![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্রষ্টা যে ক্ষমতা দিয়েছে তা দিয়ে আলোকিত করে যেতে চাই বহুদূর
আমার একটা আকাশ আছে
সে আকাশে মেঘ নেই তেমন রং ও নেই,
মাঝে মাঝে খুব ইচ্ছে করে পাখি হয়ে উড়তে
আমার একটা নদী ও আছে
সে নদীতে কোন স্রোত নেই, আছে কিছু ঢেউ
এক সময় ইচ্ছে করে শুধু বয়ে যাই,,
আমার একটা,,, প্রেম আছে
সে প্রেমে কোন দুঃখ নেই,, আছে শুধু প্রেম
আমার খুব ইচ্ছে করে ঘর বাধি আকাশে আর নদীর বুকে,,,
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৬
মাহবুবুল আজাদ বলেছেন: আমার একটা,,, প্রেম আছে
সে প্রেমে কোন দুঃখ নেই,, আছে শুধু প্রেম
আমার খুব ইচ্ছে করে ঘর বাধি আকাশে আর নদীর বুকে,,,
সুন্দর লিখেছেন।