![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিছানায় শুয়ে,টেবিলে বা মেঝেতে বসে,ডায়েরীতে যেটা লেখেন, সেটা নিজের জন্য ইচ্ছেমত লেখা। যখনই অন্যকে দেখাতে যাবেন,সেটা অন্যের জন্য লেখা, যেক্ষেত্রে অন্যের রুচিটাকে প্রাধান্য দিতে হয়।
আমি কোন ব্যাপারেই শতভাগ নিশ্চিত নই। প্রায় সব বিষয়েই 'হয়তোবা' শব্দটা ব্যবহার করে আসছি। তবে একটা ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত।
কোন মানুষই শতভাগ খারাপ কিংবা শতভাগ ভালো হতে পারে না। সবচেয়ে ভালো মানুষটার মাঝেও অন্তত একটা খারাপ গুণ থাকতে পারে। ঠিক যেমন টা, সবচেয়ে খারাপ মানুষ এর মধ্যেও অন্তত একটা ভালো গুণ থাকবে। হয়তো এটাই স্বাভাবিক।
ওপরের কথাগুলো নতুন নয়। গুগলে সার্চ করলেই দেখবেন কোন মহাগুরু এই কথাগুলো বলে গেছেন।
তবে আমি যেটা পর্যবেক্ষণ করেছি, মানুষের পুরোপুরি ভালো বা খারাপ হওয়ার ক্ষমতাই নেই। চাইলেও সে শতভাগ ভালো বা খারাপ মানুষ হতে পারে না। এটা হয়তো বা মানব চরিত্রের দূর্বলতা।
আপনার কি মনে হয় ব্যাপারটা সত্যি?
©somewhere in net ltd.