নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনাদের সাথে আমিও আছি...

কিছু শিক্ষতে চাই

মো: হাফিজ আল আসাদ

কিছু শিক্ষতে চাই › বিস্তারিত পোস্টঃ

মহাবীর আলেকজেন্ডার এর এক উদারতার পরিচয়..

২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

মৃত্যু শয্যায় মহাবীর আলেকজেন্ডার তার সেনাপতিদের ডেকে বলেছিলেন, 'আমার মৃত্যুর পর আমার তিনটা ইচ্ছা তোমরা পূরণ করবে।
★ আমার প্রথম অভিপ্রায় হচ্ছেঃ
শুধু আমার চিকিৎসকরাই আমার কফিন বহন করবেন।

★ আমার ২য় অভিপ্রায় হচ্ছেঃ
আমার কফিন যে পথ দিয়ে যাবে সেই পথে আমার অর্জিত সোনা ও রুপা ছড়িয়ে থাকবে।

★ আর শেষ অভিপ্রায় হচ্ছেঃ
কফিন বহনের সময় আমার দুই হাত কফিনের বাইরে ঝুলিয়ে রাখবে।'

তার সেনাপতি তখন তাঁকে এই বিচিত্র অভিপ্রায় কেন করছেন প্রশ্ন করলেন।
দীর্ঘ শ্বাস গ্রহণ করে আলেকজান্ডার বললেন, 'আমি দুনিয়ার সামনে তিনটি শিক্ষা রেখে যেতে চাই।

★ আমার চিকিত্সকদের কফিন বহন করতে এই কারনে বলেছি,যে যাতে লোকে বলতে পারে যে চিকিত্সক মানুষকে সারিয়ে তুলতে পারে না।
তারা ক্ষমতাহীন আর মৃত্যুর থাবা থেকে রক্ষা করতে অক্ষম।

★ যাবার পথে সোনা-দানা ছড়িয়ে রাখতে বলেছি সোনা-
দানার একটা কণাও আমার সঙ্গে যাবে না। এগুলো পাওয়ার জন্য সারাটা জীবন ব্যয় করেছি কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না। মানুষ বুঝুক এসবের পেছনে ছোটা মানে সময়ের অপচয়।'

★ কফিনের বাইরে আমার হাত ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে বুঝানোর জন্য পৃথিবীতে খালি হাতে এসেছি আজ পৃথিবী থেকে খালি হাতেই চলে যাচ্ছি।

মহান আল্লাহ, সকল মানব জাতীকে ঈমানী শক্তি আরও বাড়িয়ে দিক এবং আল্লাহকে বুঝার মতো তৌফিক দান করুন

ফেইসবুক থেকে কালেকশান ...

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

এরিক ফ্লেমিং বলেছেন: পোস্টের শিরনাম "মহাবীর আলেকজেন্ডার এর এক উদারতার পরিচয়.." না হয়ে "মহাবীর আলেকজেন্ডারের অতৃপ্তি/হাহাকার" বা "মহাবীর আলেকজেন্ডারের উপলব্ধি" হতে পারতো কিনা?

২| ২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

কানিজ রিনা বলেছেন: আমার জানামতে আমার জীবনের পুরুষ
দি,জেন্ডার সারা জীবন পুরুষ অভিযুক্ত
যত অন্যায় আনন্দ আছে তার কোনও
একটও বাদরাখে নাই। মৃত্যুর আগে ব্যাংকের
লোনের দেনা চাপিয়ে দিয়ে যাবে নিরজাতীত
নিঃস্পেশিত ছেলে মেয়ের ঘারে।
মাফ করবেন। আপনাকে অনেক ধন্যবাদ।

৩| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অসাধারণ............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.