![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগের জগতে আমি সম্পূর্ণ নতুন একজন । দুই বছর আগে থেকেই ফেইসবুকে ছোট গল্প লেখালেখি করি । লেখালেখি করার আগ্রহটা পুরোটাই সখ থেকে ! আমার গল্পের কাহিনীগুলো অগোছালো চিন্তার সমষ্টি ! আমার প্রোফাইল পড়ার জন্য ধন্যবাদ ।
একটু আগেই বাবুইকে বার বার ফোনে রিকোয়েষ্ট করেছি তাঁর মুখ থেকে ঐ কথাটি শোনার জন্যে, কিন্তু সে বলতে চাইছে না!
হয়তো চাইছে, কিন্তু লজ্জা পাচ্ছে!
বললাম, দেখো! তুমি যদি এক্ষুনি না বলো তবে আমি যেইখানে বসে আছি এইখান থেকে লাফ দিয়ে সুইসাইড করবো!
বাবুই একটুখানি আগ্রহ নিয়ে জানতে চাইলো, "তুমি এখন কোথায় বসে আছো ??"
বললাম, মাচায় বসে আছি!
আচ্ছা, মাচা কি জিনিস ?
আর মাচায় থেকে লাফ দিলে কি মানুষ মরে যায় ??
হু! যায় তো! না মরলেও অন্তত হাত-পায়ের হাড় একটাও আস্ত থাকবে না, ভেঙ্গে যাবে!
আর ঠিক এই কথাটি বলার পরেই বাবুইয়ের মুখ থেকে কাঙ্গিত কথাটি শোনার আশ্বাস পেয়েছিলাম!
আজ অবশ্য বলেনি, হয়তো কাল বলবে.......
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৫ রাত ১১:৪৪
হীমু বলেছেন: অতি গোপনীয়, বলা যাবে না!

পারলে বুঝে নেন!