| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রয়াত সাইফুর রহমানের জীবন কাহিনীঃ
প্রয়াত সাইফুর রহমান বাংলাদেশে সবচেয়ে বেশি সময় ধরে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে রেকর্ড সৃষ্টি করেছেন। তিনি মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। পর পর ১২ বার বাজেট উপস্থাপন করেন। সাইফুর রহমানের জন্ম ১৯৩২ সালে মৌলভীবাজারের বাহারমর্দন গ্রামে। ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পরে লণ্ডনের চার্টার্ড একাউন্টেন্সির ওপর উচ্চতর ডিগ্রি লাভ করেন তিনি। পরবর্তীতে ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্টস (ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস) এর ফেলোশিপও লাভ করে খ্যাতি অর্জন করেন। এছাড়া তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্বব্যাংকের বোর্ড অব গভর্নসের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
১৯৯৪ সালের অক্টোবরে মাদ্রিদে অনুষ্ঠিত আইএমএফ ও বিশ্বব্যাংকের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মেলনে সভাপতিত্ব করেন। সাইফুর রহমান চার্টার্ড অ্যাকাউনটেন্টও ছিলেন। আর বিএনপিতে আগমন ছিল দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে।
সাবেক এই প্রয়াত অর্থ মন্ত্রী চারবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি প্রথম জিয়াউর রহমানের মন্ত্রিসভায় বাণিজ্য মন্ত্রণালয় এবং পরবর্তীতে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত ছিলেন।
উল্লখ্য, গত শনিবার বেলা ৩ টারদিকে ব্রাম্ননবাড়িয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। গত শুক্রবার সিলেটে গিয়েছিলেন সাবেক অর্থ মন্ত্রী সাইফুর রহমান । সেখানে গিয়ে তিনি হযরত শাহজালাল (র.) মাজার শরীফ জিয়ারত করেন। প্রয়াত সাইফুর রহমানের দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে নাসের রহমান ছিলেন সাবেক সংসদ।
২|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:০৮
সৈয়দ আমিরুজ্জামান্ বলেছেন: সাইফুরের মৃত্যুতে সিলেট এক গৌরবের সন্তান হারিয়েছে। “তার মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হলো। সিলেট হারালো তার এক গৌরবের সন্তানকে।”
“তার মৃত্যুতে জাতি একজন দেশপ্রেমী নেতাকে হারালো।”
“রাজনৈতিক দৃষ্টিভঙ্গী থেকে আমরা যতই সমালোচনা করি না কেন, তিনি সবচেয়ে বেশি বার বাজেট দিয়েছেন। দেশের অর্থনীতিতে অবদানের জন্য জাতি তাকে স্মরণ করবে।”
৩|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:১০
আবদুল হক বলেছেন: এ ব্লগে অভিযোগ উঠেছে, সিলেটিরা সাইফুরকে অবমূল্যায়ন করেছে। আপনিও কি সিলেটি? তাহলে এতো সাদামাটা না লিখে আরো গভীরে যান! পোস্টটি ভালো লেগেছে, ধন্যবাদ!
৪|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:১৬
শারফুদ্দীন হোছাইন বলেছেন:
মাত্র একুশ লাইনে জীবন কাহিনী শেষ !!!!!!!!!
৫|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:১৭
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: তার শিক্ষাগত যোগ্যতার সঠিক ইভ্যালুয়েশন করার সামান্যতম যোগ্যতা যাদের নাই, এরাই ব্লগে তাকে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করেছে|
১৯৫৩ সালে তিনি যখন লন্ডনে চার্টার্ড একাউন্টেনসি পরতে যান সেটা ছিল দেশের জন্য গর্বের বিষয়|
৬|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৩৭
সৈয়দ নাসির আহমেদ বলেছেন: থাকবে যত দিন সুরমা কুশীয়ারা
মনুর পানি বহমান
সিলেটের মানুষ ভুলবেনা তুমায়
প্রিয় সাইফুর রহমান,
খুব ভালো লাগলো আপনার লেখা,ধন্যবাদ
৭|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৫৪
ত্রিশোনকু বলেছেন: অসম্পূর্ণ সংক্ষিপ্ত জীবনী। ওঁর ২০০৭ ও ২০০৮ এর কর্মকান্ড তুলে ধরুন, রচনাটি পূর্ণতা পাবে।
৮|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:৩৯
নাফসানিয়াত ফাতেমা বলেছেন: Saifur rahman is a respected person for ever. People should know about his contribution to our country.
But some ill- minded people are really making very bad comments about him, which hurt us.
Please see the link below,
http://www.somewhereinblog.net/blog/Nafsaniath
৯|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৩৫
জুল ভার্ন বলেছেন: সাইফুর রহমান সম্পর্কে যারা বাজে মন্তব্য করে-তারা সাইফুর রহমানের যোগ্যতা সম্পর্কে কোন ধারনা করার মত যোগ্য নয়।
১০|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৫০
মুখ ও মুখোশ বলেছেন: দেশ একজন গুণী মানুষ হারাল আর সিলেটবাসী যে কি হারাল তা কয়দিন পর বুঝবে..........................
১১|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:১৩
চন্দন বলেছেন: তথ্যের জন্য ধন্যবাদ
তার আত্মার শান্তি কামনা করছি।
১২|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫১
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: Click This Link
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:০৬
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: তার রুহের মেগফেরাত কামনা করি|