![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু হতে না পারা কেউ আমি এই জীবনের ঢেউ
দূর পাহাড়ে ভর দুপুরে
বৌ কথা কও উদাস সুরে
ডাকছিলো মেঘ জল-পিয়াসে
ভাবছে পুকুর তপ্ত দুপুর
যা ছিলো সুর নিকট সুদূর
আবার কখন বৃষ্টি আসে, বৃষ্টি আসে
বন চাঁপাটি ঝগড়াঝাটি
ভুললো কেনো? শুকনো যেনো
তুলছিলো সুর - বৃষ্টি চাই বৃষ্টি চাই
আমরা তখন যখন যেমন
কেউবা ঘুমাই কেউবা ঘামাই
শহর গাঁয়ে মফস্বলে বৃষ্টি নাই বৃষ্টি নাই।।
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০১৪ দুপুর ২:৫৯
আহসানের ব্লগ বলেছেন: শুভেচ্ছা নেবেন কবি ।
লিখেছেন কিন্তু ভাল ।