নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাকে মুছে ফেলা যায় ইরেজার ঘষেই\nতোমার প্রিয়,প্রিয়তম আমি সে-ই

৪৫

কিছু হতে না পারা কেউ আমি এই জীবনের ঢেউ

৪৫ › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতার প্রতি

২০ শে মার্চ, ২০২৫ রাত ১২:০২

জড়পদার্থটি একে একে করতলগত করে চলেছে সমস্ত বস্তু-বিষয়; মনুষ্যত্ব, বিবেক ও সবরকমের অনুভুতিও। মন্দিরে, মসজিদে, হাটে বাজারে, সর্বত্র সর্বপ্রকারের দান খয়রাত, এমনকি ভিক্ষাবৃত্তির সময়ও পরকালের জন্য দোয়াপ্রাপ্তির ক্ষেত্রেও এই জড় পদার্থটি ব্যবহৃত হচ্ছে। মানে জাগতিক থেকে পারমার্থিক জগৎও ইতোমধ্যে জড়ের নিয়ন্ত্রণে এসে গেছে। এই একটি জড় পদার্থের দাসত্ব শুরুর দিনটি থেকে আমাদের পরাধীন যুগের সূচনা। আমরা নিজেদের বিভিন্ন রাজার, সম্রাটের, বাদশাহর, জমিদারের, সরকারের দাস গণ্য করে আসছি দীর্ঘকাল। অথচ ওরা নশ্বর, কেননা শাসকের জীবন যতদিন দাসত্ব ততদিন। অবশ্য আমরা পরক্ষণেই নতুনের বশ্যতা স্বীকার করে নেবো। আমরা স্বাধীন সরকারের জন্য স্বাধীন বটে। তবে সেটা গোষ্ঠীগতভাবে, জাতিগতভাবে এবং সমষ্টিগতভাবে সীমারৈখিক ভূখন্ডের বিচারে। সামগ্রিকতার বিচারে পৃথিবীর সকল স্বাধীন ভূখন্ডের জণগণকে একসারিতে এনে একই আদম হাওয়ার বংশজাত হিসেবে বিবেচনা করলে সমস্ত 'আশরাফুল মাখলুকাত' আদম সন্তানেরা সেই জড়বস্তুটির নিকট পরাধীনতা স্বীকার করে বসে আছে। সকল প্রবৃত্তি নিবৃত্তিকারক, যাবতীয় অনুভুতির নিয়ন্ত্রক, ইহকাল ও পরকালের লাগাম যে জড়ের হাতে সর্বশক্তিমান আল্লাহ্‌র পর এই জড় পদার্থটি রূপকার্থে ‘মানি ইজ দ্য সেকেন্ড গড' নামে পরিচিত।
প্রিয় স্বাধীনতা, ইহজগতের মহাপরাক্রমশালী এবং সর্বকার্য্সাধনপটিয়সী জাগতিক জড় বস্তুর নিকট বশ্যতা স্বীকার করেছো- মুদ্রাযুগের প্রারম্ভেই। পলাতক তোমাকেই খুঁজছে জনতার স্বর।

বিনিময় প্রথার যুগে মানুষ পণ্যের বদলে পণ্যের বিনিময় করেছে। তাই উৎপাদন প্রক্রিয়া গতিশীল ছিলো। আর মানুষ নির্ভর করেছে মানুষের উপর। আর মুদ্রাব্যবস্থার প্রচলনের পর মানুষ নির্ভর করছে মুদ্রায়, টাকায়। উৎপাদন প্রক্রিয়ায় স্থবিরতা এসেছে। মানুষ যতটা টাকার উপর আস্থা রাখতে পারে ততটা আস্থা অন্য মানুষ তো দূরের কথা নিজের উপরও রাখতে পারে না। টাকায় কিনা হয় বলে হ্যাংকার আফটার ফর মানি উইল রেজাল্টস ইন টাকায় খালি টাকা হয়। না খাবার, না বাড়ি, না পথ্য, মানে বেসিক নিডসের কিছুই হবে না এক সময়। পাশ্চাত্যের রোবট নির্ভর সমাজব্যবস্থায় রোবটিক ফলাফলে কিছু হবেই। কিন্তু এই জনপদের বঙ্গ, হরিকেল, রাঢ়, সমতটের মেছোভেতো বাঙ্গালির কপালই পুড়বে। কেননা, শিক্ষার পরবর্তী প্রতিফলিত রশ্মিটি প্রশাসন, চাকুরী, ক্ষমতা, টাকা, আরো টাকা, এবং উৎপাদন বিমুখ জনসংখ্যাকে নির্দেশ করছে। অথচ কথা ছিলো, একেককজন কৃষিবিদ, একেকজন প্রযুক্তিবিদ , চিকিৎসাবিদ, অর্থনীতিবিদ, কুটনীতিবিদ স্বীয় ক্ষেত্রে অবদান রাখবে। তা হচ্ছে কই? কৃষিকাজ বাদ দিয়ে সবাই কারখানার দিকে ঝুকছে? উত্তর- না। পরাক্রমশালী ভাইরাল হবার আনন্দ বিহ্বল উৎসব মুখর ঘরে বসে ধান্দাবাজিই রন্ধ্রে এখন। কি লাভ এই লোক ঠকানোর নামে নিজের মানুষ ঠকিয়ে। যে পণ্য বহির্বিশ্ব নিচ্ছে না, আমরা গোগ্রাসে তাই গিলছি। জেনে শুনে বুঝেই।

বিশ্ববিদ্যালয়ের সকল গ্রাজুয়েটবৃন্দ শুধু এবং শুধুমাত্র একটি সনদের জন্য টেনে হিচড়ে চার বছর পার করে দিচ্ছে। তারপর কি পড়েছি? ভুলে গেলাম। চাকরীর জন্য নতুন করে পড়ছি। কারণ যা পড়ছি তা প্রয়োগের ধারে কাছেও না থাকায় সেক্টরভিত্তিক প্রয়োজনীয়তা বা চাহিদাটুকু পর্যন্ত অনুধাবন করতে পারি নি। আর বলে বেড়াচ্ছি, 'রাষ্ট্র কেন অপ্রতুল ব্যবস্থার সম্মুখীন করলো'?, কেন সেক্টরভিত্তিক সুযোগ রাষ্ট্র তৈরী করেনি?' , কেন নাগরিক হিসেবে আমরা সেইসব অধিকার থেকে বঞ্চিত হবো? ইত্যাদি প্রশ্নবানে রাষ্ট্র নুয়ে পড়েছে। কেননা এইসব প্রশ্ন সৃষ্টিকারী লোকের সংখ্যাটাই বেশি, এবং সমর্থনকারী অবুঝের সংখ্যাটা আরো বেশি।সমাধানের চিন্তা করার সময় নগণ্যের।

আবিষ্কারের নেশায় মত্ত বিদেশী বৈজ্ঞানিকরা, ওই এডিসন, ফ্লেমিং, এডওয়ার্ড জেনাররা কতটুকু সরকারী সহায়তার উপর নির্ভর করেছেন, পেয়েছেন তা অজানা নয় অনেকেরই। দুঃখের ভিতরে অতিদুঃখের বিষয় হলো বিখ্যাতজনদের অণুপ্রেরণা হিসেবে নেবার আগে ঐই কৃতকর্মগুলো গল্প হিসেবে উপস্থাপন করা হয় মাত্র। বাস্তব ফলাফল যাচাইয়ের সময় কই এবং সময়টাইবা দেবে কে?

এ পর্যন্ত সভ্যতার এত এত আবিষ্কার, কোন সরকারি অনুদানের আশায় থেমে থেকেছে জানা নাই। তাই বেতার অথবা ক্রেস্কোগ্রাফের জগদীশ চন্দ্র বসু, হিগস বোসন কণার সত্যেন বসু, আরহেনিয়াসের সমীকরণের সীমাবদ্ধতা নির্ণয়কারী অধ্যাপক জ্ঞানদাপ্রসাদ, কুদরত ই খুদা, মাকসুদুল ইসলাম প্রমুখের মতো এদেশের ঘরে ঘরে কর্মপ্রাণ, আবিষ্কারের উদ্যমভরা যুবকেরা জন্মায় না। বরং জন্মায় ইউটিউব আসক্ত এবং ইউটিউব অণুপ্রাণিত জোড়াতালি মারা স্বপ্ন দেখা প্রতিভা। ওরা এবং তারা অতীতে এবং বর্তমানে অনেক অনেক বিজ্ঞান প্রজেক্টে মেডেল বাগিয়েছে। তারপর বিশ্ববিদ্যালয় পড়ে হয় বহির্বিশ্বকে সাহায্য করছে , নাহয় নিজের সামাজিক গন্ডীতে প্রয়োজনীয় ক্ষমতায় আরোহন চেষ্টায় নিয়োজিত থেকেছে। রাষ্ট্রের কথা ভেবে কেউ কিছু করে না, রাষ্ট্র কিছু করা লোকদেরই খুঁজে নেয়। আহমেদ জাওয়াদ চৌধুরী গণিতে স্বর্ণপদক জিতলে বাংলাদেশের নাম জানে সারা বিশ্ব। নিজের প্রয়োজনে নিজের কৌতুহলে টিফিনের টাকা জমিয়ে গবেষণার জন্য ব্যক্তিগত ল্যাবরেটরী গড়ার ইতিহাস আমাদের খুবই নগণ্য, যদিও ওই টাকায় আবেগ কেনার গানে আমাদের পাড়া মহল্লা মেতে থাকার ইতিহাস অনেক। ডাক্তার হচ্ছেন, ফার্মাসিস্ট হচ্ছেন; ঔষধ আবিষ্কার বাঁ পদ্ধতিগত উন্নয়নের মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানে দূরারোগ্য ব্যধির জন্য কাজ কয়জন করে? ইঞ্জিনিয়াররা বড় বড় ও ভালো বেতনের চাকুরীর স্বপ্ন যতটুকু দেখেন, আমদানীনির্ভর বিদেশী পণ্যে দেশের বাজার দখলকারি কোম্পানিতে ঢোকার স্বপ্ন দেখেন, (তাও সরকারী চাকুরী না হলে), ক্ষুদ্র ক্ষুদ্র সেক্টরগুলোর আরো উন্নতি এবং নতুন যন্ত্রপাতির উদ্ভাবনের নেশা কজনের আছে? তুলনামূলক কৃষিবিদদের অনেকেই সেক্টরগতভাবে গবেষণায় এগিয়ে রয়েছে। যদিও কৃষিবিদদের জন্যও অতি নিকট ভবিষ্যতে একই ধারাবাহিকতা অপেক্ষা করছে।দূর অতীতে ঘড়ি আবিষ্কারের পূর্বে ভাস্করাচার্যের ঘড়ি ব্যবহারের গল্প সবার জানা, শুণ্যের ব্যবহার আর্যভট্টরাই করেছেন। আর এই অত্যাধুনিক যুগে প্রযুক্তিনির্ভর অলসতায় সকলের প্রিয় সাবজেক্ট ঘরে বসে সহজে আয় বা আউট সোর্সিং। কই একজন বিল গেটস তো আমাদের ইঞ্জিনিয়ারদের ভেতরে জন্মায় না। এর কারণ যে ইতিহাসের গর্বে আমাদের কর্মোদ্যম হবার কথা, সে ইতিহাস আমাদের অতি বিপ্লবী এবং অবুঝে পরিণত করছে। আমাদের বঙ্গজ বিপ্লবীরা মার্ক্সবাদ, লেনিনবাদ, ছাড়া এদেশের কোন মতবাদ অনুসরণ করতে পারেননি তো। অথবা নিজেদেরও কোন স্বীয় মতবাদে আস্থাও নেই। স্বাধীনতা তবে কি বিপ্লবের স্লোগানের রক্তের উপহাসমাত্র?

তাই শিক্ষার প্রকৃত ব্যবহার এবং প্রয়োগে সবচেয়ে পিছিয়ে পড়া বাঙালি মেধাগুলো বৈদেশে বৃত্তি নিয়ে পড়তে যায়। অধিকাংশের পেটের ব্যবস্থা না থাকলে দেশে ফেরার টান নেই। তারপর তুমুল অর্থকড়ি সমেত একদিন ছুটির ঘন্টা শুনে নিয়তির দিকে এগিয়ে যাবার আগে, এই মাটির জল হাওয়ার গুণ পরিপূর্ণ কাজে লাগিয়ে চলুন সবাই মিলে একদিন দেশের জন্য ভাবি। কেননা, অনলাইন-ভাইরাল-ধান্দাবাজির পাহাড় উৎপাদনবিমুখ, আমদানীনির্ভর অলস ও কর্মবিমুখ জনগণের জন্ম দিচ্ছে। আমদানী-রপ্তানী নির্ভর বাণিজ্যিক ব্যবস্থায় যেকোন বৈশ্বিক ইস্যুতে বিশ্ব বানিজ্যে যেকোন সময় অবরোধ এবং আমদানীর অভাবে উৎপাদনহীন রাষ্ট্রে দুর্ভিক্ষ স্বাভাবিক। তাই এই বৈদেশিক ন্যুম্যাজমেটিক (মুদ্রাতাত্ত্বিক) যুগে, শিক্ষার আপতিত রশ্মিটি যেনো কুটির শিল্পকে বৃহৎ শিল্পের ভাবনার বিভেদতলে রেখে প্রতিসরণের সময় উন্নত থেকে উন্নততর সম্মৃদ্ধ বাংলাদেশের অভিমুখে বেঁকে যায় সেই আশাবাদ ব্যক্ত করি। অর্থনৈতিক মুক্তির প্রশস্ততম পথ তাই বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের গ্রাজুয়েশনের সময়ই উদ্যোক্তা হবার প্রশিক্ষণ প্রদান এবং প্রাথমিক বিনিয়োগের জন্য প্রয়োজনীয় মূলধনের সুলভ ব্যবস্থা নিশ্চিত করা। মিস্টার ইকোনমিক ফ্রিডম আমাদের দেখা হবে একদিন?

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০২৫ রাত ২:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনি যা লিখেছেন তা অল্প কথায় লিখতে পারতেন, হয়তো। প্রয়োজনের তুলনায় অনেক বড় হয়ে গিয়েছে লেখা। যদিও আপনার লেখার মূল বিষয়টি গ্রহণযোগ্য ও ভালো লিখেছেন। পড়ালেখা প্রায় ওয়েস্টেজ হয়ে গিয়েছে অদূর ভবিষ্যতে লেখাপড়া সম্পূর্ণভাবে ড্রেন হয়ে যাবে।

২| ২০ শে মার্চ, ২০২৫ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: অল্প কথায় অনেকখানি বলে দিবেন। চাঁদ্গাজী যা করে।

৩| ১৬ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:৩৯

আইঈঅ বলেছেন: [Speed Stars](https://speed-stars.io) is a unique, exciting running game inspired by real-world track competitions. In the game, players control athletes' stride by pressing keys or tapping the screen at the right moment to master their rhythm.

৪| ১৬ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:৪০

আইঈঅ বলেছেন: Speed Stars is a unique, exciting running game inspired by real-world track competitions. In the game, players control athletes' stride by pressing keys or tapping the screen at the right moment to master their rhythm.
[Speed Stars-[https://speed-stars.io Speed Stars]
[url=https://speed-stars.io]Speed Stars[/url]

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.