![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষেপার মত কেনো এ জীবন \nঅর্থ কি তার, কোথা এ গমন\nকে তুমি গোপনে চালাইছো মোরে\nআমি যে তোমারে খুঁজি.....
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফিতা কেটে উদ্বোধন হয়ে গেলো আমাদের নতুন ল্যাবটির। ইরিতে আগে শুধুমাত্র একটিই কেন্দ্রীয় ল্যাব ছিলো, গামা ল্যাব।ধীরে ধীরে বিভিন্ন গ্রুপ তাদের নিজস্ব ল্যাব নির্মাণ শুরু করে। এভাবেই সূচনা হয় এন সি বি এল ল্যাব, জি এম এল ল্যাব, হেমি ল্যাব আর সি ফোর গ্রুপের ল্যাব-এর। এর মাঝে গামা ল্যাবে কিছু কাজ করলেও হেমিতে কেটেছে আমার ২০১০-২০১২ এর শ্রমিক জীবন!
রেইনবো ল্যাবটি প্রকৃতপক্ষে উমালী বিল্ডিংয়ের বেইজমেন্টে স্থাপিত বহু পুরাতন একটি ল্যাব। এই ল্যাবটি পূর্বে তিনটি অংশে বিভক্ত ছিলো, রেড ল্যাব, গ্রীন ল্যাব আর ব্লু ল্যাব , যেকারনে একে বলা হতো রেইনবো ল্যাব। তিনটি অংশে তিন ধরনের কাজ হতো, তবে সবই এনালাইটিক্যাল কাজ। মলিকুলার কোনো কাজ আগে এখানে হতো না। গত বছর শুরু হয় পুরোনো এই ল্যাবটিকে নতুন করে ঢেলে সাজানোর কাজ! পুরো ল্যাব ভেঙ্গে নতুন করে গড়ে তোলা হো্যেছে একটি স্বয়ংসম্পূর্ণ কেন্দ্রীয় ল্যাব হিসেবে।এটি বর্তমানে ক্রপ এন্ড এনভাইরোলমেন্টাল সাইন্স ডিভিসনের কেন্দ্রীয় ল্যাব এবং পাঁচটি আই আর এস এর অধীনস্ত পাঁচটি গ্রুপ এখন থেকে এখানে কাজ করবে। এই ল্যাবটি আমার স্কলার রুম থেকে সবচেয়ে কাছে এবং অনেক সখ ছিলো এখানে কাজ করবো। কিন্তু দেখতে দেখতে বিদায় ঘন্টি বেজে গেলো। গতকাল ছিলো ল্যাবটির উদ্বোধোনী অনুস্ঠান। আসুন আপনাদের নিয়ে ঘুরে দেখাই আমার প্রিয় এই ল্যাবটি।
ছবিতে দেখা যাচ্ছে CESD এর প্রাক্তন হেড Dr. Bas Bauman কে। রিবন কাটবার আগে শুভেচ্ছা বক্তব্য দিচ্ছেন।
Opening remark দিচ্ছেন Dr. Abdelbagi M Ismail , CESD এর Principal Scientist । যদিও রসিক Dr. Bas Bauman ল্যাবটির রেইনবো নামটির স্বপক্ষে ছিলেন, কিন্তু এই নামে ইরিতে একটি কিন্ডারগার্ডেন স্কুল থাকায় Sir Ismail ল্যাবটির নামকরন করলেন Physiology Laboratory ।
CESD এর তিন কিংবদন্তি। পকেটে হাত দিয়ে দাড়ানো Dr. David Johnson , CESD এর বর্তমান হেড।
ছবিতে উনাদের পিছনে কিছু টেবিল আর বেন্চ কি দেখতে পাচ্ছেন? ল্যাব টেকনিশিয়ানরা এখানে লান্চ করে, যা একেবারেই মনপূত নয় Sir Ismail এর। তিনি জোড় গলায় David Johnson কে ফান্ড দিতে বললেন, যাতে একটি স্বয়ংসম্পূর্ন ল্যাব কিচেন তৈরী করা যায়, যেখানে ফ্রিজ থাকবে, মাইক্রোওয়েভ থাকবে, এসি থাকবে! এই না হলে ইরি!
চলুন, ল্যাবটা দেখি................................
এই হলো মেইন রুমের একটা over view ।
বিভিন্ন তাপমাত্রার ফ্রিজের সারি।
এখানে ৪ ডিগ্রী থেকে -৮০ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত ফ্রিজ আছে। স্যাম্পলের প্রকারভেদ এবং ব্যবহারের উপর ভিত্তি করে এই ফ্রিজগুলোতে সংরক্ষন করা হয়।
-৮০ডিগ্রী সেলসিয়াস নিয়ন্ত্রিত একটি ফ্রিজ।
এই ছবিটি আমি আমার জন্য তুলেছি। হয়ত আর কিছুদিন পর যখন আমি থাকবো না, নতুন কোনো স্কলার এসে দখল করবে -২০ রেফ -এর চতুর্থ সেলফটি।হয়তো অনেক বছর পর আবার আসবো, চোখে মায়া নিয়ে তাকিয়ে থাকবো নতুন বন্টননামাটির দিকে।
Ice making machine এই মেশিনে স্বয়ংক্রিয়ভাবে ঝুরি ঝুরি বরফ তৈরী হয়, যা প্রাইমার এবং ডিএনএ হ্যান্ডেলিংএর সময় কাজে লাগে।
এটা হচ্ছে আমাদের ধোয়াধুয়ির জায়গা! বিভিন্ন glassware এবং ব্যবহৃত জিনিসপত্র ধুয়ে ঐ লম্বা শিকগুলোতে উল্টো করে ঝুলিয়ে রাখি আমরা!
DNA Grinding Area ট্রেতে দেখা যাচ্ছে মর্টার আর পেস্টেল, সহজ বাংলায় হামানদিস্তা।এই হামানদিস্তা দিয়ে লিফ স্যাম্পল গুলোকে চূর্ন করা হয় DNA extraction এর জন্য। তার আগে অবস্য পাতাগুলোকে dehydrated করা হয় লিকুইড নাইট্রোজেন দিয়ে। আর ঐ মেশিনটা হলো Centrifuge , এটাও DNA extraction এর কাজে ব্যবহৃত হয়।
ফিউম হুড ক্লোরোফর্ম বা পলি এক্রিলামাইডের মত কার্সিনোজেনিক কেমিক্যাল নিয়ে কাজ করার জন্য অপরিহার্য।
NanoDrop setup DNA extraction এর পর তার concentration মাপা হয় এখানে।
খুব সাবধানে ১ মাইক্রো লিটার DNA দিতে হয় ন্যানোড্রপ মেশিনের মাথায়। ছবিতে দেখা যাচ্ছে Myrish কে। ওকে আমরা সুপার লেডি বলি। ও একাধারে জব করছে , জেনেটিক্স এর মত জটিল একটি বিষয় নিয়ে পড়ছে, বিয়ে করেছে, বেবি নিয়েছে! আমি অবাক হয়ে যাই ওর ক্যালিবার দেখে!
Working bench এখানে DNA extraction, Dilution এবং PCR cocktail বানানোর কাজগুলো করে থাকি।
Sir Ismail Dr. Bas Bauman কে explain করছেন PCR সম্পর্কে। ছবিতে দেখা যাচ্ছে PCR (Polymerase chain reaction) মেশিন। এই মেশিনগুলোতে অল্প একটু DNAকে টেনে লম্বা করা হয় মানে DNA এর পলিমার তৈরী করা হয়।
PCR এর পরের ধাপটিই হলো Polyacrylamide Gel Electrophoresis (PAGE)। সবচেয়ে পরিশ্রমের কাজ! এই কাজ করতে করতে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম একটা সময়!
Bas Bauman খুবই কৌতুহুলী মানুষ। সবকিছুই তার ভালোভাবে জানা চাই। আমি প্রচন্ড শ্রদ্ধা করি এই মানুষটাকে তাঁর অসাধারণ প্রানশক্তির জন্য! আর উনার স্ত্রী হলেন আমার ফ্যান!দেখা হলেই বলবে U r so colorful! হাহা! আর ছবিতে যে মেয়েটিকে দেখা যাচ্ছে , সে হলো Chilan, আমার Frienemy= Friend+Enemy ! মাঝে মাঝে মনে হবে আমার জানি দোস্ত, আবার মাঝে মাঝে আমাকে নরকযন্ত্রনা দিয়ে ছাড়ছে!
Atomic Absorption Spectrophotometer এই যন্ত্র দিয়ে পাতা এবং শিকড়ের Na+ এবং K+ এর পরিমান মাপা হয়!
UV/VIS- spectrophotometer এই যন্ত্র দিয়ে নির্ণয় করা হয় পাতায় ক্লোরোফিলের পরিমান!
একেই বলে Proper Waste Management!
অনেকতো খটরমটর মেশিন দেখলেন, এবার কিছু মুখে দিন।
মিরিয়েন্ডা (ফিলিপিনোরা নাস্তাকে বলে মিরিয়েন্ডা!)
হুম, এরাই আমার ল্যাবমেট! আমি চলে আসবো, কিন্তু ওরা থাকবে!
ল্যাব তো দেখলেন। চলেন আমার অফিসটাও দেখি। খুব বেশী দুরে তো নয়! ল্যাব থেকে বেরিয়ে সিড়ি দিয়ে উপরে উঠলেই উমালী বিল্ডিং।
উমালী বিল্ডিং এ প্রবেশ করে বাম দিকে একটু এগুলেই চোখে পড়বে ছোট্ট ক্যান্টিনটি। যেখান থেকে প্রতিদিন দুপুরে তিন পেসো দিয়ে ভাত কিনি, বিকালে কফি খাই বন্ধুদের সাথে!
ক্যান্টিন থেকে করিডোর ধরে আরেকটু এগুলেই আমার অফিস।
করিডোর
স্কলার রুম A আমার অফিস।
আমার Girly ডেস্ক !
Girly ডেস্কের আরেকটি অংশ।
সবশেষে আমার কিউট ফিলিপিনো, ভিয়েতনামিজ আর নেপালী সু্ভেন্যুরগুলির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা!
সবাই অনেক অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন! ধন্যবাদ।
ইরি বুলেটিন এর একটি লিংক যোগ করলাম।
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৬
আরমিন বলেছেন: অনেক ধন্যবাদ তিতাস দা! আপনিও মলিকুলারের কাজ করতেন তাহলে! কেমন লাগছে বাংলাদেশ?
২| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৪
অ্যানোনিমাস বলেছেন: খুব ভালো লাগলো আপি। আমাদেরও একটা বন্ধু আছে সুপারলেডি। ও ফাইনাল প্রফের সময় প্রেগ্ন্যান্ট ছিলো। প্রফের মাঝে ওর বাচ্চা হয়েছে আবার সবগুলো পরীক্ষা এটেন্ড করে পাশও করেছে ++++
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৮
আরমিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ চয়ন!
তোমার বন্ধুগুলো তো সবই দেখি সুপারলেডি! অনেক অনেক শুভকামনা আর দোয়া ওদের জন্য !
৩| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৫
ইরানপন্থী বলেছেন: onek valo lagche vai
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৭
আরমিন বলেছেন: অনেক থ্যাংক্স আপু!
৪| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই ভালো লাগলো আপু। এই রকম একটা ল্যাবে আমার পরিচিত কেউ কাজ করছে! এটা ভাবতেই তো আমার গর্ব বোধ হচ্ছে।
আপু কি দেশে ফিরে আসছেন??
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪২
আরমিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কাল্পনিক!
হুম , ফিরছি শীগ্রই!
৫| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৭
যোগী বলেছেন:
আপনার অফিসটা আমার পছন্দো হয়েছে!
ওখানে জয়েন করার প্রসিডিউরটা কি একটু বলবেন?
প্রথম লাইনটা সিরিয়াস
দ্বিতীয়টা জাস্ট কিডিং
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৬
আরমিন বলেছেন: অফিসটা আমারও খুব পছন্দ! তবে শীঘ্রই ছেড়ে যেতে হবে!
খুব সহজ! ইরি ওয়েবসাইট চেক করুন!
কমেন্ট করবার জন্য ধন্যবাদ!
৬| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১১
এম হুসাইন বলেছেন: চমৎকার তো!
++++++
অনেক অনেক শুভকামনা থাকলো আপনার জন্যে।
ভালো থাকুন, নিরন্তর।
২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৬
আরমিন বলেছেন: অনেক ধন্যবাদ! আপনি কি পদার্থবিদ? ব্ল্যাক হোল নিয়ে পোস্ট টা ভালো লেগেছে!
আপনার জন্যও শুভেচ্ছা নিরন্তর!
৭| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪৩
আশরাফুল সিয়াম বলেছেন: এরকম একটা ল্যাব পেলে আর কি লাগে!?
২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২২
আরমিন বলেছেন: তাই সিয়াম? আসলেই তাই!
ভালো আছো নিশ্চয়ই!
অনেক শুভকামনা!
৮| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:২৩
হাননানবাবু বলেছেন: ...এখানে বসেই রেইনবো ল্যাব দেখছি মনে হয়...অসাধারণ, জীবন্ত...
২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২০
আরমিন বলেছেন: হা হা! অনেক থ্যাংক্স বাবু!
৯| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৯
যোগী বলেছেন:
খুব সহজ কিভাবে? ইরির ফুল ফর্মটা যে ঠিকমত মনে থাকে না।
ইন্টারভিউ এ এত কঠিন প্রশ্ন করলেইতো বিপদ। এমনিতেই বোর্ডে আমি নার্ভাস থাকি।
২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২০
আরমিন বলেছেন: ইরির ফুল ফর্মটা মানে?
হা হা তাই ?
শুভকামনা আপনার জন্য !
১০| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫২
আরজু পনি বলেছেন:
অনেকদিন পর!
গতকাল ফেসবুকে একঝলক দেখেছিলাম এই পোস্টটা নিয়ে কথা বলতে
শেয়ার করার জন্যে অনেক ধন্যবাদ আরমিন।
২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৮
আরমিন বলেছেন: আসলেই অনেকদিন পরে লিখলাম!
হি হি!
পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ পনি আপু !
১১| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৮
সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: কেন ছেড়ে চলে আসছেন? ওখানে জব করেও অনেক শান্তি যা আমাদের দেশে পাবেন নাহ। ওখানে থেকে যান না কেন?
ইরি ওয়েবসাইট লিঙ্ক টা দেন প্লিজ
২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
আরমিন বলেছেন: কিছু কমিটমেন্ট আছে যে দেশে! ফিরতে ইচ্ছে না হলেও ফিরতে হবে!
Click This Link
এই হলো লিঙ্ক !
১২| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৬
স্বপনবাজ বলেছেন: +++
২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
আরমিন বলেছেন: অনেক ধন্যবাদ!
১৩| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৭
সাাজ্জাাদ বলেছেন: same ekta LAB-e bose apnar post e comment korci.apnar instrument gulo amar onek poricito.apni ki philipine-e job koren??
valo thakben.
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৪
আরমিন বলেছেন: তাই ? কোথায় কাজ করেন আপনি?
আমি এখানে জব করছি না, পি এইচ ডি র কাজ করছি ।
আপনার জন্য ও অনেক শুভকামনা থাকলো !
১৪| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৩
নস্টালজিক বলেছেন: গ্রেইট!
ছবি আর লেখা মিলিয়ে ভালো লাগসে!
দেশে আসো! আমার বহুদিনের ইচ্ছা টাকা জমিয়ে একটা জমি কিনবো গ্রামের দিকে! তারপর নিজ হাতে তাতে ধান চাষ করবো! তোমার জ্ঞান খুব কাজে দিবে তখন!
অবশ্য এখনও কোনো টাকা জমাতে পারিনাই! সর্বাত্মক চেষ্টা চলছে! :-)
শুভেচ্ছা, আরমিন!
ভালো থাকো নিরন্তর!
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৬
আরমিন বলেছেন: মি হ্যাপি রানা ভাই !
হুম, স্বপ্ন হবে সত্যি, ইটের পর ইট!
হা হা, জোকিং ! অবশ্যই রানা ভাই, এনিথং ফর ইউ!
অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা !
১৫| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪০
হাসান মাহবুব বলেছেন: জটিল কাজকারবার! শুভকামনা বিজ্ঞানী।
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৩
আরমিন বলেছেন: অনেক থ্যাংক্স হা মা ভাই ! মি হ্যাপি নাউ!
শুভকামনা নিরন্তর!
১৬| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪১
রেজোওয়ানা বলেছেন: শুধু তোমার পোস্টে মন্তব্য করবো বলেই দৌড়ের উপ্রে থেকেও লগইন করলাম!
খুব দারুন লাগলো তোমার রিসার্চ প্লেস দেখে!
আর ইয়ে, পার্পল কালারের ঐ খাবারটা কি? ওটা দেখেই মনে হচ্ছে পেট খারাপ হবে খেলে
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১০
আরমিন বলেছেন: থ্যাংক্স এ লট রেজু! অনেক হ্যাপি আমি !
খুবই মন খারাপ আমার , সব কিছু ছেড়েছুড়ে চলে আসতে হবে!
আরে ঐটা আইসক্রীম ! উবে আইসক্রীম !
১৭| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৫
লাবনী আক্তার বলেছেন: খুব সুন্দর।
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২১
আরমিন বলেছেন: অনেক ধন্যবাদ!
১৮| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২১
সবুজ মহান বলেছেন: ব্লগে মাঝেমধ্যে আসি, কিন্তু পোস্ট দেই না, কমেন্টও করি না ।
কিন্ত আপনার পোস্টটি দেখে কমেন্ট না করে পারলাম না ।
যেসব মানুষদের আমি খুব পছন্দ করি বিজ্ঞানী/গবেষকরা তাদের মধ্যে একটা শ্রেনী ।
পিএইচডি বা মাস্টার্স করেছেন নাকি ?
অনেকভাল লাগল ।
আশা করি দেশে এসেও গবেষণার কাজটা চালিয়ে যাবেন ।
UV/VIS- spectrophotometer দিয়ে পাতায় ক্লোরোফিল পরিমাপ করার ব্যাপারটা একটু বলুনতো ?
২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১০
আরমিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনার উৎসাহপ্রনোদিত কমেন্টটির জন্য!
আমি এখানে পিএইচ ডি এর কাজ করছি!
হুম, দেশে গিয়ে অনেক কাজ!
UV/VIS- spectrophotometer দিয়ে পাতায় ক্লোরোফিল পরিমাপ করার পদ্ধতি আসলে অনকে বিশদ! সংক্ষেপে বলতে গেলে, আগে লিফ স্যাম্পল থেকে এসিটোন দিয়ে ক্লোরোফিল extract করা হয়।এই spectrophotometer এর ভেতর ১৫০০ মাইক্রোলিটার এর কিউবিকল থাকে , তাতে ৮০০ থেকে ১০০০ মাইক্রোলিটার লিকুইড স্যাম্পল নেয়া হয় এবং 663.2, 646.8 and 470 nanometer wavelengths এ absorbance পরিমাপ করা হয়। অতঃপর Lichtenhaler and Buschmann (2001) এর equation দ্বারা ক্লোরোফিলের পরিমান নির্ধারণ করা হয়। সবশেষে Concentration value কে পিপিএম এ কনভার্ট করা হয়।
Ppm= mg/L x 0.02 L x 100 %
Actual weight (20 mg)
১৯| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৮
বোকামন বলেছেন: শুভকামনা
২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৯
আরমিন বলেছেন: অনেক ধন্যবাদ!
শুভকামনা নিরন্তর !
২০| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কোন দেশ? অনেক ভাল লাগল। কেমন আছেন? অনেক শুভ কামনা রইল।
২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৫
আরমিন বলেছেন: অনেক ধন্যবাদ স্বর্না!
এটা ফিলিপাইন, আমি ভাল আছি! আপনি ভাল আছেন তো?
শুভকামনা নিরন্তর !
২১| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১৭
দি সুফি বলেছেন: আমাদের দেশে এরকম কিছু ল্যাব করতে পারলে, আমরা অনেক দ্রুত এগিয়ে যেতে পারতাম
আপনার গবেষণাকর্মে শুভকামনা রইল। আশা করি আমাদের ভালো ভালো ধান উপহার দিতে পারবেন
২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
আরমিন বলেছেন: আমাদের দেশে ল্যাব কিন্তু আছে। তবেকি মেইনটেনেন্স টা জরুরী! এবং সেটাই কঠিন !
অনেক ধন্যবাদ !
শুভকামনা নিরন্তর !
২২| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৭
জুন বলেছেন: ইশ এমন একটা কাজের ক্ষেত্র ছেড়ে কি ভাবে এই দলাদলির দেশে এসে কাজ করবেন, দেশের উন্নতির জন্য চিন্তা ভাবনা করবেন,
ভাবতেও কষ্ট হয় আরমিন।
সুন্দর পোষ্টে
+
২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
আরমিন বলেছেন: একদম আমার মনের কথাটাই বলছেন জুন আপু! আসলেই অনেক মন খারাপ আমার এইসব ভেবে!
অনেক অনেক ধন্যবাদ !
২৩| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১৪
বোকামানুষ বলেছেন: আমার Frienemy= Friend+Enemy ! মাঝে মাঝে মনে হবে আমার জানি দোস্ত, আবার মাঝে মাঝে আমাকে নরকযন্ত্রনা দিয়ে ছাড়ছে!
এই কথাটা অনেক পছন্দ হয়েছে আমারও এমন বন্ধু আছে তাই
সুন্দর পোস্ট
ভাল লাগলো ছবি ও বর্ণনাগুলো পড়তে
২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
আরমিন বলেছেন: হা হা! এ যে কি পরিমান পেইন দিছে ! আমার ল্যাব লইফের বারটা বাজাইছিলো!
অনেক ধন্যবাদ!
শুভকামনা নিরন্তর !
২৪| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫৬
শশী হিমু বলেছেন:
অনেক দিন পর ব্লগে লগ ইন দিয়ে আপনার পোস্ট সামনে পেইলাম।
ল্যাব ও ল্যাবের বর্ননা ভাল লাগসে।
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৩
আরমিন বলেছেন: শশী!! অনেকদিন পর!
কেমন আছ ভাইয়া? ভাল নিশ্চয়ই!
থ্যাংক্স!
২৫| ২২ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:১৭
বাঘ মামা বলেছেন: এতকিছু থাকতে আমার কেন জানি খাবারের দিকেই চোখ গেল,টেবিলের উপর বক্সে এগুলো নিশ্চয় কোন খাবার ,তাইনা?
ছোট্ট একটা ধানের বুক চিরে গবেষনায় দেখি অনেক ব্যপার সেপার।
আপনার ডেক্সটা ভালোই লাগলো,
ফিলির প্রাকৃতিক সৌন্দর্য্যতাও কম নয়,এবার সেটা নিয়ে একটা পোস্ট দিন।
শুভ কামনা সব সময়
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০৩
আরমিন বলেছেন: বাঘমামা !!!
ওটা আইসক্রীম ! আপনি এত পেটুক, সেটা আগে জানতাম না তো ! নিশ্চয়ই ভুড়ি আছে আপনার?
ফিলিপিনের প্রাকৃতিক সৌন্দর্য্য নিয়ে পরবর্তী পোস্ট দেবার ইচ্ছে আছে! আপনি আগে থেকেই জানলেন কি করে? জোতিষ শাস্র জানেন নাকি?
মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভকামনা নিরন্তর !
২৬| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৯
এম হুসাইন বলেছেন: পদার্থবিদ?
আমি?
আমি কিছু না, মাঝে মাঝে মনে হয় "মিসির আলি"
অফিস কিন্তু অনেক সুন্দর, কাজ করতে ভালো লাগবে।
আবারো শুভকামনা।
ভালো থাকুন।
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০৭
আরমিন বলেছেন: মিসির আলী! বাহ ! খুব ভালো হলো, কোনো রহস্যময় সমস্যায় পড়লে আপনার কাছে চলে আসব!
আসলে কাজের সাথে অফিস সুন্দর, অসুন্দরের কোনো সম্পর্ক নেই। এখানে বসে কাজের চেয়ে অকাজই বেশী করি! তবে ল্যাব কাজের জায়গা, সেখানে অকাজ করবার কোনো সুজোগ নেই!
আপনিও ভালো থাকবেন!
শুভকামনা নিরন্তর !
২৭| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৭
মুনলাইট বলেছেন: ছবি গুলা ভালো লাগল আর বর্ননাও খুব সুন্দর।
আপনার ডেস্কত একেবারে রাজকীয় আর আমার কাছে কিন্তু মোটেও GIRLY মনে হলো না।
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫০
আরমিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মুনলাইট !!
হা হা , তাই ? আসলেই আমি লাকি! ইরির সবচেয়ে সুন্দর স্কলার রুমটা আমি পেয়েছিলাম! অনেক পোস্ট ডক দের রুমও এটার মত এতো সুন্দর না! সেজন্যই ছেড়ে যেতে এত মায়া লাগছে! কিন্তু বাস্তবাতা মেনে নিতেই হবে! নশ্বর পৃথিীবীতে কোনো কিছুই স্থায়ী না!
GIRLY মনে হয়নি? কেন? এত সুন্দর একটা মেয়েদের হ্যাট পড়ানো ডেস্কটপ দেখেও GIRLY মনে হলো না?
অনেক শুভকামনা আপনার জন্য!
২৮| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২০
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: সায়েন্টিস্ট দেখলেই অনেক বড় কিছু মনে হয়!
বিরি ঘুরে দেখেছি, তাও বাইরে থেকে। ভেতরে হয়ত চাইলে যাওয়া যায় কিন্তু যাওয়া হয়নি। ইরির ভেতরটা দেখলাম আপনার সৌজন্যে
আপনাদের রাইস টুডে ম্যাগাজিনটা মাঝে মাঝে পড়া হয়।
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২৮
আরমিন বলেছেন: হা হা ! তাই? হুম, অনেকই আছেন, কিংবদন্তী! ইরি একটা মজার জায়গা! চোখের সামনে জীবন্ত কিংবদন্তীরা হেটে বেড়ায়! মাঝে মাঝে সত্যিই নিজেকে বড় ভাগ্যবতী মনে হয়! তবে, ভাই আমি অত বড় কেউ নই! আমি সামান্য স্কলার মাত্র! শিক্ষানবীশ!
তাই ? বিরিতেও কিন্তু এখন এরকম অত্যাধুনিক ল্যাব আছে, তাও আবার একটা না, কয়েকটা! কিন্তু মেইনটেন করাটাই কঠিন!
আচ্ছা রাইস টুডে দেখেন তাহলে, ইরি বুলেটিন দেখেন না? বাংলাদেশের অনেক নিউজ থাকে ওখানে!
২৯| ২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
শায়মা বলেছেন: অনেক অনেক ভালো লাগা আপুনি!
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩১
আরমিন বলেছেন: শায়মা আপু!! কেমন আছ? আমি কিন্তু মনে মনে তোমার কমেন্টের প্রতিক্ষা করছিলাম!
অনেক অনেক থ্যাংক্স!
শুভকামনা নিরন্তর !
৩০| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৬
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: জার্নাল-ম্যাগাজিন শখের বসে দেখা হয়। ২০১৩তে কি ওটা পাবলিশ করেছে? একদম নিয়মিত দেখা হয় স্প্রিন্জার ওপেনের "রাইস"। শখের বশে
বিরির ল্যাব বেশ আধুনিক বলে শুনেছি। আমার স্টুডেন্টএর একটা প্রজেক্টে এসইএম, এফটিআইআর, ডিএসসি করাতে হবে। ঢাবি সেন্টার ফর এক্সিলেন্সে গিয়ে দেখি এসইএম মেশিন নষ্ট। কবে ঠিক হবে বলতে পারলোনা। তো ওখান থেকে আমাকে পরামর্শ দিল হয় বুয়েট নয় বিরিতে যোগাযোগ করতে। অবশ্য বিসিএসআরআইতেও এটা আছে!
তবে বিরির পরিবেশটা খুব সুন্দর। এরা মেনটেন করতে জানে বলেই মনে হয়
অবশ্যই আপনি ভাগ্যবতী! শুভকামনা!!
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৬
আরমিন বলেছেন: ওয়াও! আপনি রাইস পড়েন, বাহ!
তো ব্রি থেকে কি হেল্প পেয়েছিলেন বা চেয়েছিলেন?আপনি কি কোনো ইউনিতে আছেন? টিচিং আমার ড্রীম জব!
হুম , পরিবেশ সুন্দর ঠিক আছে, কিন্তু মেইনটেন করা অনেক কস্ট! আপনার জন্যও অনেক শুভকামনা!
৩১| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২০
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: মেনটেন করা খুবই কঠিন। আমাদের ল্যাবে একটা আইস মেকার আছে; কিন্তু ওটা শুধু শুধু পরে আছে। কেউ কোন কাজ করেনি। এখন নষ্ট হয়ে গেছে। একটা ডাবল বিম স্পেকট্রোফটোমিটার অযত্নে অবহেলায় নষ্ট হয়ে গেল। পরে গত মাসে আরেকটা কিনতে হলো ওয়াটার এর সিংগেল বিমটার মনোক্রোমাটর ফেইলারের কারণে।
না, বিরিতে যেতে হয়নি। আমি ঐ প্রজেক্টই বাদ দিয়েছি। বাংলাদেশে বসে আমার সিমীত রিসোর্সে ন্যানোসাসপেশন তৈরী সম্ভব নয়
ও, আমি একটা প্রাইভেট ইউনিতে ফার্মেসির টিচার। আপনার পিএইচডি হয়ে গিয়ে থাকলে আপনার জন্যতো অপারচুনিটির অভাব হবার কথা নয়
হা হা, "রাইস"! বললামনা শখের বসে। ইদানিং "বোনস" নামে একটা টিভি সিরিজ দেখছি আর তাই দেখে ফরেনসিক সায়েন্সের ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছি এবং এই নিয়ে জার্নাল ঘাটাঘাটি করছি। নেই কাজতো খই ভাঁজ আরকি!!
২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৮
আরমিন বলেছেন: আপনার ব্লগে গিয়ে এর মধ্যেই সব জেনে এসেছি!
কনগ্রাটস ! ফরমালিন ভয় পাই অনেক!
দেখা যাক কি হয়! লাইফ ইজ ভেরী আনসার্টেন এন্ড আনপ্রিডেক্টিবল !
বাহ! অনেক লেখাপড়া করেন আপনি!
আমারতো রিতীমত ফাঁকিবাজ হিসেবে সুক্ষ্যাতি আছে! হা হা!
৩২| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৭
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দারুণ ! নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি, এখানকার অনেক কিছুই নিজের চোখে দেখে আসতে পেরেছি, অবশ্যই তোমার বদৌলতে...
২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৬
আরমিন বলেছেন: থ্যাংক্স জহির ভাই ! আপনি তো এমনিতেই ভাগ্যবান ! আমি না থাকলেও অন্যকোনো ভাবে ঠিকই আপনার দেখা হয়ে যেত।
কাস্মিরী পো্স্টের অপেক্ষায় আছি!
৩৩| ০৮ ই মে, ২০১৩ সকাল ১১:০৪
প্রিয়তমেষূ বলেছেন: খুব ভালো লাগলো আপি।
১০ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৯
আরমিন বলেছেন: অনেক ধন্যবাদ!
আপনার নিকটি খুব সুন্দর হায়েছে! সবাই প্রিয় বলে ডাকবে, বাহ !
৩৪| ৩০ শে মে, ২০১৩ দুপুর ২:২৪
মহামহোপাধ্যায় বলেছেন: চমৎকার সুন্দর একটা ল্যাব দেখলাম আপু। ধন্যবাদ। আশা করি আপনার গবেষণা দেশের জন্য অনেক সাফল্য বয়ে আনবে।
০৮ ই জুন, ২০১৩ দুপুর ২:১৩
আরমিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মহামহোপাধ্যায় !
উফফ বাবা, কি যে কঠিন নাম আপনার!
অনেক অনেক শুভকামনা রইলো!
৩৫| ০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
মনিরা সুলতানা বলেছেন: আপুনি এত সুন্দর যায়গা দেখলেই ঘুম পায় তুমি কাজ কর কিভাবে হাহাহাহা ......।।
খুব ভাল লাগ্ল ......।
০৯ ই জুন, ২০১৩ সকাল ৭:৪৮
আরমিন বলেছেন: হা হা হা,
মনিরা আপু, কানে কানে বলি শোনেন, অফিসে বেশী টায়ার্ড লাগলে মাঝে মাঝে একটু আধটু ঘুমিয়েও নেই ! চেয়ারটা দারুন আরামের!
৩৬| ০৯ ই জুন, ২০১৩ সকাল ৭:৫২
যোগী বলেছেন:
আপনি কি এখনও রেইনবোতেই আছেন?
০৯ ই জুন, ২০১৩ সকাল ৮:১৪
আরমিন বলেছেন: হুম, এক্সটেনডেড এগেইন !
৩৭| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৯
যোগী বলেছেন: কোথায় ভেবে ছিলাম চাকরি হারানোর শোকে কান্না কাটি করবেন। এখন দেখছি চাকরি থাকার শোকে সেটাই করছেন।
ধান গবেষনার উপর ফিলিপাইনের সরকার অনেক ফান্ড দেয়, তাই না?
০৯ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪১
আরমিন বলেছেন: আরে লাস্ট মোমেন্টে এক্সটেনশন, এদিকে বাসা ছাড়ার নোটিশ দিয়ে দিয়েছি, আরেকজন রিজার্ভেশনও দিয়ে গেছে, এখন আমার থাকার জায়গা নাই! ঐ রেইনবোতেই ঘুমাতে হবে দেখছি!
আরে না , ফিলিপিনো সরকার ফান্ড দেয় না তো! ইরি তো চলে বৈদেশিক ফান্ডে , আমার স্কলারশীপের ফান্ড আসে ইউ এস থেকে , শুনে মজা পাবেন বাংলাদেশ ও কিন্তু ইরির ডোনার কান্ট্রিগুলোর একটি।
৩৮| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪২
যোগী বলেছেন:
আই সি!
মানে সবাই রিসার্চে কন্ট্রিবিউট করে যাতে নতুন ফাইন্ডিংটা সব দেশই সমান ভাবে কাজে লাগাতে পারে।
যায়হোক, আমি ভেবেছিলাম বাড়িঘর হারিয়ে আপনি রেইনবোতে না, সামুতেই সববাস শুরু করেছেন
১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
আরমিন বলেছেন: হাহা কি করব! মনদিল ভাল না! হোমসিক লাগছে !
কোথায় কখন লগিন করে রাখি, পরে আর লগ আউট হতে মনে থাকে না!
৩৯| ১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
আপেল বেচুম বলেছেন: আপনি কোথায় ?
১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
আরমিন বলেছেন: আমি এখানে!
৪০| ১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
যোগী বলেছেন:
হোমসিকের কথা আর বইলেন না। ব্যাপারটা নিয়ে আমি এদিকে মরে যাচ্ছি।
কি করব, কিছুই করার নাই।
আপনি বলেছিলেন মেলোডিয়াস গান পছন্দ করেন, আমি এটা সুনছি, জানিনা এটা আপনার মন ভাল করবে না আরও খারাপ করবে-
http://www.youtube.com/watch?v=hR_u-e3UcMg
১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
আরমিন বলেছেন:
গানটা শুনেছি, আই লাইক ইট!
থ্যাংক্স !
মন ভাল থাকুক সবার!
৪১| ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০০
আমি অথবা অন্য কেউ বলেছেন: Apni drkhi atel msnus. hobeshona niya busy
০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৪
আরমিন বলেছেন: আমি আঁতেল ?
৪২| ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০১
আমি অথবা অন্য কেউ বলেছেন: GOBESHONA
০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৭
আরমিন বলেছেন: গবেষণা করলেই কি মানুষ আঁতেল হয় নাকি?
৪৩| ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৪
আমি অথবা অন্য কেউ বলেছেন: না, আগে আতেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে, এরপর গবেষনায় নিয়োজিত হয়
০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৬
আরমিন বলেছেন: আপনি তো দেখি আরও বড় আঁতেল! পুরা ফিলোসফি দাড় করায় দিছেন!
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৩
তিতাস একটি নদীর নাম বলেছেন: দেখলাম-ভাল লাগলো।
ভাল লেগেছে আরো এই কারনে যে আমার কাজের সাথে যন্ত্রপাতিগুলো মিলে।