নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাকে মুছে ফেলা যায় ইরেজার ঘষেই\nতোমার প্রিয়,প্রিয়তম আমি সে-ই

৪৫

কিছু হতে না পারা কেউ আমি এই জীবনের ঢেউ

৪৫ › বিস্তারিত পোস্টঃ

ডাহুকের গান

১২ ই জুন, ২০১৪ রাত ১১:৫৭

সন্ধ্যাবেলার অন্ধকারে দূর পাহাড়ের গান

হয়নি আমার চিঠি লিখা তাইতো অভিমান।

কচি পাতার রেখায় রেখায় তুলির আঁচড়ে

এঁকেছিলে স্বপ্ন আমার মেঘ পাহাড়ের চূড়ে।

নুপূর জোড়ার রিনিঝিনি মধুর মধুর লাগে

মেহেদী রাঙ্গা হাত দুখানি চোখের পাতায় জাগে।

গন্ধখানি কাঁঠাল চাঁপার উদাস উদাস মন

বুনো ফুলের বাসর রচে রাত্রি জাগার ক্ষণ।

অধর পানে হাসির রেখায় স্বপ্ন দেখেছি

চোখের তারায় চেয়ে চেয়ে রাত্রি জেগেছি।

একাত্তরের কিছু আগে মতিউরের লাশে

কেমন জানি স্বাধীন স্বাধীন চাঁপার গন্ধ আসে।

আমি তখন পাকিস্তানে চাকরি করাচীতে

তুমি চুলে যতন করে বাঁধো রঙ্গিন ফিতে।

নিত্য রাতের অবসরে তাই লিখতে বসি তোমায়

কচি দুহাত, কাজল আঁখি জড়িয়ে রাখে আমায়।

একাত্তরের মার্চে তখন বাংলা ফাগুন মাসে

৭ই মার্চের ভাষণ শুনে ছুটি বাংলাদেশে।

যুদ্ধ যুদ্ধ গন্ধে ভরা সেদিন বোশেখ ভোরে

এলাম আমার স্বপ্ন গড়া মেঘ পাহাড়ের চূড়ে।

রক্ত রক্ত ভাঙ্গা ঘরের উঠোন জুড়ে হায়

মধুর আমার বঁধুর তবু দেখা কোথা নাই।

সেই হাসি আর মুক্ত খোঁপার ঘন কালো চুল

দেখবো না আর শালুক বনে কে যে তুলে ফুল।

রক্তে আমার উন্মাদনা কোথায় বাহুর ডোর

উপড়ে ফেলি সেদিন তাদের ভাঙলো যারা ঘর।

সেই তো কবে মেঘ পাহাড়ে স্বপ্নময়ী তুমি

হারিয়ে তোমায় পেয়েছিলেম আমার স্বদেশভূমি।

আমার তবু কান্না আসে ডাহুক পাখির গানে

কেউ তো হেথা রাঙবে না মুখ দারুণ অভিমানে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:০০

আহসানের ব্লগ বলেছেন: সামহোয়ার ইন ব্লগে আপনাকে স্বাগতম ।
ব্লগিং করুন ,
পড়ুন ।
অন্যের পোস্টে মন্তব্য করে উত্‍সাহিত করুন ।
আর ভাল থাকুন । :)
লেখাটি পড়লাম :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.