নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

আর্কাইভ থেকেঃ ঈশ্বর ও সার্কাসের ভাঁড়

১১ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:১৭



বিরাট কিছু চাইনি আমি। পরিপাটি দেয়ালে আচমকা লেগেছিলো পেন্সিলের এক রত্তি দাগ। কোনও ঐশী বলে মুছে যেতো যদি ফিরে পেতাম নিখুঁত দেয়াল। তাতে কোন্ মহাভারতটা অশুদ্ধ হতো কার! (সে দাগ রয়ে গেছে আজও। সময়ে ক্ষীণ কিন্তু মোছেনি পুরোপুরি।)

পাখিদের মতো উড়বার নিরবচ্ছিন্নতা চাইনি উহু, শুধু পথমাঝে জলভরা দিঘি দুয়েক লাফে পেরোতে এক আধবার। তাতে কী ছাই যেতো আসতো কার! (তার ’পর সাঁতার জানি না।) কিন্তু পারিনি। এবড়োখেবড়ো ঘোরা সড়ক পথেই গিয়েছিলাম।

অথচ সার্কাসের বামন ভাঁড়কে দেখো, উদ্ভট অঙ্গভঙ্গি করে একদিন দিব্যি ভুলিয়ে দিয়েছিলো পিতার টাটকা মৃত্যুশোকও। শো শেষে বেমালুম হিন্দি গান গুণগুণিয়ে ফিরেছিলাম।

তবুও বোকা মানুষ তোমাকে ঈশ্বর বলে, ভাঁড়কে তাচ্ছিল্যভরে সং।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:২১

অর্ক বলেছেন: ঈশ্বর ভাবনার ওপর বেশ কিছু লেখা লিখেছিলাম এখানে ও আরও দুয়েক জায়গায়। এর মধ্যে বিশেষভাবে এই লেখাটি আমার খুব প্রিয় বা অন্যভাবে বলি যে, এটাকেই কবিতা হিসেবে সর্বাধিক সার্থক মনে হয়েছে।

সবার জন্য শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.