নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আরিফ। এক্দশ-দ্বাদশ শেণীতে লেখাপড়া করছি।ব্লগিং আমার নেশা। সময় পেলে কিছু লেখার চেষ্টা করি। প্রযুক্তি বিষয় নিয়ে লেখালেখি করি। যা জানি মানুষকে জানাতে চেষ্টা করি, আর যা জানিনা তা জানতে চেষ্টা করি। নিজের লক্ষ্য স্হির রেখে সামনে এগিয়ে যেতে চাই...

Atsboyarif

আমি এগিয়ে যেতে চাই।অনেক বিশাল স্বপ্ন দেখি,স্বপ্ন দেখা দোষের কিছু নয়।লক্ষ্য স্হির রেখে বুহুদূর চলতে চাই।

Atsboyarif › বিস্তারিত পোস্টঃ

বাংলাকে বাঁচাই

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৫

আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।----!

বিনস্র শ্রদ্ধা তাদের জন্য যাদের আত্নত্যাগে আজও বাংলা ভাষা টিকে আছে, প্রতিটি বাঙাগালীর মুখে মুখে। যাদের আত্নত্যাগে পেলাম একটি স্বাধীন মুখে বুলি, কি করে ভুলি বলো তাদের কি করে ভুলি, তাই তো আমরা পালন করি ২১ শে ফেব্রুয়ারি।

গতকাল প্রধানমন্ত্রীর একটি কথা খুব ভাল লাগলো, তিনি বললেন....
"জ্ঞান অর্জেন জন্য বিভিন্ন ভাষা শেখা প্রয়োজন তবে অন্যদেশের ভাষা শিখতে গিয়ে যেন নিজের ভাষাকেই ভুলে না যায়।"

কিছু মানুষের মতে যারা কথা বলার সময় ইংরেজীতে দুই একটা কথা বলে না তারা হচ্ছে ক্ষ্যাত। আমি যদি এই ক্ষ্যাতের আওয়তায় পড়ি তাহলে আমি গর্বিত, কারণ আমি কোন ভাষাকে বাংলার সংষ্পর্শে আসতে দেয়না। তবে অনেকের চুলকানি যেমন 'চেয়ার' বাংলায় কেদারা কিন্তু আমরা সবাই চেয়ার বলি অনেকের মতে এটি ইংরেজি শব্দ তাহলে তো তুমিও বাংলার মধ্যে ইংরেজি বলো? যেসকল শব্দ গুলো আদি থেকেই বাংলায় চলে এসেছে সে গুলোকে অন্য ভাষা বলা যাবেনা--- সেটা ড. মুহাম্মাদ শহীদ উল্লাহ এবং ড. সুনীতি কুমার চট্টপাধ্যায়ই ভাল বলতে পারেন, আমরা বাঙ্গালি হিসেবে মিশ্র (হাইব্রিড) জাত সেটা 'লাল নীল দীপাবলি' বইটি পড়লে জানা যায় যে বাংলার প্রায় শব্দ অন্য ভাষা থেকে এসেছে। তাই বর্তমান বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখতে হলে বাংলা ভাষার সাথে অন্যভাষার সংষ্পর্শ পরিহার করতে হবে--- না হলে বাংলাও ডাইনোসরের মত বিলুপ্ত হয়ে যাবে।।।

যারা কালকে মীরাক্কেল দেখেছেন তারা নিশ্চয় বুঝতে পেরেছেন বাংলা ভাষার অবস্থান কোথায়। বিশ্বজিৎ এবং সান্তুনুর অভিনয়ের মাধ্যমে প্রকাশ পেয়েছে বাংলার অবস্থান।।

♥মোদের গৌরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা। ♥

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৩

আব্দুল্লাহ তুহিন বলেছেন: হুম ভ্রাতা, কালকের মিরাক্কেল আমি ও দেখেছি।
আসলে যথার্থ বলেছেন।

একুশ নিয়ে আমার এ পোস্টটা পড়ার জন্য অনুরোধ রইল,
পোস্ট লিংক

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০১

Atsboyarif বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ। হুম আপনার পোষ্টটি পড়তেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.