালোবাসাযুক্ত তো সকলের
সাথে সকলে আমরা সকলের তরে। নাকি
প্রেম? সকল রমনীতো প্রেম নয় সেত আবেগ।
প্রেমতো যেমন অন্তর আত্বা আকাশ চন্দ্র সুর্য
একটি করে। যেনে রেখো যত নদীতে ভাস না
কেন হৃদয় কিন্তু একটাই হ্যা হৃদয়ের প্রেম
একটাই। ভালবাসার বিশালতায় প্রেম জড়িয়ে
থাক। কবিতা ভাল লাগল শুভকামনা।

১৫ ই মে, ২০১৮ সকাল ১০:২১

অর্ক বলেছেন: আহা আপনার এই মন্তব্য দিব্যময় আপা! হৃদয় ভরে উঠলো। নিঃসীম শুভকামনা আপনার জন্য।

৪| ১৫ ই মে, ২০১৮ সকাল ১০:১৪

কথার ফুলঝুরি! বলেছেন: বাহ! চমৎকার !
"যারা ভালবেসেছিল, যারা সত্যিই ভালবেসেছিল" ভালো লেগেছে লাইন টা।

১৫ ই মে, ২০১৮ সকাল ১০:২২

অর্ক বলেছেন: অজস্র ধন্যবাদ।

৫| ১৫ ই মে, ২০১৮ সকাল ১১:০৯

আকিব হাসান জাভেদ বলেছেন: সুন্দর কাব্য ছন্দ। সাথে বুকফাটা বাক্য । যেমনটা মৌসমে অতিথী পাখি চলে যায় ।

১৫ ই মে, ২০১৮ দুপুর ১:১৬

অর্ক বলেছেন: খুব সুন্দর আপনার মন্তব্য। সত্যিই তাই। বুকফাটাই এইসব ভালবাসা... খুব ধন্যবাদ ও শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.