![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Do u know what is success.\nWhen ur signature becomes an autograph that\'s call success.
নতুন প্রজন্ম
মোঃ জাহিদুল ইসলাম (অভ্র)
======================
হে নবীন, হে তরুন দল,
ফুটন্ত টগ-বগে শিরা তোমার ।
এইতো সময় কিছু করার,
ভাল কিছু জাতিকে দেবার ।।
তবে কেন গুহাবাসির মত,
নিজেকে লুকিয়েছ অন্ধকারে ?
অন্ধকার জগতে নির্বাসিত হয়ে,
মনকে ফেলেছ কলুসিত করে ।।
অন্যায় আর সন্ত্রাসের রাজ,
কায়েম করেছ, ভুলে বিবেক কে ।
কেন, অন্ধগলির বাসিন্দা তুমি ?
উকি দিয়ে দেখ আলোর পৃথিবীকে ।।
আলোর পৃথিবী অপেক্ষায় তোমার,
ফিরে এসো কল্যানের পথে ।
ডাকচ্ছে তোমায় হাতছানী দিয়ে,
সত্য-ন্যায়ের আলোকিত পথে ।।
হে তরুন, এসো আলোর মিছিলে,
এসো কুরআন-হাদিসের পথে ।
এসো সত্য-ন্যায়ের কাফেলায়,
এসো চির কল্যানময় পথে ।।
-------------
অন্ধকার আকাশ্
-------------
#অভ্র
©somewhere in net ltd.