নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার যতো কথা .......... :)

ভাল লাগেনা কিছু .........

আরমিন

ক্ষেপার মত কেনো এ জীবন \nঅর্থ কি তার, কোথা এ গমন\nকে তুমি গোপনে চালাইছো মোরে\nআমি যে তোমারে খুঁজি.....

আরমিন › বিস্তারিত পোস্টঃ

দুঃস্বপ্নের দিনরাত্রী : প্রথম পর্ব

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৩

দেখতে দেখতে কিভাবে যে তিন তিনটি বছর চলে গেলো, আর মাত্র তিন মাস! নাহ্‌, আর সময় নেই, এখন একটু সিরিয়াস হতেই হবে! ব্রাউন ফ্রেমের চশমাটা নাকের ডগার উপর আরেকটু ঠেলে দিয়ে ব্যস্ত হাতে কিবোর্ড চাপে মেহেরিন। ল্যাপটপে ডাটা এনালাইসিসের সফ্টওয়ার চালিয়ে দিয়ে পিসিতে পেপার খুঁজে বেড়ায়। এক ইন্ট্রোডাকশন লিখতেই নাকি ছয়মাস লাগে, ও যে কিভাবে তিন মাসে পুরো থিসিস লিখবে এক খোদা তায়ালাই জানেন! কাজের ফাঁকে ফাঁকে একটু পর পর মোবাইল চেক করছে। দেশ থেকে একটা ইম্পর্ট্যান্ট ফোন আসবে, মনটা ভেতরে ভেতরে পড়ে আছে সেদিকেই।



আজকে বাবার এন্জিওগ্রামের রিপোর্ট দেয়ার কথা! দেশ টার যে কি হলো, একটু বুকে ব্যথা করলেই এন্জিওগ্রাম! যত্তোসব! এই তো তিন মাস আগেই মেহেরিন দেশে গিয়েছিলো, তখন কত বললো, বাবা চেক আপটা করাও এবার, অনেকদিনতো কোনো চেক আপ করাও না! আমি চলে গেলে সেহেরিন তো একা সব পেরে ওঠে না! নাহ , তখন সে গেলো না ডক্টরের কাছে ! এখন ভীতুর ডিম, কিভাবে তুমি আমাকে ছাড়া এন্জিওগ্রাম করাচ্ছো? আমি তো আর তিন মাস পরে চলেই আসবো, তখন করালেই হতো! অভিমানে বুকে চাপ চাপ ব্যাথা করে মেহেরিনের! নাহ , ওর বাবার রিপোর্ট কখনই খারাপ আসবে না, মেহেরিন সিউর, কিছু হয়নি ওর বাবার! ভয় শুধু এন্জিওগ্রামের কোনো সাইড ইফেক্ট না হলেই হলো! যেদিন সেহেরিন ফোনে জানালো যে বাবার এন্জিওগ্রাম করতে হবে , সেদিনই মেহেরিন গুগলে পড়েছে এন্জিওগ্রাম সম্পর্কে! মেহেরিনের ভীতু বাবাটা কিভাবে যে এত ধকল সহ্য করবে!



এলোমেলো ভাবনার ব্যবচ্ছেদ ঘটিয়ে কর্কষভাবে বেজে ওঠা মোবাইলের রিংটোনে বুকের ধুকপুকানিটা বেড়ে যায় হঠাৎ! হুমম, দেশের নাম্বার।



-হ্যালো

-হ্যালো আপু.........



কি ব্যাপার, সেহেরিন ফোন না করে ওর বন্ধু মনসুর কেনো ফোন করলো? তবে কি খারাপ কিছু?



নিঃশ্বাস বন্ধ করে জিগ্গেস করে,

-হ্যা, বলো মনসুর, কি খবর ভাইয়া ?



যথাসম্ভব হালকা গলায় মনসুরের উত্তর,

-আপু, আংকেলের তো বাইপাস সার্জারী করাতে হবে...............



মাথাটা চক্কর দিয়ে উঠে মেহেরিনের,শেষ রক্তবিন্দু হারানোর মত নিস্তেজ হয়ে পড়ে সারা শরীর! কি বলে এসব!



- বাইপাস? কি বলছো তুমি? সেহেরিন কোথায়? ওকে দাও।

- এখানেই আছে আপু , কথা বলেন।

এক সাথে অনেক গুলি চিন্তা এসে ভর করে মাথাটা কেমন অনুভুতি শুন্য ফাঁকা ফাঁকা করে দেয়!



-হ্যালো

-হ্যালো

-বাইপাস করাতে হবে নাকি?

-হুম, তিনটা ব্লক পাওয়া গেছে, তুমি আসতে পারবা?

-কবে করতে হবে? আমি তিন মাস পরে আসলে তখন করানো যাবে না?

-নাহ, দেরী করা যাবে না, তুমি এখনি আসতে পারবা না?

- আমাকে সাতটা দিন সময় দাও তাহলে, আমার এক্সপেরিমেন্টগুলো একটু গুছিয়ে নেই

-তুমি বুঝতে পারছো না! ডক্টর বলেছে একেবারে অপারেশন করে বাসায় নিতে, দু একদিনের মধ্যেই করাতে হবে। আমি কোনো রিস্ক নিবো না। তুমি না আসতে পারলে আমি একাই করিয়ে ফেলবো!



শিরদারা বেয়ে একটা শিহরণ বয়ে যায় মেহেরিনের।বলে কি? বাবার বাইপাস সার্জারী করাতে হবে, আর ও এখানে বসে থাকবে? ওর সারা পৃথিবী একদিকে আর বাবা একদিকে! ওর কোনো ডিগ্রীর দরকার নেই, কোনো কিছুর দরকার নেই ,শুধু দরকার বাবাকে ! বাবার জন্যই ওর এত পড়ালেখা , এতদূরে আসা! বাবার চেয়ে ইম্পর্ট্যান্ট এসব কি করে হয়? ও অবাক হয়ে অনুভব করে, ওর তিন বছরের অবর্তমানে , অসুস্থ মা বাবা এর দেখাশোনা আর সংসারের হাজারটা ঝামেলা সামলাতে সামলাতে ওর সেই ছোট্ট বোনটা আজ কতটা দায়িত্বশীল আর সাহসী হয়ে গিয়েছে! বুকে কতটা সাহস ধারন করলে এত বড় একটা দায়িত্ব সে একার কাঁধে নিয়ে নেয়!



দ্রুত সিদ্ধান্ত নেয় মেহেরিন! ওকে যেতে হবে।এই মুহুর্তে ওর পরিবারের ওকে সবচেয়ে বেশী প্রয়োজন।

-ঠিক আছে , আমি আসছি, তুমি আমাকে দুটা দিন সময় দাও।

- হুম, তাড়াতারি আসো তুমি। আর শোনো, বাসায় কিন্তু মামনি বাবা জানেনা কিছু, তুমি কিন্তু কিছু বোলো না এখনই।



এডভাইজারের রুমে গিয়ে কান্নায় ভেঙে পড়ে মেহেরিন।

-I m feeling so helpless!

মমতায় আর্দ্র হয়ে ওঠে সুদানী বংশোদ্ভূত এডভাইজরের কন্ঠ,

-U know, Allah is the best helper! U should be grateful that it has been detected and it can be cured! Some people don’t even get that chance! Many in my family have also gone through this Bypass surgery and they are totally fit now! Do you want to go home? Go home; you should be with your family as you are the elder one! Don’t Worry! Be patience and pray to the Almighty, He is the best rescuer! Before leaving must make some arrangements that who will handle your experiments।

শুধুমাত্র মুখে সান্ত্বনা দেয়াই নয়, নিজে রুম থেকে বের হয়ে এসে সেক্রেটারিকে নির্দেশনা দেন মেহেরিনের এয়ারপোর্ট পিক আপের ব্যবস্থা করতে।



ঝটপট কিছু কাজ করে মেহেরিন। বরের কাছে ফোন করে টিকিটের ব্যবস্থা করতে বলেই টেকনিশিয়ানদের ডেকে দায়িত্ব বুঝিয়ে দেয় সব কাজের। সময় নেই, একদম সময় নেই হাতে! হে আল্লাহ, আমার এমন একটা বাবাকে এত কঠিন পরীক্ষায় কেন ফেল্লে তুমি?

মন্তব্য ৭২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪১

খেয়া ঘাট বলেছেন: অনেকদিন পর আপনার লিখাটি পড়লাম। তাও খুব দুঃখের।
"you should be with your family as you are the elder one! Don’t Worry! Be patience and pray to the Almighty, he is the best rescuer" - উনার প্রতি রইলো অনেক শ্রদ্ধা।
আশাকরি খালুজান সুস্থ আছেন।

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫২

আরমিন বলেছেন: প্রিয় খেয়া ঘাট, লেখাটা অনেকদিন ড্রাফ্টে ছিলো, ভেবেছিলাম, ২য় পর্ব লিখে তারপর ১ম পর্ব পোস্ট করবো! আজকে কি হলো, পোস্ট করে দিলাম! আমি যা অলস, ২য় পর্ব কবে আসবে, God Knows!

বাবা ভাল আছে!
আপনি কেমন আছেন? অনেকদিন কথা হয় না!

২| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
:(

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৪

আরমিন বলেছেন: কি গো কদম ফুল কন্যা, কেমন আছেন আপনি?

৩| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

মনিরা সুলতানা বলেছেন: হে আল্লাহ, আমার এমন একটা বাবাকে এত কঠিন পরীক্ষায় কেন ফেল্লে তুমি?
মন টা ভিজে গেল আপু ...
সব বাবা রা ভাল থাকুক পৃথিবীর

মন ছুয়ে গেল লেখা ।

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৭

আরমিন বলেছেন: মনিরা আপু, পোস্ট দেয়ার সাথে সাথেই প্রিয় মানুষগুলোকে পোস্টে পেয়ে কি যে ভাল লাগছে! এজন্যই হুট করে পোস্ট দেয়া !

৪| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব টাচি একটা লেখা! কেমন আছেন আরমিন আপু??

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৯

আরমিন বলেছেন: অনেক অনেক থ্যাংক্স প্রিয় কাল্পনিক !

আমি ভালো আছি, তুমিও নিশ্চয়ই ভালই আছ সব মিলিয়ে!

৫| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৮

মোঃ আনারুল ইসলাম বলেছেন: সুন্দর হইসে পেলাচ দিমু




B-) B-)










দিয়েই ফালাই । +++++++++++++++++++++

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩১

আরমিন বলেছেন: ধন্যবাদ আপনাকে !

৬| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৯

নস্টালজিক বলেছেন: লেখা ভালো লাগলো!

অনেক দিন বাদে তোমাকে দেখলাম!


শুভেচ্ছা নিরন্তর!

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৫

আরমিন বলেছেন: কি বলবো! আলস্য আমাকে একদম গ্রাস করে নিয়েছে রানা ভাই! আপনাদের দেখে মনে হচ্ছে খুব কাছের মানুষদের সাথে অনেকদিন পর দেখা! এডিনবার্গ নিয়ে কিছু লিখেছেন কি? কেমন কাটছে দিনকাল?

৭| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২১

হাসান মাহবুব বলেছেন: সত্যি কাহিনী নাকি? কয়েকদিন আগে আমার আম্মার এনজিওগ্রাম করা হলো। তার আগের দিনগুলোতে কী ভীষণ টেনশন! ডাক্তার যখন সবাইকে ডেকে দেখালো যে কোনো ব্লক নেই, আমার জীবনের অন্যতম আনন্দের মুহূর্ত ছিলো ওটা।

২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭

আরমিন বলেছেন: হুম, ঘটনা সত্যি, বাইপাস সার্জারি একটা পরিবারকে যে কিভাবে নাড়িয়ে দিয়ে যায়!

আপনারা অনেক লাকি হামা ভাই ! আন্টি ভালো থাকুন।

৮| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৫

মহামহোপাধ্যায় বলেছেন: আপু, অনেক দিন পর !! আশা করি ভালো আছেন।

পোস্টে ভালো লাগা রইল :)

২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৮

আরমিন বলেছেন: হুম , আমি হলাম আলস্য দেশের রানী! ভাল আছি ভাইয়া, তুমি ভাল আছো ?

অনেক ধন্যবাদ ! :)

৯| ২৮ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

ইখতামিন বলেছেন:
পোস্টে প্লাস

২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১২

আরমিন বলেছেন: অনেক ধন্যবাদ ইখতামিন!

১০| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩১

মহামহোপাধ্যায় বলেছেন: আরে শুভ বর্ষপূর্তিও !! সব শুভ একসাথে !! পার্টি চাই !! পার্টি চাই !! !:#P !:#P !:#P !:#P

১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৪

আরমিন বলেছেন: আরে সংস্কৃত পন্ডিত, পার্টি কিসের আবার?
দিন আসে, দিন যায়, সেই সাথে বর্ষপূর্তিও হয়ে যায় ,
সেটা শুভ কিনা বোঝা কঠিন! :)

১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৮

বাবু আমার নাম বলেছেন: ভালা হইছে।

২৭ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

আরমিন বলেছেন: ধন্যবাদ ।

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
:#>

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৭

আরমিন বলেছেন: :(

১৩| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪০

ইখতামিন বলেছেন:
পরের পর্ব কবে জানি পড়তে পারবো...!

১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

আরমিন বলেছেন: আল্লাহই জানে!

১৪| ৩০ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:০০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: পরের পর্বের অপেক্ষায় রইলাম... :)

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৫৭

আরমিন বলেছেন: :)

১৫| ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫৩

আরজু পনি বলেছেন:

পোস্ট না দিতে না দিতে তো অভ্যাস নষ্ট হয়ে যাচ্ছে ! /:)

নতুন পোস্ট চাই আরমিন ।

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৫৫

আরমিন বলেছেন: ঠিক বলেছো পনি আপু , লিখবো দেখি !

১৬| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২৯

বৃতি বলেছেন: টাচি। মা বাবা নিয়ে যে কোন লেখা আমাকে বেশ টানে। আশা করি আপনার বাবা এখন ভালো আছেন।

শুভেচ্ছা আরমিন :)

১০ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩১

আরমিন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ বৃতি ! :)

জী , উনি এখন আল্লাহর রহমতে ভালো আছেন।

আমি দুঃখিত দেরী করে উত্তর দেবার জন্য।

১৭| ১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:০০

মহান অতন্দ্র বলেছেন: আপনার বাবার জন্য অনেক দোয়া রইল । উনি খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে উঠেন ।

১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৪৭

আরমিন বলেছেন: অনেক ধন্যবাদ তন্দ্রা !
এই ঘটনাটি প্রায় দুই বছর আগের । :)

১৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩১

দর্পণ বলেছেন: দারুন লেখা।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৩

আরমিন বলেছেন: ধন্যবাদ দর্পণ !

১৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৫

বিপ্লব06 বলেছেন: পরের পর্বটা কৈ?

৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৮

আরমিন বলেছেন: এখনও লেখা হয়ে ওঠেনি! :)

২০| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫২

নুরএমডিচৌধূরী বলেছেন: লিখাটা সুন্দর
++++

৩০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২২

আরমিন বলেছেন: ধন্যবাদ আপনাকে! :)

২১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৭

যোগী বলেছেন:
হাই !
কেমন আছেন?

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৬

আরমিন বলেছেন: হাই !

আমি ভালো আছি, আপনার কি খবর?

২২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৮

যোগী বলেছেন:
খবর নাই, সরকারী ছুটি :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৭

আরমিন বলেছেন: আমাদের ও

২৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৭

আমি অথবা অন্য কেউ বলেছেন: i can relate it with myself. i had to undergo same feeling many times. 3 out of 4 members were admitted in hospital when only i was ok. then i saw the real world. i had an accident and was in coma for 2 months followed by 14 long months in hospital both at home and abroad. just recently I'm released and enjoying my homecoming. afterall life is greater than absolutely anything. this post is so close to my feelings...

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৬

আরমিন বলেছেন: Oh my God!
What are you saying! Human life is so strange!
Last year, I was also close to death and then realised how much I love my life!
আপনার কথা পড়ে মনটা খারাপ হয়ে গেলো!:(
I hope you are fit now!

২৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

আমি অথবা অন্য কেউ বলেছেন: Hmm, akhon thik achi. ontoto manosik dik diye shustho.

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৮:০২

আরমিন বলেছেন:
That's great!
Cheers to life! Haha! :)

২৫| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫১

মনিরা সুলতানা বলেছেন: কবে পাব, লেখা চাই আরমিন
অনেক অনেক শুভ কামনা

০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৩

আরমিন বলেছেন: ফেব্রুয়ারীতে পেতে পারো! :)

২৬| ১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৩

জুন বলেছেন: মন ছুয়ে যাওয়া বাস্তব এক গল্প আরমিন২৯ ।
অনেক ভালোলাগা
+

১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫২

আরমিন বলেছেন: পড়ার জন্য অনেক অনেক থ্যাংক্স প্রিয় জুন আপু ! :)

২৭| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৭

এহসান সাবির বলেছেন: ওহ! দারুন।

১৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৩

আরমিন বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ সাবির ! :)

২৮| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: লেখাটা আসলেই স্পর্শ করে গেলো। মেহেরিন যে সাহসী সিদ্ধান্ত নিল, তার মধ্য দিয়ে বাবার প্রতি ভালোবাসাই যেন প্রকাশ পেলো। সুদানী এডভাইজরের কথাগুলোও মনে দাগ কাটার মতো। শেষ পর্বে বিস্তারিত মন্তব্য দিবো। কিন্তু মনে হচ্ছে অনেক দিন ধরে পোস্ট দিচ্ছেন না। তবুও আগামী পর্বের জন্য অপেক্ষায় রইলাম।
আর হ্যাঁ, he is the best rescuer! এই বাক্যাংশে he টা He হবে। কারণ আল্লাহ্‌র নামের সর্বনামের প্রথম অক্ষর সব সময় ক্যাপিটাল লেটার হয়।
অনেক ভালো লাগলো আরমিন। নিরন্তর শুভ কামনা রইলো।

২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৭

আরমিন বলেছেন: আপনি বরাবরই অনেক মনোযোগী পাঠক! সেটা আপনার কমেন্টগুলি লক্ষ্য করলেই বোঝা যায়! অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য !

Edited allready! :)

বেচে থাকলে ফেব্রুয়ারীর শেষের দিকে পোস্ট দিবো ইন শাহ আল্লাহ! :)

২৯| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৪

বিদ্রোহী বাঙালি বলেছেন: ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কেন? :(
বইমেলায় কোন বই আসছে, যাতে এই গল্পটাও আছে? :)

২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৯

আরমিন বলেছেন: আরে নাহ! অতবড় লেখক হইনি এখনও !
মিড ফেব পর্যন্ত একটু বিজি, সেজন্য । :)

৩০| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: আলস্য দেশের রাণীর পোস্টে রাজপুত্রের ভালো লাগা। :)

আমি জীবনের প্রায় সতেরটি বছর বাবার সহচর্য পাই নি।
তাই আজ যখন খাবার টেবিলে মুখোমুখি হই।
এক অস্বস্তিকর অনুভূতি অনুভূত হয়।
স্বাভাবিক সম্পর্কে অস্বাভাবিকতা।

বাবা তোমাকে ভালবাসি
তাই আজও বলা হয় নি।

ভালো থাকবেন।

২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৩

আরমিন বলেছেন: ওরে রাজপুত্রের কমেন্ট পড়ে তো রানী একদম হা হা প গে ! =p~ =p~

ছেলে বলেই কি বাবার সাথে এই দূরত্ব? আমি তো এখনও বাসায় গেলে বাবা সারাক্ষন আমার চারপাশে ঘুরতে থাকে, ঠিক একটা ছোট বেবী যেভাবে তার মায়ের চারপাশে ঘুরঘুর করে! বাবার সাথে আমার অনেক মজার মজার গল্প আছে, আস্তে আস্তে লিখবো ।

বাবা ছেলের দূরত্ব ঘুচে সহজ সুন্দর একটা সম্পর্ক হোক, সেই শুভকামনা রইলো !
:)

৩১| ২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:০৮

আমি ভাল আছি বলেছেন: পড়ে ভাল লাগল।

২৭ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

আরমিন বলেছেন: ধন্যবাদ পড়বার জন্য !

৩২| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:৩২

এই সব দিন রাত্রি বলেছেন: আমার আব্বু কিছুদিন আগে আই সি ইউ তে ভর্তি ছিল হার্টের সমস্যায়। ঊনার দুবার রিং পড়ান হয়েছে এর আগে। বেশ উদ্বিগ্ন সময় কেটেছে হসপিটালের করিডোরে!

হন্তদন্ত হয়ে কোন এক নার্স বের হল; আমরা সবাই দাড়িয়ে গেলাম!

"আনিস সাহেবের কেও আছেন?" এদিক অদিক খুজলাম! কেও আসেনি আনিস সাহেবের!

প্রতিবার নার্স হন্ত দন্ত হয়ে বের হয়; আর আমরা সবাই মনে মনে জপতে থাকি; আমাদের যেন না ডাকে!

অন্য কাওকে ডাকুক;

জীবনটা অনেক কঠিন মনে হয় হসপিটালের করিডোরে। খুব সহজেই স্বার্থপর চিন্তা করে ফেলি; আবার চোখে পানিও আসে খুব সহজেই।

একটা ছোট বাচ্চা ছিল; অনেক কাদছিল!
ওর হার্টে দুটো ফুটো ছিল। জীবনটাকে একদমই ফেয়ার মনে হয়নি সেদিন! একদমই না! :(

৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫১

আরমিন বলেছেন: বাবা যখন হসপিটালে ছিলো, তখন তো আশেপাশের কেবিনের রোগীদের আত্বীয়দের সাথে আমাদের একটা ভাল সম্পর্ক তৈরী হয়ে গিয়েছিলো , বিপদের সময় অচেনা মানুষ ও যে কেমন কাছের লোক হয়ে যায়, পরবর্তী পর্বগুলোতে লিখবো সেসব কাহিনী ।

আংকেল এখন কেমন আছেন? দোয়া থাকলো আংকেলের জন্য !

"জীবনটা অনেক কঠিন মনে হয় হসপিটালের করিডোরে। খুব সহজেই স্বার্থপর চিন্তা করে ফেলি; আবার চোখে পানিও আসে খুব সহজেই।"
আসলেই কঠিন!

৩৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৯

শায়মা বলেছেন: অনেক অনেক ভালো লাগা আপুনিমনি!!!!!!!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৩৩

আরমিন বলেছেন: তোমাকেও অনেক অনেক থ্যাংক্স কস্ট করে পড়ার জন্য শায়মা আপু ! :)

৩৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৪

দীপংকর চন্দ বলেছেন: মন ভীষণ স্পর্শ করলো লেখাটি!

এতো আবেগ কিভাবে যে থাকে লেখায়!

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৩

আরমিন বলেছেন: চমৎকার অনুপ্রারনাদায়ী মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ! :)

৩৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩২

এহসান সাবির বলেছেন: শুভ বসন্ত।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১০

আরমিন বলেছেন: বসন্তের শুভেচ্ছা আপনাকেও ! :)

৩৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৫

মহামহোপাধ্যায় বলেছেন: দ্বিতীয় পর্বটা পড়তে যেয়ে দেখি গল্পের কাহিনী ভুলে গেছি। তাই আবার রিভিশন দিয়ে গেলাম। ভালো লাগলো। এবার নতুন পর্বে যাই :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫১

আরমিন বলেছেন: বিদ্রোহী ভাই ও একই কথা বললেন! :P
এরপরের পর্ব আশাকরি দ্রুতই দিয়ে দিবো ! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.