নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রজনী শূন্য নগরী

উজান-অমিত

নির্ভীক বাক্যবাণ পুরুষ

উজান-অমিত › বিস্তারিত পোস্টঃ

নিষ্পাপ প্রেম

০৪ ঠা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫৭

ক্রিং ক্রিং
ছেলে- হুম..বলো? (আনমনা ভাবে)
মেয়ে- কেমন আছো?
- ভালো!তুমি?
- হুম আছি ভালোই
- আমিও ইত্যাদি কথাবার্তা
- আচ্ছা তোমার সাথে দেখা করবো করবে?
- কি বলো কখন কোথায়?(খুব আনন্দিত গলায়)
- শনিবার সকাল ৭টায় সার্কিট হাউজে!
- আচ্ছা আমি ঠিক হাজির হয়ে যাবো!
- আচ্ছা বাই ভালো থেকো!
- তুমিও
শনিবার সকাল ৬টায়
- ক্রিং ক্রিং ক্রিং ক্রিং
- হুম বলো
- কি করো?
- ঘুমাই
- এতক্ষণ কেউ ঘুমাই নাকি?ওঠো তাড়াতাড়ি|
- হুম
- হুম কি?
- কিছুই না! আমি পরে কল করছি ১০টা দিকে|
- ওকেওকে তুমি ঘুমাও। সরি ফর ডিস্টার্ব|
টুট..টুট..

একটা মেয়ের মনে যখন কোন আশা
জাগানো হয়, তখন সে তার
আশাকে কেন্দ্র করেই চলতে
থাকে যতক্ষণ না তার আশা পূরণ
হচ্ছে। আর তার আশাকে কেন্দ্র
করে গড়ে ওঠে অজস্র কল্পনা জগত|
যেখানে সে তার মনের
চাহিদা গুলো সযত্নে তুলে
রাখে|
আর যখন তার আশা পূরণ করতে না পারে
তখন জমে আসে এক আকাশ অভিমান।
যার শেষ শুধুই বৃষ্টি দিয়ে|||

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.