নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু হতে না পারা কেউ আমি এই জীবনের ঢেউ
নাগেশ্বরীর বনে কালবোশেখি উড়ছে , নির্ভুল গোলাপের মতো টগবগ ফুটছে গাঢ় লিকার, সরসর বাতাসের মাতম, জানালায় সশরীরে আসে শিহরণ, ফুটছে দুধের পাত্র, উপচে পড়ছে সর- আইবুড়ো বেলীফুলের মতো রঙ, শয্যায় বর্বর আরাম এনে দেয় নকশি কাঁথা, একফোটা উত্তাপ একগুচ্ছ লজ্জাবতী পাখির সমান। গোলাপটি নির্ভুল, বেলিফুলটি নির্দোষ। তাই উপাখ্যানটি সুরভিত ছিলো। অথচ গল্পটি জন্ম দিচ্ছে একটি প্রতিহিংসার ফুল। প্রতিহিংসার ফুলটি খোঁপায় ফোটাচ্ছে নিকষ অন্ধকার ঘন সৌরভ। এই অন্ধকার আলো ফোটাচ্ছে; উত্তাপে ঘন হচ্ছে তাই কোথাও প্রেম কোথাও ভাঙন।
এক গ্লাস আঁধারে, একটুকরো হাসি, একচামচ ভাঙন, নদী, মেঘ, বৃষ্টি, একগুচ্ছ কদম, একটি সুরভিত সত্য ও তারো চেয়ে কটকটে সুগন্ধি মিথ্যের মিশ্রণ ভালোবেসে সাড়ে তিনহাজার বছর নাড়ালে টগবগ ফুটতে ফুটতে উপচে পড়ে একটি নারী! নারী নয় নারীর মতো অবয়ব। অবয়বটি উপচে পড়ছে নাগেশ্বর বনে।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:২৬
৪৫ বলেছেন: ধন্যবাদ
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:২০
রাজীব নুর বলেছেন: অন্যের সর্বনাশের সময় দয়া করে নিজের “পৌষ মাস” উদযাপন থেকে বিরত থাকবেন !
০২ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৪১
৪৫ বলেছেন: আপনার কাছে যা পৌষ মাস, তা অন্যের নিকট সর্বনাশ বলেও প্রতীয়মান হবার সম্ভাবনা আছে
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:২৪
মনিরা সুলতানা বলেছেন: কী সুন্দর লেখা !
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:২৫
৪৫ বলেছেন: ধন্যবাদ
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৫৯
সোবুজ বলেছেন: খুব যে একটা বুঝেছি তা বলব না।তবে শব্দের খেল আছে বলতে হবে।
©somewhere in net ltd.
১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর।