![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্রষ্টা যে ক্ষমতা দিয়েছে তা দিয়ে আলোকিত করে যেতে চাই বহুদূর
ভূত নেই তবুও ভূতের ভয় আছে
তুমি নেই কিন্তুু ভালোবাসা আছে ঠিক আগের মতোই।
এক চাঁদ এক আকাশে উঠে তবুও অনিহা নেই কারো মনে
ভালোবাসা হয় না রুপে হয়না যে দেহ,
মনের মতো মনে পেলে সাজিয়ে রাখবো বুকে!!
২| ১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫২
মহা সমন্বয় বলেছেন: কেন নাম রাখেননি ?
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২২
হ্যাকার সাহেব বলেছেন: দারুণ হয়েছে !