![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগের জগতে আমি সম্পূর্ণ নতুন একজন । দুই বছর আগে থেকেই ফেইসবুকে ছোট গল্প লেখালেখি করি । লেখালেখি করার আগ্রহটা পুরোটাই সখ থেকে ! আমার গল্পের কাহিনীগুলো অগোছালো চিন্তার সমষ্টি ! আমার প্রোফাইল পড়ার জন্য ধন্যবাদ ।
সে অনেক অনেক দিন আগের কথা !
একদেশে বাস করতো এক রাজা ।
রাজার ছিলো একটা সুন্দর ছেলে !
যাকে বলে রাজপুত্র !
একদিন রাজপুত্র ঘোড়ায় চড়ে দেশ
ভ্রমনে বাইরে গেলো ।
-বাবা !
এটা আবার কোন গল্প হলো নাকি ?
আসিফ সাহেব একজন সফটওয়্যার ইঙ্জিনিয়ার ।
আসিফ সাহেবের এক স্ত্রী ও এক কন্য ।
আসিফ সাহেবের মেয়েটির বয়স চার বছর হলেও
সে অনেক বুদ্ধিমতী !
কোনটা গল্প আর কোন সাজানো সেটা অনুমান করার
ক্ষমতা লাবণ্যের খুব ভালোই রয়েছে ।
আসিফ সাহেব নিজের মেয়ের
সামনে ধরা পড়ে গেলেন ! আসিফ সাহেবের একটিই
মাএ কন্যা !
পুরো নাম, রামিস ফারিহা । অবশ্য ফারিহার
একটি ছোট মিষ্টি নামও আছে ।
লাবণ্য !
আসিফ সাহেব আর ওনার স্ত্রী তাঁদের
মেয়েকে লাবণ্য নামেই ডেকে থাকেন ।
লাবণ্য নামে ডাকতেই যেন আসিফ সাহেব
সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করেন ।
আসিফ সাহেব দেখলেন যে তিনি তাঁর মেয়ের
কাছে ধরা পড়ে যাচ্ছেন !
তাই চলমান গল্পটি শেষ না করতে পেরে অন্য
প্রসঙ্গে যাওয়ার চেষ্টা করলেন ।
কিন্তু লাবণ্য যে নাছোড়বান্দা !
গল্প না শুনে সে কিছুতেই ঘুমাতে যাবে না ।
আসলে, ছোট থেকেই খুব আদরে বড় হয়েছে এই ছোট্র
মেয়েটি !
তাই, তাঁর সবকিছুই অন্যদের থেকে একটু আলাদা ।
আসিফ সাহেব পড়ে গেলেন মহাবিপদে ।
এমনিতেই কাল সকালে তার অফিস আছে আর এখন
রাত বারোটা বাজে তবুও ঘুমাতে পারেন নি তিনি !
আসিফ সাহেব নতুন কিছু ভাবার চেষ্টা করলেন ।
কিছুক্ষন কি যেন একটা ভেবে আসিফ সাহেব তাঁর
মেয়েকে বললেন,
-আচ্ছা মামনি, একটা হাসির গল্প শুনবা ?
-হুম বলো !
আসিফ সাহেব তাঁর মেয়েকে গল্প বলা শুরু করলেন...
একদিন আমি হাঁটছিলাম ।
হঠাৎ শুনি কোন নারী কণ্ঠ 'এই খালি, এই খালি'
বলে ডাকছে !
আমি পিছন ফিরে দেখি অনিন্দ্য সুন্দরী এক
মেয়ে আমার দিকে তাকিয়ে ।
আমি খুবই অবাক হলাম, এই
সুন্দরী কিভাবে জানলো আমি খালি আছি !
আমি দ্রুত পায়ে মেয়েটার
কাছে গিয়ে একটা মিষ্টি হাসি দিলাম ।
আর তারপর বললাম...
-আমাকে ডাকছেন যে ?
-আপনাকে ডাকবো কেন?
আপনি কি খালি নাকি ?
-জ্বি আমি সারাজীবনই খালি ছিলাম, এখনো খালিই
আছি ।
-হোয়াট ?
-বিশ্বাস হচ্ছেনাতো ?
না হবারই কথা । এতো হ্যান্ডসাম
একটা ছেলে খালি হয় কি করে !
কিন্তু বিশ্বাস করুন আমি খালি আছি !
এইযে আপনাকে ছুঁয়ে বলছি ।
-এই খবরদার, আমাকে ছুঁবেন না !
-আচ্ছা এইযে আমি নিজেকেই ছুঁয়ে বলছি আমি খালি ।
-তো আমি কি করবো ?
-আপনিই সব করতে পারেন ! আপনিই পারেন
আমাকে পূরণ করতে !
আপনিই পারেন আমার এই খালিত্ব ঘোচাতে ।
বিধাতা আপনাকে আমার জন্যই পাঠিয়েছেন !
-উফ ! মহা ঝামেলাতো ।
আমি আপনাকে ডাকিনাই, আপনার সামনের
খালি রিকশাওয়ালাকে ডেকেছিলাম !
লাবণ্য খানিকটা সময় ধরে হাসতে লাগলো !
ছোট হলে কি হবে, এখনকার ছেলেমেয়েরা অনেক
এডভানস্ড !
লাবণ্য তাঁর বাবাকে বললো,
-আচ্ছা বাবা, ঐ ছেলেটা কি তুমি ছিলে ?
আসিফ সাহেব খানিকটা লজ্জা পেয়ে উওর
দিতে যাবে এমন সময় তাঁর স্ত্রী এসে উওর দিলো,
-হ্যাঁ মামনি, ঐ ছেলেটা তোমার বাবা ছিলো !
-আর মেয়েটা কে ছিলো মামনি ?
-(খানিকটা লজ্জা পেয়ে) মেয়েটি আমি ছিলাম !
আসিফ সাহেব মেয়ের সামনে লজ্জা পেয়ে গেলেন ।
-লাবণ্যের মা ! তুমি না !
কি দরকার মেয়ের সামনে এতোকিছু বলার ?
-সামন্য কথাই তো বলেছি !
এখনো তো আসল কথাটাই বলা হয়নি !
-আবার আসল কি কথা বাকী আছে ?
-আই লেবুর গল্পটা বলবো ?
পাশ থেকে লাবণ্য জানতে চাইলো...
-বাবা, আই লেবু মানে কি ?
আসিফ সাহেব মুচকি হেসে উওর দিলেন...
-ও তুমি এখন বুঝবে না মামনি !
আগে বড় হও, তারপর বুঝবে.....
©somewhere in net ltd.