![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিছানায় শুয়ে,টেবিলে বা মেঝেতে বসে,ডায়েরীতে যেটা লেখেন, সেটা নিজের জন্য ইচ্ছেমত লেখা। যখনই অন্যকে দেখাতে যাবেন,সেটা অন্যের জন্য লেখা, যেক্ষেত্রে অন্যের রুচিটাকে প্রাধান্য দিতে হয়।
৷
ওভার কনভিডেন্স বলে একটা ব্যাপার আপনারা নিশ্চই জানেন |
- বাবা, চেষ্টা করলে তুমি বিসিএস ক্যাডার হতে পারবে - ( পিতা মহাশয়)
- পরিশ্রম আর অধ্যবসায় করলে তুমিও চান্স পাবে ঢাবি/ঢামেক/বুয়েট/আইবিএ তে ( মাননীয় কোচিং শিক্ষক)
৷ আমি একমত | কিন্তু ঝামেলা তখনি হয়- সবাই দিনরাত খেটে পরিশ্রম করে - চেষ্টা করছে ১ লাখ, টিকবে মোটে ১ হাজার |
সবাই এই সত্যটা জানে | তবুও একবুক ভরা আশা নিয়ে পরীক্ষা দিচ্ছে, চান্স তো পেতেই হবে | লেক-ইন, ১ লাখ আইন্সটাইন পরীক্ষা
দিলেও সিংহভাগ সফলতার মুখ দেখবে না | আর কথায় আছে না- আশা বেশি বেশি করলে হতাশার পরিমান হয় আরো বেশি |
ইচ্ছা থাকলে উপায় হয়, আর পরিশ্রম সফলতার চাবি + কাঠি, চেষ্টা করলে সবই সম্ভব ( অবশ্যই, চেষ্টা করলে আমিও একদিন হতে
পারবো আয়রন ম্যান) | সত্যি কি তাই? হয়তোবা |
৷ আশা করা আবশ্যক, তবে সেটা বাস্তবতার নিরিখে হলে কি একটু ভালো হয়না?
৷ ( চলবে)
০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ২:৩২
যায়েদ আল হাসান বলেছেন: আপনার মুল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি কিভাবে লিখতে হয়, সেটাই শিখতে চেষ্টা করছি।আপনাদের মন্তব্য আমাকে শিখতে সহায়তা করবে।
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৫:০১
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ইচ্ছা + পরিশ্রমের সাথে আরেকটি বিষয় যোগ করতে হবে + ভাগ্য।
আপনার ভাগ্যে যেটা ঘটার কথা সেটাও গুরুত্বপূর্ণ। আপনার ইচ্ছা নাবিক হবেন, সাথে পরিশ্রমও করলে। কিন্তু ধরুন আপনার ভাগ্যে সেটা নেই, বরং আপনার ভাগ্যে আছে ব্যবসায়ী হবেন। সেক্ষেত্রে আপনার ইচ্ছা ও পরিশ্রম ব্যবসায়েই সাফল্য নিয়ে আসতে পারে।
তবে চরম মেধাবীদের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম হতে পারে। তারা চাইলেও কিছু কিছু পেশায় (যেমন ডাক্তার, বিসিএস কর্মকর্তা) ইচ্ছা ও পরিশ্রম দিয়েই সুযোগ পেয়ে যেতে পারে।
০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:৫১
যায়েদ আল হাসান বলেছেন: একমত
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:০৯
নতুন বলেছেন: ফুটবল খেলার মাঠে আপনি নামলেন এখন যদি ৯০ মিনিট দাড়িয়ে থাকেন তবেও খেলা শেষ হয়ে যাবে। কিন্তু যদি কস্ট করে ১টা গোল দেন তবে আপনার খেলার উদ্দেশ সফল হলো। আর যদি ১০ টা গোল করেন তবে সেরা দের পাশে আপনার নাম থাকবে।
দাড়িয়ে ৯০ মিনিট শেষ করা আর ১০ গোল দেবার মাঝে পার্থক্য আপনার ইচ্ছা শক্তি। ইচ্ছা থাকলে মানুষ লক্ষে পৌছানের জন্য যা কিছু দরকার জোগার করে নেয়।
যদিও কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রনে থাকেনা সেই গুলি অনেক সময় লক্ষে পৈছাতে বাধা দেয় কখনো সেই বাধা পার হাওয়া যায় কখনো সেখানেই থেমে যেতে হয়। সেটাকে মানুষ ভাগ্যে নেই বলে মেনে নেয়।
একটা মানুষ ভালো পরিবেশে বড় হলে তার শারিরিক পূর্নতা ভালো হবে এবং সেটা কর্মক্ষেত্রে সফলতায় সাহাজ্য করবে। শারিরিক বা মানুষিক দূর্বলতা নিয়ে বড় হলে কর্মক্ষেত্র সেই দূবর্লতা একটা বাধা হয়ে দাড়াবে।
এই সমস্ত বিষয়কে আমারা ভাগ্যের নেই বলে মেনে নিতে চেস্টা করি। তখন মানুষ হাল ছেড়ে দেয়।
০৯ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:২৭
যায়েদ আল হাসান বলেছেন: যেগুলোর নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই, সেগুলো নিয়ে মাথা না ঘামিয়ে, নিজেদের হাতে যেটার নিয়ন্ত্রণ আছে, সেগুলোতেই মনযোগ দেয়া উচিৎ। যদিও পোস্টের মূল বিষয় - Expectations vs Reality.
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:১১
চাঁদগাজী বলেছেন:
ইন্টারেষ্টিং বিষয়, লেখার মান তার কাছাকাছিও যায়নি।