![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্ম স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধনী মেহেরপুর জেলার গাংনী থানার সিন্দুর কৌটা গ্রামে।
কোমরের ভাঁজে বাড়তি মেদের উৎপাত
টেনশন বুকে চেপে বসেছে পাথরের মতো
ঘুম আসে না, প্যাঁচার মতো জেগে থাকে তারা।
চারিদিকে ঝলমলে রোদ
তবুও বিলাসি রমনীরা ঘুমিয়ে থাকে
সুখের সাগরে ভাসছে তারা যেন বিশ্রামে বিধ্বস্ত।
ফ্যাশান পত্রিকার পাতা উল্টানোর ফাঁকে
মাথা থেকে রাশি রাশি মহৎ চিন্তা বের হয়
নারীর অধিকার চায়, সোনার বাংলাদেশ চাই,
মানুষ সবাই সমান, এ রকম আরো কতকিছু।
মুখের দুর্বল ফাউন্ডেশনের উপর চলে সুন্দর কারুকার্য
কপালে ছোট্ট একটা টিপ কেমন হবে এই নিয়ে ব্যস্ত সময়
সন্ধ্যায় পার্টিতে নিয়ন আলোর নিচে
পোশাকের জৌলুস ঝলসে ওঠে
রাঙা পোশাকের নিচে মলিন হৃদয় মুক্তির পথ খোঁজে
হে প্রভু! আর কত অপেক্ষা ? শান্তি সে কতদুরে !!
১৫ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
মো: আশিকুজ্জামান বলেছেন: ভাললাগল তাই আমিও খুশি হলাম।
২| ১৪ ই জুন, ২০১৫ দুপুর ১:৫৮
এফ.কে আশিক বলেছেন: ভালো লাগা..............।
১৫ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
মো: আশিকুজ্জামান বলেছেন: শুভেচ্ছা রইল। ভাল থাকবেন।
৩| ১৪ ই জুন, ২০১৫ দুপুর ২:১২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার!
১৫ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪
মো: আশিকুজ্জামান বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।
৪| ১৪ ই জুন, ২০১৫ দুপুর ২:৪২
কামরুন নাহার বীথি বলেছেন: বউ এর ভালোই গুণ কীর্তন করলেন আশিক ভাই!!
অনেক অনেক শুভেচ্ছা!!!
১৫ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৪২
মো: আশিকুজ্জামান বলেছেন: আপা, বউ কোথায় পেলেন? বিলাসী রমনী সম্পর্কে বলেছি।
৫| ১৪ ই জুন, ২০১৫ বিকাল ৫:৪৭
সুমন কর বলেছেন: মোটামুটি !
১৫ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫
মো: আশিকুজ্জামান বলেছেন: শুভেচ্ছা রইল। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০১৫ দুপুর ১:১৬
পথিক০৭ বলেছেন: অসাধারন লাগলো..।