নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আরিফ। এক্দশ-দ্বাদশ শেণীতে লেখাপড়া করছি।ব্লগিং আমার নেশা। সময় পেলে কিছু লেখার চেষ্টা করি। প্রযুক্তি বিষয় নিয়ে লেখালেখি করি। যা জানি মানুষকে জানাতে চেষ্টা করি, আর যা জানিনা তা জানতে চেষ্টা করি। নিজের লক্ষ্য স্হির রেখে সামনে এগিয়ে যেতে চাই...

Atsboyarif

আমি এগিয়ে যেতে চাই।অনেক বিশাল স্বপ্ন দেখি,স্বপ্ন দেখা দোষের কিছু নয়।লক্ষ্য স্হির রেখে বুহুদূর চলতে চাই।

Atsboyarif › বিস্তারিত পোস্টঃ

এইচ.এস.সি (H.S.C) প্রশ্ন মানেই কপি পেস্ট।

১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৪৯

জ্ঞানের ভান্ডার গুলোরই যখন তলা শূন্য তখন তারা অন্যদের জ্ঞান সরবরাহ করবে কিভাবে।

সৃজনশীল শব্দটা শিক্ষা ব্যবস্থা থেকে উঠিয়ে দেওয়া হোক, ফিরে যায় বাবা-দাদার আমলে। যখন পুরো শিক্ষা ব্যবস্থায়ই কপি পেস্টের উপর চলতেছে যখন সৃজনশীল রেখে লাভ কি!

চট্টগ্রাম বোর্ডের ICT - MCQ প্রশ্ন হুবুহু নটর ডেম কলেজের টেস্ট প্রশ্ন থেকে তুলে দেওয়া হয়েছে। গত দিন ঢাকা বোর্ডে ফিন্যান্স CQ হুবুহু ঢাকা কমার্স কলেজের টেস্ট প্রশ্ন উঠিয়ে দেওয়া হয়েছে।

এইভাবে জাতি কম্পিউটারের মত Ctrl + C, Ctrl + V করে তাহলে সৃজনশীলের দরকার কি আগের পদ্ধতিতেই সিলেবাস হলে হয়। সম্পূর্ণ বই পড়ার দরকার নাই। এছাড়া প্রতিদিন প্রশ্নের মধ্যে একটা না একটা বিভ্রাট সৃষ্টি হচ্ছে... কালকে দিল PBP এর অংক যেখানে বিনিয়োগই উঠে আসেনা সেখানে PBP নির্ণয় করব কিভাবে! এই ধরনের অংক প্রিন্সিপাল এম. এ কালাম, খালেকুজ্জামান স্যারের বইয়ে পায়নি অন্যথায় টেস্ট পেপারেও নেই।

শিক্ষকদের কি পর্যাপ্ত ট্রেইনিং দেওয়া হয়নি বা হচ্ছেনা! বোর্ড প্রশ্ন প্রনয়ণের নীতি তো তানারা মেনে চলেছেন না তাহলে তানাদের বিরুদ্ধে কি কোন পদক্ষেপ নেওয়া হবেনা! না কি ইস্যু ভিত্তিক দেশে এক একটা ইস্যুর মত এটিও তলিয়ে যাবে যা কখনও উঠে আসবেনা যেমনটা টাইটানিকের ক্ষেত্রে। পত্রপত্রিকায় তো অনেক হলো বাকিটা শিক্ষা মন্ত্রনালয়ের হাতে.... :) :)

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: এইভাবে জাতি কম্পিউটারের মত Ctrl + C, Ctrl + V করে তাহলে সৃজনশীলের দরকার কি

বার্নিং কুশ্চেন!!

সৃজনশীল শব্দের অপ-ভুল ব্যবহারে কত লাখ লাখ ছেলেমেয়ের জীবন আউলা ঝাউলা কইরা দিল ইয়ত্তা নাই!!
ফেক জিপিএ ৫ গোল।ডেন ৫ এ দেশ ভরে গেল- আর বিজয় দিবস আর স্বধীনতা দিবসের পার্থক্য না জানার সংখ্যা বেড়ে গেল!!!!!!

২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:০০

Atsboyarif বলেছেন: সমস্যা শুরু তো এখানে, কারো কোন মাথা ব্যথ্যা নেই। কোন শিক্ষাবিদও কিছু বলছেননা। শিক্ষার্থীদের উপর ছাপিয়ে দেওয়া হচ্ছে পদ্ধতিগুলো যার কোন ভবিষ্যৎ নেয়।

২| ১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৮

সিনবাদ জাহাজি বলেছেন: সৃজনশীল শব্দটা কেবলমাত্র বিভ্রান্ত করতেই ব্যবহৃত হয়। তাছাড়া আর কিছুই না

২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫৮

Atsboyarif বলেছেন: হ্যাঁ, ঠিক বলেছেন। শুধু মাত্র নামে সৃজনশীল।

৩| ১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৫

অতঃপর হৃদয় বলেছেন: আর ইউ শিউর??

২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫৬

Atsboyarif বলেছেন: কেন নয়! দয়া করে নটর ডেম কলেজের অবজেক্টিভ এবং ঢাকা কমার্স কলেজের সিকিউ ২ টার টেস্ট প্রশ্ন মিলিয়ে নিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.