![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পনেরো হাজার পৃষ্ঠার একটা উপন্যাস লিখব! সেই উপন্যাসে তার নাম কোটিবার থাকবে! সেই উপন্যাসের নায়ক আমি আর নায়িকা সে!
একটা মেয়ের চোখে হাজারো লিটার নোনতা পানি ভর করে যখন মেয়েটা বিয়ে করে শেষ বারের মতো একটা ফ্যামিলি ছবি তুলে তার স্বামীর সাথে গাড়িতে উঠে পড়ে তার নতুন ঠিকানায়। ওই সময় মেয়েটার চোখ থাকে তার বাবার দিকে। তখন এটা কোনও ম্যাটার করে না যে ওই মেয়ের বিয়েতে আমার মন ভেঙে খান খান হয়ে গিয়েছে। জোর করেও চোখের নোনতা পানি আটকাতে পারে না ওই মেয়েটা।
সেই সময় ওই মেয়ের চোখে দিকে তাকালে আপনা আপনি মনটা খারাপ হয়ে যায়।
©somewhere in net ltd.