নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসিফ আহমেদ

হীমু

ব্লগের জগতে আমি সম্পূর্ণ নতুন একজন । দুই বছর আগে থেকেই ফেইসবুকে ছোট গল্প লেখালেখি করি । লেখালেখি করার আগ্রহটা পুরোটাই সখ থেকে ! আমার গল্পের কাহিনীগুলো অগোছালো চিন্তার সমষ্টি ! আমার প্রোফাইল পড়ার জন্য ধন্যবাদ ।

হীমু › বিস্তারিত পোস্টঃ

অদৃশ্য মায়াবতী !

২৭ শে মে, ২০১৪ রাত ১২:৩১

অনিক অবাক !

সামনে যা দেখছে সেটাকে কিছুতেই বিশ্বাস করতে পারছে না !



আর বিশ্বাস করবেই বা কি করে ?

এটা তাঁর জীবনের অনাকাঙ্খিত ঘটনাগুলোর মধ্যে একটি !



আজ অনিক তাঁর জীবনের সবচেয়ে অনাকাঙ্খিত একটি ঘটনার মুখোমুখি ।



অনিকের সামনে তাঁর পছন্দের মানুষটি দাঁড়িয়ে !



মেয়েটির নাম নুসরাত !



মেয়েটিকে দেখে আজ সত্যিই অনেক সুন্দর লাগছে !



নীলপরীর মতো !

জামা, পাজামা আর ওড়না তিনটার রঙই নীল রঙের !



এর আগেও অবশ্য এই পোশাকে মেয়েটিকে দেখেছে ছেলেটি ।

তবে আজ যেন অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি সুন্দরী দেখতে লাগছে মেয়েটিকে !



অনিক খুব পছন্দ করে এই মেয়েটিকে ।

কিন্তু সেই মেয়েটির কিছু জানে না !



অনিক ভেবে পায় না যে মেয়েটি তাঁর সামনে কি করছে ?



অনিক অতীতের ঘটনাগুলো একবার রিভিশন করার চেষ্টা করলো ।

কিন্তু সে চেষ্টা বৃথা গেল !

অনিক অনেক চেষ্টার পরও কিছুতেই কিছু মনে করতে পারলো না ।



অনিক বুঝতে পারলো না সে কি করবে !



হঠাত্‍ করেই মেয়েটি আরো কাছে এগিয়ে আসলো ।



মেয়েটি একটু কাছে আসতেই অনিক অনেক নার্ভাস ফিল করতে লাগলো !

আসলে, মেয়ে নামক শদ্বটির সাথে অনিকের এ্যলার্জি রয়েছে ।



মেয়েটি কাছে এসেই একটা মুচকি হাসি দিলো !



-পাগল একটা !



-কে ?

কে পাগল ?



-কে আবার !

এখানে আমি আর তুমি ছাড়া কি অন্য কেউ আছে ?

তুমি একটা পাগল !



-মানে ?

আমিতো কিছুই বুঝতে পারছি না !



-কিছু বোঝার দরকার নেই তোমার !

অটোগ্রাফ কোথায় দেবো ?



অনিক কথাটা শুনে আরোও বেশি অবাক হয়ে গেলো !

মেয়েটাকে সে এতো বেশি পছন্দ করে যে সে একবার মেয়েটির অটোগ্রাফ নেওয়ার চিন্তা করে ।



কিন্তু সে কথা এই মেয়েটি জানলো কি করে !



প্রত্যেকটি ঘটনা অনিককে অবাক করে দিচ্ছে !



নিজের হাতটা মেয়েটির দিকে বাড়িয়ে দিলো অনিক !



-তুমি সত্যিই একটা পাগল !



মেয়েটি অনিকের হাতে একটি সুন্দর অটোগ্রাফ এঁকে দিলো ।



অনিকের সাথে সাথে সারিবদ্ধ গাছের মাঝ দিয়ে হেঁটে চলেছে নুসরাত !



নুসরাতের সাথে এভাবে হাঁটতে অনিকেরও বেশ ভালোই লাগছে ।



অনিক চুপ করে আছে দেখে মেয়েটিই প্রশ্ন করলো...



-ফুচকা খাবা ?



-ন, আমি ফুচকা খাই না !



-খাও না ?

যখন কলেজের সামনে দাঁড়িয়ে বান্ধবীদের সাথে ফুচকা খেতাম তখন ঠিকই তো হা করে তাকিয়ে থাকতে !



অনিক এবার আরোও অবাক হয়ে গেলো !



নুসরাত এতোসব কথা কি করে জানে ?



ওর তো এই কথাগুলো জানার কথা নয় !

অন্য কাউকেও তো অনিক এই কথাগুলো কাউকে বলেনি !

তবে ?

তবে কি নুসরাত প্রথম থেকেই অনিককে খেয়াল করতো ?



অনিক কোন কিছুই মেলাতে পারে না !

আজ তাঁর সাথে এসব কি হচ্ছে ?

অনিক নীরব হয়ে আছে দেখে নীরবতা ভেঙ্গে দিয়ে আবার নুসরাত বলে উঠলো...



-কি ?

আমি কি ভুল বলেছি ?

তুমি আমার দিকে তাকিয়ে থাকতে না ?



-হ্যাঁ !

কিন্তু তুমি এতোকিছু জানলে কেমন করে ?



কোন জবাব না দিয়ে নুসরাত কেবলই হেসে চলে !



অনিক কেবলই বোকার মতো দাঁড়িয়ে থাকে আর মেয়েটির হাসি দেখে !



এ হাসিটাকে যেন উপেক্ষা করে যাওয়ার কোন সুযোগ নেই !



এমন হাসির মায়ার জালে কয়জন ই-বা না জড়িয়ে থাকতে পারে ?



-আচ্ছা, তুমি এতো পাগলামি কেন করো বলোতো ?



অনিক কি বলবে ভেবে পায় না !



-আবার কি পাগলামি করলাম ?



-এই যে কিছুদিন আগে আমাকে দেখতে যেয়ে তো রাস্তায় এক্সিডেন্ট ঘটাতে যাচ্ছিলে !



তোমার ফ্রেন্ড যদি তোমাকে রাস্তা থেকে না সরিয়ে আনতো তবে কি হতো বলোতো ?



এভাবে কি কেউ কাউকে দেখতে যায় বলো ?



অনিক কি বলবে ভেবে পায় না !



এই মেয়েটি তো তাঁর সম্পর্কে সবকিছুই জানে !

এটা কি করে সম্ভব ?



-একটা কথা বলবো ?



-হুম বলো ।



-আমার সম্পর্কে আপনি এতোকিছু কি করে জানেন ?



মেয়েটি সুনির্দিষ্ট কোন উওর দেয়না মেয়েটিকে ।

শুধু বলে যে, "মেয়েরা দূর থেকেই সবকিছু বুঝতে পারে"



অনিক আর কিছু বলে না !



অনিকের মাথায় হাজারটা চিন্তা এসে ঘুরপাক খেতে লাগলো !



অনিকের এমন হতভম্ভ হয়ে যাওয়া দেখে মেয়েটি যেন খুব মজা পাচ্ছে !



মেয়েটির হাসিতে আশপাশের পরিবেশ যেন থমকে যাচ্ছে !



একটু পর মেয়েটির হাসিটা আস্তে আস্তে মিলিয়ে গেলো !

আর হাসির সাথে মেয়েটাও !



অনিক আশপাশে মেয়েটিকে খোঁজার বৃথা চেষ্টা করলো ।



অনিকের অশপাশে কেউই নেই !

যতোদূর দেখা যায় শুধুই সবুজে ঘেরা গাছপালা !



পুরো বিষয়টা অনিকের কাছে একটি স্বপ্ন মনে হলো ।

কিন্তু এটি স্বপ্ন নয়, অনিক আজ এক বাস্তবেরই মুখোমুখি দাঁড়িয়ে আছে !



অনিক রাস্তার পাশের একটি ছোট বসার জায়গা পায় ।

তাঁর মাথাটা যেন ধরে আছে !

অনিক অন্য কিছু আর ভাবতে চাইছে না !



কিছুক্ষণ বসে থেকে আকাশের দিকে চেয়ে থাকে অনিক !

সাদা আকাশে কয়েক টুকরো কালো রঙের মেঘ ভেসে বেড়াচ্ছে ।



অনেকখানি হতাশা আর বিস্ময় অনিকের মনে জায়গা করে নেয় ।

অনিক ভাবে,

ইশ !

সত্যিই যদি নুসরাত তাকে বুঝতো !



তারপর অনিক বাসার যাওয়ার সিদ্ধান্ত নেয় !



অনিক ভাবে, ও যদি এভাবে একটি মেয়ের কথা ভেবে উদাস হয়ে বসে থাক তবে ওর এলাকার বাকী মেয়েগুলোর কি হবে ??

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.