![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাখে আল্লাহ মারে কে…!
হায়াত,রিযিক,মৃত্যু সকল কিছু মহান আল্লাহতালার হাতে,আল্লাহ যখন যা চাই তা হবে এবং হয়।এই পৃথিবীর সৃষ্টির সর্ব শ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতি।
আল্লাহ সুবাহানাতালা একজন মানবকে সৃষ্টি করার পর তার আয়,উন্নতি,রিযিক,হায়াত নির্ধারন করে রাখেন।
একজনের কথা বলি,একজন মানুষের সমস্ত কিছু নির্ভর করের তার কর্মের উপর কর্মের ফলাফল অনুযাযি উন্নয়ন ও সফলতা।
উন্নয়নের ফলে একজন লোক অনেক সম্পত্তির মালিক হয়েছেন।
অনেক সম্পত্তির মালিক লোকটি,
ক্রমানয়ে উনার বয়স বেড়ে চলছে। বয়স অনুযায়ি বিবাহ সম্পূর্ণ করেছে,আল্লাহর রহমতে চার সন্তান দুই কন্যার জনক হয়েছেন।
সন্তান কন্যাদের যথা সম্ভব চেষ্টায় শিক্ষিত করেছে,তাদের বিবাহও সম্পূর্ণ করেছে।
উন্নয়নের অবস্থায় কেনা জমি গুলো বিক্রয় করে,ভাড়া দিয়ে প্রতি নিয়ত খরচ চালিয়ে যাচ্ছেন।
বয়সের কারণে,ঐ লোকটির এক মহা রোগ ধরা পড়েছে।
ব্যাপার একটাই চিকিৎসার নিতে চাইলে অনেক টাকার প্রয়োজন।
ছেলেরা মোটামুটি চলে দুজন ব্যবসায়ী,বাকীরা বাবার টাকায় চলে মেয়ে দুটিকে বিয়ে দিয়েছে ভাল পাত্র দেখে।বাবা অসুস্থ হয়ে পড়লেন ঐদিকে উনার স্ত্রীও তেমন সুস্থ নয়।
সম্পত্তির কোন অংশ কোন ছেলেকে ভাগ করে দেয়নি।
পরিবার জায়গার সব হিসাব নিকাশ নিজেই পরিচালনা করে আসছে,অসুস্থের খবর পেয়ে নিজে একটু হ্যাঁপিয়ে উঠলেন,ভয় পেলেও মনোবল হারান নি।আমাকে বাঁচতে হবে কঠোর পদক্ষেপ নিলেন উন্নত চিকিৎসা নিতে,প্রয়োজনে বিদেশ যাবেন।
এখন ছেলেদের কাছ থেকে আর্থিক ভাবে কোন ব্যাক আপ পাবে না বাবা ঠিকই জানেন।
নিজেই সিধান্তে নিলেন টাকা যোগার করতে হবে,
উনার ক্যাশ টাকা নেই তেমন কোন ব্যাংক ব্যালেন্সও নেই।উন্নত চিকিৎসার প্রয়োজন হলে উপায় একটা,জায়গা বিক্রয় করা লাগবে।
অনেক পরিচিত লোকের কাছে টাকা চাইলেন সবাই ফিরিয়ে দিল,টাকার অংক বড় তো প্রথম ধাপে লাগবে দশ লাখ টাকা।
তিনি নিজেই চিন্তা করতে লাগলেন কারো কাছে হাত না পেতে নিজের সম্পত্তি গুলো বিক্রয় করে দি এতে চিকিৎসার টাকা মিলে যাবে, চিকিৎসা নিয়ে অন্তত আমি কিছুদিন সুস্থ থাকতে পারব।
জায়গা বিক্রয় করতে চুড়ান্ত সিধান্ত নিয়ে বিভিন্ন গণমাধ্যমের বিজ্ঞাপন দিতে লাগলেন।
ল্যন্ড ব্যবসায়ী কোম্পানী গুলো অতি দামে জায়গা ক্রয়ের ফলে সাময়িক ক্ল্যু সৃষ্টি হয়,ফলে জায়গার দাম কমে গিয়েছে।
প্রতি শতকে জায়গা অনুযায়ী ভাল দাম পাওয়া যাচ্ছে না।এদিকে মানুষে হাতে টাকা পয়সাও নেই,বিজ্ঞাপন খতিয়ে যে ক্রেতাগণ আসছে তারা উপযুক্ত দামের চেয়ে কম দাম কষাচ্ছেন।
এদিকে উনার অবশ্যই চিকিৎসা নিতে বাইরে যেতে হবে।
একজন ক্রেতার থেকে উপযুক্ত দামের চেয়ে একটু কম দামে জায়গা বিক্রয় করার চুক্তি সম্পাদন করেন।বাজারের মৌজা মূল্যের চেয়ে কম দিয়ে বিক্রয় করে দিলেন অনেক জায়গা,ক্যাশ টাকা হাতে নিয়ে নিলেন।পাড়ি জমালেন চিকিৎসা নিতে।
আল্লাহ উনার প্রতি সহায় ছিলেন চিকিৎসা সেরে মোটামুটি সুস্থ হয়ে দেশে ফিরলেন।
দেশে ফেরার পরঃ নিয়মিত ঔষুধ চালিয়ে যাচ্ছেন। কিছুদিন পর দেখলেন ভূমির চড়া দামে বাড়তে শুরু করেছে।
উনার ৩য় ছেলে বাবাকে প্রশ্ন করলেন,বাবা তোমার তো এতো সম্পত্তি আছে আমাদের ভবিষ্যৎ এর জন্যে তুমি আমাদের কি কি দিয়ে যাবে…?
কিছুদিন আগে চিকিৎসা করতে গিয়ে অনেক জমি বিক্রয় করে দিয়েছো অনেক সস্তা দামে আজ যদি তা বিক্রয় করতে তা অনেক মূল্যে বিক্রয় করতে পারতে।
ছেলেটি প্রতি নিয়ত আফসোস করে যাচ্ছে…
বাবা ছেলেকে মুছকি হেঁসে বললো বাবা এই সম্প্ত্তি মালিক কে…?
ছেলে বলল তুমি।
বাবাঃ আমার জমি যা করার আমি নিজেই করবো,এতে তোমার মাথা ব্যাথা কেন…?
আমি যখন অসুস্থ হয়ে পড়েছিলাম তখন তো তুমি আমাকে নিয়ে চিন্তা করো নি,এখন আমার সম্পত্তি নিয়ে চিন্তা করছো কেন…?
আফসোস করছো কেন…?
আমার সম্পত্তি আমার চিকিৎসার কাজেই ব্যবহার করছি এতে তোমার ক্ষতি কি?
আফসোস করো না,আমি সুস্থ হলে তুই অনেক সম্পত্তির মালিক হতে পারবি।
কোন বাবা-মা চায় না তার ছেলে মেয়ে কষ্ট পাক, আশা করি তোরাও কষ্ট পাবি না।
আমি সব মিটিয়ে দিব তোদের,তোরা কষ্ট পারি না,যদি আল্লাহ তোদের উপর সহায় থাকে।