নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The blogger is here.

আইউব আহমেদ খাঁন

twitter.com/KhaanOfficial

আইউব আহমেদ খাঁন › বিস্তারিত পোস্টঃ

ঐশী এবং ইনজাস্টিস

২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৪

#Injustice
ঐশির উপর ইনজাস্টিস হলো না? আত্নসমর্পন ও বয়স বিবেচনায় তাকে যাবজ্জীবন প্রিজন দেওয়া যেতো। বোধ করি ছেলে-মেয়ের উছৃংখল হওয়ার অন্যতম প্রধান কারন মাতা-পিতার উদাসীনতা অথবা অতিরিক্ত প্রশ্রয় ও পারিবারিক অশান্তি। ঐশির ঘাতক হওয়ার নেপথ্য কারন অথবা বিহাইন্ড দ্যা সিন কি ছিল? প্রসঙ্গক্রমে মাস কয়েক আগে রাজধানীর ডেমরায় এক কিশোরীর আত্নহত্যার ঘটনা উল্লেখ করি। কলেজ পড়ুয়া ঐ মেয়ের বাবা প্রবাসী।সে প্রায় ই দেখতো তার মা সারাক্ষন ফোনে কথা বলে। মা'কে জিজ্ঞেস করলে বলতো তিনি রিলেটিভ এর সাথে কথা বলেন। মা'কে সে সন্দেহ করার প্রশ্নই আসে না। একদিন কলেজ থেকে এসে দেখে তার মা ভিডিও কলে ফোনের অপরপ্রান্তে থাকা যুবকের সাথে অশালীন কার্যকলাপ করছে! মা'র প্রতি অগাধ বিশ্বাস থাকা মেয়েটি তা সহ্য করতে না পেরে আত্নহত্যা করে। এখন মেয়টি যদি কিচেন থেকে ছুড়ি নিয়ে তার ব্যাবিচারী মা'কে মেরে ফেলতো তাহলে সম্ভবত আমরা আরেক কিশোরী খুনীকে পেতাম। মহান মানব জাতি তার চৌদ্দ ঘুষ্ঠি উদ্ধার করত।মহান মানবজাতির ভাগ্য অতি সুপ্রসন্ন, উক্ত কিশোরী নিজের জীবন দিয়ে তার মা'এর ব্যাবিচারের বলি হলো!
এইবার ঐশী প্রসংগে আসি। এইটা কখনোই জানা সম্ভব না বিত্তবৈভবে বেড়ে ওঠা ফার্স্টক্লাস অফিসারের একমাত্র মেয়ে ঐশীর মনোজগতে কি এমন ঘটেছিল, কিসের এত ক্রোধ তার, কেনইবা ঐশী আপন মা-বাবা হত্যার মত চরমপন্থা অবলম্বন করলো। কেনইবা নিজেই পুলিশের কাছে ধরা দেওয়ার মত আত্নগাতী সিদ্ধান্ত দিল? অপরাধীর স্বাভাবিক প্রবিত্তি হলো পলায়নপর হওয়া। কিন্তু ঐশীর ক্ষেত্রে এই মতবাদ টিকে না!

যাইহউক, কনক্লুশন হলো সব উছৃংখল ছেলে-মেয়ে তাদের বাবা মা কে খুন করে না। কিন্তু ছেলে মেয়ের উছৃংখলতার দায় ৯০ শতাংশ বাবা মারই। এই বাবা মা দের কারনেই সমাজ কলুষিত। কেন ছেলে মেয়েদের দোষ দিয়ে কর্তব্য শেষ করি? কেন শেকড়ে যাই না আমরা? যেখানে থেকে অনাচারের গোড়াপত্তন!!! ঐশী মাদকাসক্ত ছিল। এইটা কেমন সমাজ যেখানে হাত বাড়ালে মাদক পাওয়া যায়? ঐ মাদক ব্যাবসায়ীদের কি সাজা দেবে আদালত?

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৪

চলন বিল বলেছেন: এত দিন পরে আপনি এই পুরান ক্যাচাল শুরু করছেন।
যাই হোক, ঐশী মেয়ে বলেই আপনার দরদ উথলে পরছে
কালো বিকট চেহারার ওই বয়সী ছেলের এই শাস্তি হলে আপনারা একটা কথাও বলতেন না।
জোড়া খুনের আসামিকে মৃত্যুদণ্ড হয়েছে , আসামি প্রাপ্তবয়স্ক এবং আইন সবার জন্য সমান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.