নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসিফ আহমেদ

হীমু

ব্লগের জগতে আমি সম্পূর্ণ নতুন একজন । দুই বছর আগে থেকেই ফেইসবুকে ছোট গল্প লেখালেখি করি । লেখালেখি করার আগ্রহটা পুরোটাই সখ থেকে ! আমার গল্পের কাহিনীগুলো অগোছালো চিন্তার সমষ্টি ! আমার প্রোফাইল পড়ার জন্য ধন্যবাদ ।

হীমু › বিস্তারিত পোস্টঃ

বাবুইকথন!

২৭ শে জুলাই, ২০১৫ রাত ১১:২০

একটু আগেই বাবুইকে বার বার ফোনে রিকোয়েষ্ট করেছি তাঁর মুখ থেকে ঐ কথাটি শোনার জন্যে, কিন্তু সে বলতে চাইছে না!
হয়তো চাইছে, কিন্তু লজ্জা পাচ্ছে! :``>>

বললাম, দেখো! তুমি যদি এক্ষুনি না বলো তবে আমি যেইখানে বসে আছি এইখান থেকে লাফ দিয়ে সুইসাইড করবো! :((

বাবুই একটুখানি আগ্রহ নিয়ে জানতে চাইলো, "তুমি এখন কোথায় বসে আছো ??"

বললাম, মাচায় বসে আছি! :D

আচ্ছা, মাচা কি জিনিস ?
আর মাচায় থেকে লাফ দিলে কি মানুষ মরে যায় ??

হু! যায় তো! না মরলেও অন্তত হাত-পায়ের হাড় একটাও আস্ত থাকবে না, ভেঙ্গে যাবে! ;) :P

আর ঠিক এই কথাটি বলার পরেই বাবুইয়ের মুখ থেকে কাঙ্গিত কথাটি শোনার আশ্বাস পেয়েছিলাম!
আজ অবশ্য বলেনি, হয়তো কাল বলবে....... :`>

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৫ রাত ১১:৪৪

হীমু বলেছেন: অতি গোপনীয়, বলা যাবে না! :`>
পারলে বুঝে নেন! ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.