নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The blogger is here.

আইউব আহমেদ খাঁন

twitter.com/KhaanOfficial

আইউব আহমেদ খাঁন › বিস্তারিত পোস্টঃ

ভারতের অর্থনীতিতে বাংলাদেশের অবদান

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৬

বাংলাদেশ ছোট হতে পারে কিন্তু এই ছোট দেশটাই বিশাল দেশ ভারতের রেমিটেন্স এর পঞ্চম বৃহত্তম যোগানদাতা। অর্থাৎ ভারতীয় নাগরিকরা বিদেশে থেকে যে টাকা আয় করে তার মধ্যে বাংলাদেশ হলো ঐ আয়ের পঞ্চম বৃহত্তম যোগানদাতা ।
ভারত সবচেয়ে বেশী আয় করে UAE(Arab Amirat) থেকে, দ্বিতীয় USA, তৃতীয় Saudi Arab, চতুর্থ UK, পঞ্চম Bangladesh.
অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতীয় নাগরিকরা যে টাকা আয় করে Italy, Canda, Australia, Malysiaya ,Japan, Frans,Germanyr এর মত উন্নত রাষ্ট্র থেকেও ঐ টাকা উপার্জন করতে পারে না।
আরো আশ্চর্যের বিষয় হলো ভারতীয় ২২ কোটি মুসলমান অবহেলিত- নিগৃহীত হলেও তাদের শীর্ষ ৫ রেমিটেন্স যোগানদাতা দেশের ৩ টি মুসলিম প্রধান দেশ, এবং শীর্ষ ১০ রেমিটেন্স যোগানদাতা দেশের মধ্যে ৭ টি দেশ মুসলিম প্রধান। আর বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের মধ্যে ভারতীয়রা সবচেয়ে বেশি টাকা নিজ দেশে প্রেরণ করে বলে সংসদে তথ্য দিয়েছে বাংলাদেশের ফাইন্যান্স মিনিস্ট্রি। ভারতীয় নাগরিকরা এতো রেমিটেন্স উপার্জনের পরো তাদের দেশের অবস্থা এখনো তথৈবচ। আমরা বলিউডের রুপালি জগত দিয়ে ভারতকে চেনার চেষ্টা করি, আমাদের কাছে তাদেরকে অনেক চাকচিক্যময় মনে হতে পারে, বাস্তবে তা নয় । তারা মিসাইল প্রযুক্তির পিছনে বিলিয়িন বিলিয়িন ডলার খরচ করছে অথচ আফ্রিকার ২৬টি দেশের লোক সংখ্যা মোট যতো, তার চেয়ে বেশি সংখ্যায় দরিদ্র লোকজন বসবাস করে ভারতের ৮টি মাত্র রাজ্য বিহার, ঝাড়খন্ড, উড়িষ্যা , পশ্চিমবঙ্গে, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে, রাজস্থান ও উত্তর প্রদেশে।
অক্সফোর্ড পভার্টি এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ নামক প্রতিষ্ঠান ইউএনডিপি'র সহযোগিতা নিয়ে এই ইনডেক্স প্রকাশ করে। জাতিসংঘের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ভারতের ৩০ কোটি মানুষই এখনো চরম দারিদ্রের মাঝে বসবাস করছেন। দারিদ্রতার কারনে আত্নহত্যার হার ভারতেই সবচেয়ে বেশী। বাংলাদেশের ৫৬ শতাংশ মানুষ স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা ব্যবহার করে, অথচ ১২০ কোটি জনসংখ্যার দেশ ভারতে মাত্র ৩৪ শতাংশ মানুষ স্যানিটেশনের আওতায় আছে। অর্থাৎ সংখ্যার হিসেবে প্রায় ৭০ কোটি মানুষেরই এই সুবিধা নেই। এক জরিপে দেখা গেছে ভারতের ৬০ কোটির অধিক মানুষ আক্ষরিক অর্থেই খোলা আকাশের নিচে তাদের প্রাত্যহিক মল-মুত্র ত্যাগ করে। যদিও আমরা যে ভারতকে চিনি এই তথ্য তার সম্পুর্ন বিপরীত অবস্থা নির্দেষ করে।

আইউব
twitter.com/KhaanOfficial
instagram/AyuubKhaan

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.