![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগের জগতে আমি সম্পূর্ণ নতুন একজন । দুই বছর আগে থেকেই ফেইসবুকে ছোট গল্প লেখালেখি করি । লেখালেখি করার আগ্রহটা পুরোটাই সখ থেকে ! আমার গল্পের কাহিনীগুলো অগোছালো চিন্তার সমষ্টি ! আমার প্রোফাইল পড়ার জন্য ধন্যবাদ ।
4 August 2013 at 00:19
নাম তার তরী ।
পুরো নাম তামান্না তরী ।
ফেসবুকেই প্রথম পরিচয় হয় তাঁর সাথে ।
প্রথম প্রথম একটু মুডি ছিলো তরী । মেসেজ দিলে তার রিপ্লে দিতো খুব কম ।
ফেসবুকে পরিচয় বলে আমরা কিন্তু ফ্রেন্ড ছিলাম না !
আসলে, তরী আমার লেখা রোমান্টিক গল্প পড়তে অনেক পছন্দ করতো তাই তরীকে আমি মেসেজ করে আমার লেখা গল্পগুলো পাঠাতাম ।
দিনে খুব জোর তিন-চারবার মেসেজে কথা হতো তরীর সাথে ।
তরী মেয়েটা বেশ চালাক ছিলো । একবার তরী আমার সম্বন্ধে কিছু তথ্য জানতে চাইলো ।
আমি কোনো কথা না বাড়িয়ে তরীকে সব সঠিক তথ্য জানালাম ।
কিন্তু আমি তরীর ব্যাপারে তথ্য জানতে চাইলে তরী বললো,
"আপনার ব্যাপারে আমার জানার ইচ্ছে ছিলো তাই জেনেছি,
আমার ব্যাপারে আপনার জানার দরকার নেই" !
কথাটা শুনে একটু শক খেয়েছিলাম আমি !
যখন ফেসবুক খুলে আমি এই মেসেজটা দেখতে পাই তখন আমি মেস থেকে বাসাতে আসছিলাম ।
গাড়িতে বসেই তরীকে একটা রিপ্লে পাঠালাম বেশ ভদ্রভাবে ।
পরে অবশ্য তরী আমাকে তাঁর ব্যাপারে সবকিছুই বলেছিলো !
আর সরিও বলেছিলো !
আস্তে আস্তে কথা আরোও বাড়তে থাকে । প্রায় প্রতিদিনই তরীর সাথে আমার ফেসবুক মেসেজে কথা হতো । আমি যদি কোনো কারণে তরীকে মেসেজ না করতাম তবে তরীই আমাকে বলতো,
"একবার খোঁজ ও নিলেনা আমার ! "
এভাবেই কয়েকদিনের ভিতরেই তরীর সাথে বেশ ফ্রী হয়ে গেলাম !
তরী আমাকে বেশ কিছু কথা বলে সবসময় ।
বোকা, গাধা, হাবলা -এ কথাগুলো রোজই তরীর কাছ থেকে শুনতে হতো আমায় । অবশ্য, তরীর কাছে থেকে এ কথাগুলো শুনতে খুব একটা খারাপ লাগতো না আমার !
প্রথম প্রথম পরিচয় হবার পর তরীকে আপনি বলে ডাকতাম আর তরীও আমাকে আপনি বলে ডাকতো ।
এভাবে চলতে চলতে একদিন হঠাত্ খেয়াল করলাম যে, আমি দুজনেই আপনি বলতে বলতে তুমি করে বলা শুরু করেছি !
তরীকে বললাম,
আচ্ছা, একটা ব্যাপার খেয়াল করেছো ?
আমরা কিন্তু একে অপরকে আপনি করে বলতে বলতে এখন তুমি করে বলছি !
আমরা বরং আবার আপনি করেই বলা শুরু করি, ঠিক আছে ?
তরী বললো,
আই এ্যম সরি !
তোমার ইচ্ছে হয় তুমি আমাকে আপনি করে বলো ।
আমি আর আপনি করে বলতে পারবো না !
ভাবলাম, ভালোই তো !
যেভাবে তরী বলছে সেভাবেই চলুক ।
একদিন হঠাত্ করেই একটা ইস্যু দিয়ে ওর ফোন নাম্বারটা চেয়ে ফেললাম !
ভেবেছিলাম, এখানেই বুঝি সব শেষ !
ওর ফেসবুক একাউন্ট থেকে আমাকে ব্লক করে দিবে হয়তো !
কিন্তু না !
মেসেজ দিতে একটু দেরি হলো বটে কিন্তু আমার দেয়া মেসেজের রিপ্লেটা আসলো ।
মেসেজে লেখা ছিলো,
"হা হা হা । আমার নাম্বারটা হলো : 016********"
বেশ অবাক লাগলো যে একবার বলাতেই আমাকে ওর ফোন নাম্বারটা দিয়ে দিলো !
রিপ্লেতে আমি বললাম যে, "এতো তাড়াতাড়ি ফোন নাম্বার না দিয়ে আরোও তো একটু ঘোরাতে পারতে, তাই না ? "
তরী বললো, "আমি ওরকম মেয়েই নই ! "
যাহোক, তরীর ফোন নাম্বারটা বেল কয়েকদিন আগেই নিয়েছি আমি । কিন্তু , সাহস করে তরীকে একবারও ফোন দেয়া হয়নি আমার !
আজ সন্ধাতে ফেসবুকে লগ ইন করেই দেখলাম যে, তরী অনলাইনে আছে ।
ওকে বললাম, আচ্ছা, তোমাকে কি সত্যি সত্যি একবার ফোন দেব ?
তরী বললো, নাম্বার কি তোমাকে টক রান্না করে খাওয়ার জন্য দিয়েছি নাকি ?
একটা সামান্য ফোন কল করবে আর তার জন্য এতোকিছু করছো তুমি !
বোকা ! গাধা কোথাকার একটা !
আমি আবার বললাম,
আচ্ছা, কখন ফোন দিলে তোমার সুবিধা হবে ?
তরী বললো,
আগামীকাল যে কোন সময়েই তুমি আমাকে ফোন দিতে পারো ।
তুমি সত্যিই একটা বোকা !
আমার বলার কিছুই ছিলোনা তরীর কাছে ।
তরী হয়তো জানেনা যে, আমি অন্য সবার মতো নয় । আমি একটু আলাদা !
নিজের পরিবারের সদস্যদের সাথে ফোনে কথা বলতে যেয়ে আমার গোসল হয়ে যায় !
আর কাল তরীর সাথে ফোনে কথা বলার সময় কি হবে কে জানে !
এমনিতেই মেয়েদের ব্যাপারে আমি একটু বেশিই নার্ভাস !
তবুও মনে জোর দিয়ে ভেবেছি আমি !
যা কিছুই হোক না কেন, কাল তরীকে ফোন করবোই আমি...
©somewhere in net ltd.